I spent the holiday happily.

in blurt-188398 •  4 days ago 

Bismillahir Rahmanir Rahim

Assalamu alaikum Everyone.
This is @abdulmomin from #Bangladesh.

1000016126.jpg

Hello friends, are you in peace? I hope we are doing well by the grace of Almighty God, I am also doing well by the grace of Alhamdulillah workers. I am sharing my leader's peace diary today, it was on the 13th and our holiday is opening, we have no news so it was time to spend the night after praying Fajr in the morning. After waking up from sleep, I picked up the phone and refreshed, had breakfast straight away so I was hungry enough. In response to one of my friends, I told him to take a roti and gram number 10 outside. I finished the breakfast chores.

1000016114.jpg

So before I saw, now I took a bath so I stood in the sun on the balcony wearing a Punjabi Punjabi. Immediately, my friend. I called my friend and took a selfie with him. I wrote a story on Facebook, wishing him a happy Jumma Mubarak. I also started a story on Facebook, wishing him a happy Jumma Mubarak. When we took the photo, it was 1:30 am, the Friday prayer in our Masa mosque is for three minutes. Many people came to the Madrasa mosque from house to house to pray. The entire structure, including the four floors of the mosque, including the veranda, has to be filled for prayers inside.

1000016126.jpg

Food arrangements for Friday prayers, we have to discuss the food from the Madrasa with a portion of the morning meal. From the Madrasa market, we have fried red cabbage with arjor and radish to form the fried food. 10 gaz mix and the broker has brought the main part of the fried red cabbage, we are testing the fried food. Just like we gave boiled potatoes from Masa in the morning, we have to talk about the structure.

1000016115.jpg

One of my younger brothers called and he had to go to the Madrasa, should I go for it? He said I was outside calling loudly, our Ustadji took the phone from me, now the Madrasa is on vacation so I have to take the phone. I could not refuse anymore, my word is right. I told Huzoor about Huzoor, Huzoor called many other students so I came to the madrasa and talked to them. I said okay then go after evening.

1000016130.jpg

We left a few days before evening, the madrasa was number 24 feet 10 from Shani Akhra. I didn't recognize him and I told my younger brother to come to the Japanese market and I'm there, when they came to the market, we met them in front of the market. The name of the madrasa is Madrasatul Hikmah. Although the madrasa is new, it is very nicely decorated and tidy inside. It looked very beautiful inside so I collected photos. The madrasa often told me that the madrasa was on holiday that day so again there were only students, there was no master in the madrasa only one master.

1000016131.jpg

I went to the madrasa and called the Muhtamim Sahib of the madrasa but because the phone was switched off, we could not communicate with each other for a long time. When we were talking to Muhtamim Sahib's younger brother, he ordered me to talk to the phone. I said okay, I'm here for now. Then talk to Muhtamim Sahib, I didn't even pick up the call. Later, I called Muhtamim Sahib's phone, then it rang, then he answered the phone and talked to me. I answered and talked to him. I said okay, no problem. Much later, at 7:30, the reality was in the madrasa. I told the office to talk to me about my younger brother's brother.

1000016132.jpg1000016133.jpg

He had a phone with the master who had given it to himself, he didn't have to hand over the phone. And he said, "I will give it to you when the masasa opens." I said okay, there is no problem with the phone. I came to the madrasa, when we came to the madrasa, there was a pressure from the Huzoor at the gate of the madrasa, so when we had to wait for some time to cut the masara, when it was 9 o'clock, the prayers started in the mamasa and then I got pressed into the masadar and it was time for prayers. This was my activity for the day.

I am leaving here for today, see you in the next post. Allah is Hafez.
DeviceName
AndroidRealme 12 Pro
Camera50MP 32MP 8MP
LocationBangladesh 🇧🇩
Short by@abdulmomin

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি পরম করুনাময় আল্লাহর রহমতে অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভাল আছি সুস্থ আছি। আমি আজকে আপনাদের মাঝে আমার শুক্রবারের সারা দিনের দিনলিপি শেয়ার করার জন্য এসেছি, 13 তারিখ ছিল শুক্রবার আর শুক্রবার হচ্ছে আমাদের ছুটির দিন, শুক্রবার আমাদের কোন ক্লাস নেই তাই সকাল বেলা ফজরের নামাজ পড়ে এক ঘুমে দশটার সময় উঠেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিলাম, সকালে নাস্তা করেনি তাই পর্যাপ্ত ক্ষুধা লেগেছিল। আমার এক বন্ধু বাহিরে যাচ্ছিল আমি তারে বলে দিলাম আমার জন্য একটি বন রুটি আর ১০ টাকার ছোলা নিয়ে আসবে। সকালের নাস্তা করে প্রয়োজনীয় কাজগুলো সেরে নিলাম।

যেহেতু শুক্রবার তাই আগে আগে গোসল করে নিলাম, এখন একটু একটু করে শীত পড়তেছে তাই গোসল করে পাঞ্জাবি পাজামা পড়ে বারান্দায় রোদে দাড়ালাম। সাথে বন্ধুরাও ছিলো। সবাই বলছিল আমার ফোন দিয়ে ফটো উঠবে সেলফি উঠবে তাই আমি আমার কয়েকজন বন্ধুকে ফটো উঠিয়ে দিলাম এবং কয়েকটি সেলফি উঠলাম। সবাই ফেসবুকে স্টোরি দিচ্ছিল জুম্মা মোবারক লিখে। আমিও ফেসবুকে স্টোরি দিয়েছিলাম জুম্মা মোবারক লিখে। আমরা যখন ফটো উঠিয়েছি তখন ঘড়ির সময়ে ছিল ১:৩০ মিনিট , আমাদের মাদ্রাসার মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয় দুইটার সময় তাই আরো ৩০ মিনিট সময় ছিল। এরপরে মাঠের মধ্যে তাকিয়ে দেখি অনেক মুসল্লী জুমার নামাজ আদায় করার জন্য এসেছে।

জুমার নামাজ আদায় করার জন্য অসংখ্য মানুষ যাত্রাবাড়ী মাদ্রাসা মসজিদে আসে। মসজিদের ভিতরে বারান্দা সহ পুরো চারতলা ভরে যাওয়ার পরে মাঠের মধ্যে দিয়ে নামাজের জন্য ব্যবস্থা করে দিতে হয়। জুমার নামাজ আদায় করে দুপুরের খাবারের ব্যবস্থা করলাম, মাদ্রাসা থেকে সকালে খাবার দিয়েছে ওই খাবার আমরা রেখে দিয়েছিলাম দুপুরে খাওয়ার জন্য। দুপুরে মাদ্রাসার বাজার থেকে লালশাক ভাজি আর গাজর দিয়ে মুলা দিয়ে ভাজি করেছিল সেটি কিনে নিয়ে এসেছি। ১০ টাকার গাজর মূলা মিক্স ভাজি আর দশ টাকার লালশাক ভাজি কিনে নিয়ে এসে আমরা দুপুরের খাবার খেয়েছি। যেহেতু সকালে মাদ্রাসা থেকে সিদ্ধ আলু দিয়েছিল তাই আমরা দুপুরে সেটি ভর্তা করেছিলাম।

বিকেলবেলা আমার এক ছোট ভাই ফোন করলো বলল তার মাদ্রাসায় যেতে হবে, আমি বললাম কি জন্য যেতে হবে? সে বলল আমি বাহিরে ফোন চালাইতে ছিলাম আমাদের ওস্তাদজি দেখে আমার থেকে ফোন নিয়ে নিয়েছে, এখন তো মাদ্রাসা ছুটি দিচ্ছে তাই ফোনটা আমাকে নিয়ে দিতে হবে। আমি আর না করতে পারলাম না, বললাম ঠিক আছে নাম্বার দাও আমি কথা বলি। আমি হুজুরের সাথে কথা বললাম, হুজুর বলল অনেক সময় অন্য ছাত্রদের দিয়ে কথা বলিয়ে ফোন নিয়ে যায় তাই আপনি মাদ্রাসায় এসে সরাসরি সাক্ষাৎ করে কথা বলে ফোন নিয়ে যেতে পারেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে সন্ধ্যার পরে যাব।

সন্ধ্যার একটু আগে আমরা রওনা হলাম, মাদ্রাসাটি ছিল শনির আখড়া থেকে ২৪ ফিট ১০ নাম্বার রাস্তায়। আমি চিনতেছিলাম না এরপর আমি ছোট ভাইকে বললাম তুমি জাপানি বাজার মার্কেটে আসো আমি ওখানেই আছি, এরপরে ওরা যখন জাপানি বাজার মার্কেটে আসলো তখন আমরা ওদের সাথেই মাদ্রাসায় চলে গেলাম। মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসাতুল হিকমাহ। মাদ্রাসাটি যদিও নতুন কিন্তু ভিতরে অনেক সুন্দর করে সাজানো গোছানো ভাবে পরিপাটি করে কাজ করতেছে। ভিতরে অনেক সুন্দর দেখা যাচ্ছিল তাই আমি কয়েকটি ফটোও সংগ্রহ করেছি।

মাদ্রাসায় গিয়ে অনেক সময় বসে ছিলাম যেহেতু মাদ্রাসা ঐদিন ছুটির দিন তাই সবাই বাসায় চলে গিয়েছে মাত্র কয়েকজন ছাত্র ছিল, মাদ্রাসায় কোন ওস্তাদও ছিল না শুধুমাত্র একজন ওস্তাদ ছিল। আমি মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার মুহতামিম সাহেবকে ফোন করলাম কিন্তু ফোন বন্ধ থাকার কারণে আমরা অনেক সময় সেখানে বিলম্ব করলাম কিন্তু যোগাযোগ করতে পারলাম না। এরপরে আমরা মুহতামিম সাহেবের ছোট ভাই এর কাছে ফোন করে উনার কথা জিজ্ঞেস করলাম এরপরে উনি আমাকে বললেন ঠিক আছে আমি হুজুরের সাথে কথা বলে তোমাকে জানাচ্ছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি এতক্ষন এখানেই বসে আছি।

এরপরে মুহতামিম সাহেবের সাথে কথা বলল, আমি ওনাকে আবার কল করলাম কিন্তু উনি ফোন ধরলেন না। একটু পরে মুহতামিম সাহেবের ফোনে কল করলাম তখন রিং বাজছিল, তখন উনি ফোন রিসিভ করলেন এবং আমার সাথে কথা বললেন। আমি বিষয়টি নিয়ে উনার সাথে কথা বললাম উনি আমাকে বললেন আমি বিকেলে হালকা একটু অসুস্থতার কারণে ঘুমিয়ে পড়েছিলাম, যাইহোক তুমি আর কিছুক্ষণ অপেক্ষা করো আমি আসতেছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। একটু পরে অর্থাৎ ৭:৩০ মিনিটে উনি মাদ্রাসায় আসলেন। আমাকে অফিসে ডেকে আমার সাথে ছোট ভাইয়ের পড়াশোনায় বিষয়ে বিভিন্ন কথাবার্তা বললেন।

এরপরে যে ওস্তাদের কাছে ফোন ছিল উনি বাসায় চলে যাওয়ায় ফোন আমাদের হাতে দিতে পারলেন না। এবং বললেন মাদ্রাসা যখন খুলবে তখন ফোন দিয়ে দেব আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। এরপর আমি মাদ্রাসায় চলে আসি, মাদ্রাসায় এসে দেখি আমাদের মাদ্রাসার গেইটে হুজুর বসে আছে তাই মাদ্রাসার সামনে কিছু সময় অপেক্ষা করলাম যখন ৯টা বেজে গেল তখন মাদ্রাসায় নামাজ শুরু হল আর তখনই আমি মাদ্রাসায় ঢুকে পরলাম এবং নামাজ আদায় করলাম। এই ছিল আমার শুক্রবার সারাদিনের কার্যক্রম।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  3 days ago  ·  


** Your post has been upvoted (11.79 %) **