My dear blurt friends,
I am @samadbro08 from Bangladesh
Today is Tuesday , December 17/2024
Assalamu Alaikum. Ecoer members, hope everyone is well. Today I will review a Bengali drama among you. The name of the Bengali drama I reviewed is "Higher Love".
আসসালামু আলাইকুম। Ecoer সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি বাংলা নাটক রিভিউ করবো। আমার রিভিউ করা বাংলা নাটকের নাম হলো " উচ্চতর ভালোবাসা"।
🎥"Higher Love”."🎥
important information
Name of the play | Higher love. |
---|---|
Director | Sajin Ahmed Babu |
Acting | Mosharraf Karim, Zakia Bari Momo. |
Length | 44 minutes. |
Language | Bengali. |
Release date | 03.06.2020 Eng. |
|নাটকের নাম| উচ্চতর ভালোবাসা। |
|---|---|
পরিচালক|সাজিন আহমেদ বাবু।|
অভিনয় |মোশাররফ করিম, জাকিয়া বারী মোমো। |
দৈর্ঘ্য | ৪৪ মিনিট। |
ভাষা |বাংলা। |
মুক্তির তারিখ |০৩.০৬.২০২০ইং।|
Synopsis of the play:
Musharraf Karim's name is Russell Sahib in this play. And he works in a bank office. At the beginning of the play, she comes to her office with a cake in hand. Especially on the occasion of her office boss i.e. R madam's birthday, she brings a cake and celebrates it together with everyone. After cutting the cake, he took a picture together with everyone. And they had a lot of joy and fun.
এই নাটকে মোশারফ করিমের নাম থাকে রাসেল সাহেব । এবং সে ব্যাংক অফিসে চাকরি করে। নাটকের প্রথমে দেখা যায় যে সে একটি কেক হাতে তার অফিসে আসে। বিশেষ করে তার অফিসের বস অর্থাৎ আর ম্যাডামের জন্মদিন উপলক্ষে সে একটি কেক নিয়ে আসে এবং সেটি সবার সাথে একসাথে সেলিব্রেশন করে। কেক কাটার পর সে সবার সাথে একত্রিত ভাবে ছবি তোলে। এবং তারা অনেক আনন্দ ও মজা করেছে।
Free time after finishing the celebration. He was having tea while standing with his office colleague. Just then he gets to know from his office calling that his madam is single. And looking for a suit for his madame. Then he went to his madam's office. Go to madam and say that everything happened. He asks madam what kind of pot he likes. Madam describes her. And of course I will try to find a container to your liking. Then the office is over. and left the office.
সেলিব্রেশন শেষ করার পর ফ্রি টাইমে। সে তার অফিস কলিগের সাথে দাঁড়িয়ে যখন চা খাচ্ছিল। ঠিক সেই সময় সে তার অফিস কলিং এর কাছ থেকে জানতে পারে যে তার ম্যাডাম হচ্ছে অবিবাহিত। এবং তার ম্যাডামের জন্য পাত্র খোঁজা হচ্ছে। তারপর সে তার ম্যাডামের অফিসে যাই। ম্যাডামের কাছে গিয়ে সমস্ত ঘটনা ঘটে বলে। কেমন পাত্র তার পছন্দ তার জিজ্ঞেস করে ম্যাডামকে। ম্যাডাম তার বর্ণনা দেয়। এবং বলে অবশ্যই আমি চেষ্টা করে দেখব আপর মনের মতো পাত্র খুঁজে আনার জন্য। এরপরে অফিস শেষ হয়ে যায়। এবং অফিস থেকে বেরিয়ে যায়।
Now he goes home and thinks a lot about what kind of pot he will find for his office madam. He sees all the conditions of his madam in the conditions given. Then he comes to the office and first of all gives a resignation letter to his madam. And he says madam pot I got it and don't know if you will like it. Then he says to himself, I am the bridegroom. Madam got angry immediately after saying this. After getting angry R madam started listening to him in various ways. Then Musharraf Karim left his office.
এবার সে বাসায় গিয়ে প্রচন্ড পরিমানে ভাবে তার অফিসের ম্যাডামের জন্য কেমন পাত্র খুঁজেবে। যেসব কন্ডিশন দিয়েছে তার মধ্যেই সে তার ম্যাডামের সকল কন্ডিশন দেখতে পায়। এরপর সে অফিসে আসে এবং তার ম্যাডামকে কাছে সর্বপ্রথম একটা রিজাইন লেটার দেয়। এবং সে বলে ম্যাডাম পাত্র তো আমি পেয়ে গেছি এবং আপনার পছন্দ হবে কিনা জানিনা। তারপর সে নিজেকে বলে আমি হলাম পাত্র। এই কথা বলার পরপরই ম্যাডাম রেগে যায়। রেগে যাওয়ার পর আর ম্যাডাম তাকে বিভিন্ন ধরনের কথাবার্তা শোনাতে থাকে। তারপর মোশারফ করিম সে তার অফিস ছেড়ে চলে যায়।
It is then seen that his office boss wanders off on his own to find pot. Once seen going to a restaurant to meet a potter. and talks to him. After this conversation, he left and after madam left, Musharraf Karim came there again. Musharraf Kareem tells him about her and says that he loves his madam and they have a good relationship and for that he also shows her some pictures. In one word, Musharraf Kareem is ready to break his marriage.
এরপর দেখা যায় যে তার অফিসের বস পাত্র খোঁজার জন্য নিজেই ঘোরাঘুরি করে। একসময় দেখা যায় একটি পাত্রে সাথে দেখা করার জন্য একটি রেস্টুরেন্টে যায়। এবং তার সাথে কথাবার্তা বলে। এই কথাবার্তা বলে তারপর চলে যায় এবং ম্যাডাম চলে যাওয়ার পর সেখানে আবার মোশারফ করিম আসে। মোশারফ করিমের সে তখন সে তার সম্পর্কে বল এবং বলে সে তার ম্যাডামকে ভালবাসে এবং তাদের মধ্যে ভালো সম্পর্ক আছে এবং সেই সুবাদে সে তাকে কিছু ছবিও দেখায়। এক কথায় তার বিবাহ ভাঙার জন্য মোশারফ করিম উঠেপড়ে লাগে।
Then Musharraf Karim came home. and talks to his friends. They will create a business or establish a business. The matter was discussed with them and his friends agreed. And at some point they rent an office and there they start their new activities.
এরপর মোশারফ করিম বাসায় আসে। এবং তার বন্ধুদের সাথে আলাপ আলোচনা করে। তারা একটা ব্যবসার তৈরি করবে বা ব্যবসা প্রতিষ্ঠা করবে। এই বিষয়ে তাদের সাথে কথাবার্তা হয় এবং তার বন্ধুরা তাতে সহমত দেয়। এবং এক পর্যায়ে তারা একটি অফিস ভাড়া নেয় এবং সেখানে তারা তাদের নতুন কার্যক্রম শুরু করতে থাকে।
At one stage, it was seen that his previous madam came to the new office of Mosharraf Karim and threatened him. Why is he breaking up his marriage? Then she says I love you. i want to marry you So to do this I can make you do any work at any stage. And they talk and then madam leaves.
একপর্যায়ে দেখা যায় মোশারফ করিমের নতুন অফিসে তার আগের ম্যাডাম আসে এবং এসে তাকে হুমকি-ধামকি দেয়া। কেন সে তার বিবাহ ভাঙছে। তখন সে বলে আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে বিয়ে করতে চাই। তাই এটি করার জন্য আমি আপনাকে কোন পর্যায়ে যে কোন কাজ করতে পারি। এবং তাদের মধ্যে কথাকাটাকাটি হয় এবং তারপর ম্যাডাম সেখান থেকে চলে যায়।
Then it is seen that madam called the police. And he tells him about Mosharep Karim. He harasses me, various things. So GD is done in his name. Mosharraf Karim already knew about this. So before the police could search for him, Musharraf Karim appeared at the police office. And tells him all the facts. And makes him talk. She took a personal photo with him while cutting the cake. Show those pictures as evidence to the police station and say that I love him and he loves me too. He wants to leave me in anger and marry someone else. If anger subsides, two lives will be lost at once. So he is breaking up his marriage.
এরপর দেখা যায় ম্যাডাম পুলিশে ফোন করে। এবং মোশারেপ করিমের বিষয় সে তাকে বলে। সে আমাকে হেনস্তা করছে, বিভিন্ন বিষয়। তাই তার নামে জিডি করা হয়। এই বিষয়টা মোশারফ করিম আগেই জেনে যায়। তাই পুলিশ তাকে খোঁজাখুঁজি করার আগেই মোশারফ করিম পুলিশের অফিসে হাজির হয়। এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলে। এবং তাকে কিছু বানিয়ে কথা বলে। সে কেক কাটার সময় যে তার সাথে পার্সোনাল ছবি তুলেছিলেন। সেই ছবিগুলো প্রমাণ হিসেবে পুলিশের অবস্থান দেখান এবং বলে যে আমি তাকে ভালোবাসি সেও আমাকে ভালবাসে। রাগের মাথায় আমাকে ছেড়ে অন্য আরেকজনকে বিয়ে করতে চাচ্ছে। যদি রাগ কমে যায় তখন তো একসাথে দুটি জীবন নষ্ট হবে। তাই সে তার বিয়ে ভেঙে বেড়াচ্ছে ।
Then we go to a new company of Mosharraf Kareem. To delete some jobs. And they offer him a large amount of it and say that as a condition. He forgets his madam. After saying this, Musharraf Karim canceled the office deal. And said that at any cost I can't leave my madam. Because I love her very much and I want to marry her. After saying this, he canceled the deal and left.
এরপর আমরা দেখতে পারি মোশারফ করিমের নতুন একটা কোম্পানির কাছে যাই। কিছু কাজের ডিলিট করার জন্য। এবং তারা তাকে একটা বড় পরিমাণ এর অফার করে এবং শর্ত হিসাবে বলে যে। সে তার ম্যাডামকে ভুলে যায়। এই কথা বলার পর মোশারফ করিম সেই অফিস ডিলটি ক্যানসেল করে। এবং বলে যে কোন পরিমাণ মূল্যে আমি আমার ম্যাডামকে ছাড়তে পারব না। কেননা আমি তাকে প্রচন্ড ভালোবাসি এবং আমি তাকে বিয়ে করতে চাই। এই কথা বলার পর ডিল ক্যানসেল করে সেখান থেকে বেরিয়ে যায়।
After that madam again comes to her office and says I agree to marry you. But I have some conditions. Like giving him a new flat and buying expensive things for him. And will bear every cost himself. He will not spend a single penny. Then Moseraf agreed to all the conditions. And says that being the main reason why I love you. You are a man in the country you use everything in the country and especially Bangladesh does not build houses so you drive a car foreigner. I love and want to marry you for these reasons and nothing else.
এরপর দেখা যায় ম্যাডাম আবার তার অফিসে আসে এবং বলে যে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। তবে আমার কিছু শর্ত আছে। যেমন তাকে নতুন একটা ফ্ল্যাট দিতে হবে এবং তার জন্য দামী দামী জিনিসপত্র কিনতে হবে। আর প্রতিটি খরচে নিজে বহন করবে। একটি টাকাও খরচ করবে না সে। তখন মোসারফ সমস্ত কিছু শর্তে রাজি হয়ে যায়। এবং বলে যে আমি যে আপনাকে ভালোবাসি তার প্রধান কারণ হচ্ছে। আপনি দেশে একজন মানুষ আপনি দেশের সমস্ত কিছু ব্যবহার করেন এবং বিশেষ করে বাংলাদেশ বাড়ি বানায় না তাই আপনি একটি গাড়ি চালান বিদেশি। আর কিছু না এসব কারণের জন্য আমি আপনাকে ভালোবাসি এবং বিয়ে করতে চাই।
Later it turns out that they both got married. Then Moseraf asked him. Why were you not going to agree in the first place? Then she says I first thought you are a common employee of my office. And I am the boss of the office. Boss how can I marry you. But now I totally agree with you. From office boss to now I am your wife. And this is how this play ends.
এরপরে দেখা যায় যে আমি তাদের দু'জনার বিবাহ যায়। তখন মোসারফ তাকে জিজ্ঞেস করে। প্রথম পর্যায়ে কেন আপনি রাজি হতে যাচ্ছিলে না। তখন সে বলে যে আমি প্রথমে ভেবেছিলাম তুমি আমার অফিসের সাধারণ একজন কর্মচারী। আর আমি অফিসের বস। বস হয় কিভাবে আমি তোমাকে বিয়ে করব। তবে এখন আমি তোমার প্রতি পুরোপুরিভাবে সহমত। অফিসের বস থেকে এখন আমি তোমার বউ। আর এভাবেই এই নাটকটি শেষ হয়।
personal opinion
I like the play very much. I especially liked the drama. It is a never giving up effort to get anything in life. For example, Musharraf Karim was a general office worker. But he loved Madam. She never gave up on getting married at any cost and the last stage showed that she could reach her success. But at one stage he said a dialogue to Moseraf, that I never lose time, if I fail once, I will try a hundred times if necessary. If there is a source of desire to get something in our personal life, we can go through one hardship after another. So that success will catch us. Which has been explained through the play of Mosharraf Karim.
নাটকটি আমার কাছে বেশ ভালো লেগেছে। বিশেষ করে নাটকের মধ্যে যেই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। তা হচ্ছে জীবনে কখনো কোন কিছু পাওয়ার জন্য নিজেকে হার না মানা প্রচেষ্টা। যেমন মোশারফ করিম একজন অফিসের সাধারণ কর্মচারী ছিল। তবে সে ম্যাডামকে ভালোবাসতো। সে কোন সময় হাল ছাড়েনি যে কোনো মূল্যে বিবাহ করবে এবং লাস্ট পর্যায়ে দেখা গেছে সে তার সাফল্যে পৌঁছাতে পারেছে। তবে একপর্যায়ে সে একটি ডায়লগ বলে মোসারফ, যে আমি কোন সময় হারার পাত্র না একবার না পারলে আমি তা দরকার হয় শতবার চেষ্টা করবো। আমাদের ব্যক্তিগত জীবনে কোনো কিছু পাওয়ার উৎস আকাঙ্ক্ষা থাকলে একের পর এক কষ্ট মেহনত করে যেতে পারি। যাতে করে সফলতা আমাদের ধরা দেবেই। যেটি মোশারফ করিমের নাটকের মাধ্যমে করে বুঝিয়ে দিয়েছে।
My name is Md. Abdus Samad. I am a Bangladeshi. My district name is Meherpur and Thana Gangni. Union sixteen taka. My village name is Jugirgofa. Currently there are four people in my family. Especially we are two brothers of parents. I am the eldest son of the family. My educational qualification is I am an honors 4th year student of Bengali department. My college name is Gangni Government College.
আমার নাম মোঃ আব্দুস সামাদ। আমি একজন বাংলাদেশী। আমার জেলার নাম মেহেরপুর ও থানা গাংনী। ইউনিয়ন ষোল টাকা। আমার গ্রামের নাম জুগিরগোফা। বর্তমানে আমার পরিবারে চারজন। বিশেষ করে আমরা বাবা-মায়ের দুই ভাই। আমি পরিবারের বড় ছেলে। আমার শিক্ষাগত যোগ্যতা হল আমি বাংলা বিভাগের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র। আমার কলেজের নাম গাংনী সরকারি কলেজ।