Bangla drama rewriting Viral Masood

in blurt-1787181 •  28 days ago 

Hello!!
My dear blurt friends,
I am @samadbro08 from Bangladesh
Today is Monday , November 25/2024


Assalamu Alaikum. Ecoer members, hope everyone is well. Today I will review a Bengali drama among you. The name of the Bengali drama I reviewed is " Viral Masood ".

আসসালামু আলাইকুম। Ecoer সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি বাংলা নাটক রিভিউ করবো। আমার রিভিউ করা বাংলা নাটকের নাম হলো " ভাইরাল মাসুদ "।


🎥"Viral Masood "🎥


Screenshots have been taken through.

Important information:


Name of the playViral Masood.
DirectorShikhar Shahniat.
ActingMosharraf Karim, Sifat Tahsin, Mehdi Akash, Seljuk Twarik, Nikul Kumar Mandal, Anwar Hossain.
Length41 minutes.
LanguageBengali.
Release Date28.05.2020Eng.

|নাটকের নাম| ভাইরাল মাসুদ। |
|---|---|
পরিচালক| শিখর শাহনিয়াত। |
অভিনয় |মোশাররফ করিম, সিফাত তাহসিন, মেহেদী আকাশ, সেলজুক ত্বারিক ,নিকুল কুমার মন্ডল, আনোয়ার হোসেন। |
দৈর্ঘ্য | ৪১মিনিট। |
ভাষা |বাংলা। |
মুক্তির তারিখ |২৮.০৫.২০২০ইং।|


Synopsis of the play:


Screenshot_20211106-140853.png


At the beginning of the play, Musharraf Karim and his wife are seen sitting on the balcony outside their house to get a chair. And just then it was seen that Mosharraf Karim was interviewing his wife with a mobile phone. In the first stage, I saw him interview in English. But next time it is seen that his wife does not know English so later she is seen taking interview in Bengali. It was so funny, they were laughing while doing this interview. After interviewing for a while, Musharraf Karim learned that a drama troupe had come to their village. Those who are starting their drama shooting here. After hearing this, he stopped interviewing his wife and prepared to go there. and left his wife there.

নাটকের শুরুতে দেখা যায় মোশারফ করিম ও তার স্ত্রী তাদের বাসার বাইরে বারান্দায় বসে আছে চেয়ার পেতে। আর ঠিক তখনই দেখা যায় যে মোশারফ করিম একটা মোবাইল ফোন হাতে নিয়ে তার বউ এর ইন্টারভিউ নিচ্ছিল। প্রথম পর্যায়ে তাকে ইংলিশে ইন্টারভিউ নিতে দেখি। কিন্তু পরবর্তী সময় দেখা যায় তার বউ ইংলিশ পারেনা তাই পরে আবার বাংলাতে ইন্টারভিউ নিতে দেখা যায়। বিষয়টা খুব হাস্যকর ছিল, এই ইন্টারভিউ নেওয়ার সময় তাদের মধ্যে হাসাহাসি চলছিল। এভাবে কিছুক্ষণ ইন্টারভিউ নেওয়ার পর মোশারফ করিম জানতে পারে তাদের গ্রামে একটা নাটকের দল এসেছে। যারা তাদের নাটকের শুটিং এখানে শুরু করছে। এ কথা শোনার পর সে তার বউ এর ইন্টারভিউ নেয়া বন্ধ করে দেয় এবং সেখানে যাওয়ার প্রস্তুতি নেয়। এবং তার বউকে রেখে সেখানে চলে যায়।


Screenshot_20211106-140949.png


Now he comes to the drama shooting. comes to see that people from his village town have come to shoot the drama. And when he came there he met the hero-heroine of the play. When the director of the play was explaining some words of the play to the hero. Just then Musharraf Karim took a picture. The hero of the drama feels a bit annoyed after seeing this picture taken. But next time when hero director keeps speaking wrong dialogues. Seeing this, Musharraf feels annoyed and says you are saying the whole thing wrong.

এবার সে চলে আসে নাটকের শুটিংয়ের কাছে। এসে দেখে যে তার গ্রামের শহর থেকে লোক এসেছে নাটকের শুটিং করার জন্য। এবং সেখানে এসে সে নাটকের নায়ক-নায়িকার সাথে সাক্ষাৎ কারে। নাটকের ডাইরেক্টর যখন নাটকের কিছু কথা নায়ক কে বুঝিয়ে দিচ্ছিলো। ঠিক সেইসময় মোশারফ করিম ছবি তোলে। এই ছবি তোলা দেখে নাটকের নায়ক কিছুটা বিরক্ত বোধ হয়। কিন্তু পরবর্তী সময় যখন নায়ক ডাইরেক্টর ডায়লগ গুলো ভুল বলতে থাকে। এটা দেখে মোশারফ বিরক্ত বোধ হয় আর বলে আপনি পুরোটাই ভুল বলছেন।


Screenshot_20211106-141003.png


After saying this, they got a little angry and at one point got into a fight. Then Musharraf called Karim came to their village and started abusing him to show Mastani. And all these scenes were recorded by another person on a mobile phone. Upload it on social media and make it viral.

এই কথা বলার পর তাদের মধ্যে একটু মনোমালিন্য হয় এবং একপর্যায়ে ঝগড়া লেগে যায়। তখন মোশারফ করিম বলে তাদের গ্রামে এসে তার উপর মাস্তানি দেখানোর জন্য গালাগালি করতে থাকে। আর এই সমস্ত দৃশ্য তখন আর একজন মানুষ মোবাইলে ভিডিও ধারণ করে। তা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে ভাইরাল করে দেয়।


Screenshot_20211106-141143.png


In the next scene we can see that the abusive video of Musharraf Karim has gone viral. Musharraf Karim does not know that. But when he goes to a tea shop for tea, people surround him and everyone wants to take pictures of him. Then Musharraf Karim asks why you are doing this. Then they broke up and said that the video of the drama team that you chased away from the village has gone viral in the net world. And for that we consider you a celebrity. After this it is seen that various people come to Musharraf Karim and take his speeches and interviews and pay him some money for it.


এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি যে মোশারফ করিমের যে গালাগালি ভিডিওটি ভাইরাল হয়েছে। সেই বিষয়টি মোশারফ করিম জানে না। তবে সে যখন একটি চায়ের দোকানে চা খাওয়ার জন্য যায় তখন মানুষজন তাকে ঘিরে ধরে এবং তার কাছে এসে সবাই ছবি তুলতে চাই । তখন মোশারফ করিম জিজ্ঞেস করে কেন আপনার এগুলো করছেন। তখন তারা ভেঙে বলে আপনি যে নাটকের টিমকে লাগালি করে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছেন সেই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। আর এর জন্য আমরা আপনাকে সেলিব্রিটি হিসেবে মানি। এর পরে দেখা যায় মোশারফ করিমের কাছে বিভিন্ন রকমের লোকজন আসে এবং তার বক্তব্য ও ইন্টারভিউ নেয় এবং তার জন্য তাকে কিছু টাকা পয়সা দিয়ে থাকে।


Screenshot_20211106-141223.png


In the next scene we can see that a neighbor comes to Musharraf Karim's wife and asks her what does your husband do. Then said my husband a video went viral since then people took him and made videos with him. And people pay for all this. Then the neighbor says have you seen the videos your husband is making. In fact, your husband abuses and bad-mouths people online. And for these people pay money. Musharraf's wife was upset after hearing these words. Then the neighbor leaves.

এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি যে মোশারফ করিমের বউয়ের কাছে একজন প্রতিবেশী আসে এবং তাকে জিজ্ঞেস করে যে আপনার স্বামী কি কাজ করে সেইসব জিজ্ঞেস করে। তখন বলে যে আমার স্বামী একটা ভিডিও ভাইরাল হয়েছে তারপর থেকে লোকজন তাকে নিয়ে যায় এবং তাকে দিয়ে ভিডিও বানায়। আর এই সবের জন্য মানুষ থাকে টাকা দেয়। তখন প্রতিবেশী বলে আপনার স্বামী যেসব ভিডিও বানাইছে ভিডিও কি আপনি দেখেছেন। আসলে আপনার স্বামী অনলাইনে মানুষকে গালাগালি এবং খারাপ কথাবার্তা বলে। আর এইসবের জন্য মানুষ টাকা দেয়। এইসব কথা শুনে মোশারেফের বউয়ের মন খারাপ হয়। তারপর প্রতিবেশী চলে যায়।


Screenshot_20211106-141307.png


In the next scene we can see when Mosraf Kareem comes home his wife says don't make these videos because people call us bad after seeing these abusive videos. Musharraf Karim thinks about this matter. And saying that the video I went viral for is very bad because when people go viral through abuse, it brings harm to themselves. And so he decided not to make such videos again.

এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি মোসারফ করিম যখন বাসায় আসে তখন তার বউ বলে তুমি আর এইসব ভিডিও বানাওনা কারণ এসব গালাগালি ভিডিও দেখে মানুষ আমাদের খারাপ বলে। এই বিষয়টার মোশারফ করিম চিন্তা ভাবনা করে। আর বলে যে আমি যে ভিডিওর জন্য ভাইরাল হয়েছে এটি হচ্ছে খুবই খারাপ কারণ গালাগালির মাধ্যমে মানুষ ভাইরাল হলে সেটি নিজেদের প্রতি কুফল বয়ে আনে। আর তাই সিদ্ধান্ত নেয় সে আর এরকম ভিডিও তৈরি করবে না ।


Screenshot_20211106-141345.png


He then made another video and said in that video that no one else should make such abusive videos like him and no one should watch such videos. And he pleads with folded hands to everyone.

এরপর সে আর একটি ভিডিও তৈরি করে এবং সেই ভিডিওতে বলে দেয় যে তার মত যেন এমন গালাগালি ভিডিও আর কেউ না তৈরি করে এবং এরকম ভিডিও কেউ না দেখে। এবং সে সবার কাছে হাত জোড় করে মিনতি করে।


Screenshot_20211106-141410.png


In the next scene we can see him returning home and picking up his mobile phone again. And he makes video songs online with his wife on mobile for fun as before. And thus the whole drama ends.

এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি সে বাসায় ফিরে আসে এবং আসে তার মোবাইল ফোনটি আবার বার করে। এবং সে আগের মত আনন্দ-বিনোদন করার জন্য মোবাইল দিয়ে তার বউয়ের সাথে অনলাইনে ভিডিও গান বানায়। আর এভাবেই পুরো নাটকটি শেষ হয়।


Personal opinion:


In my personal opinion the drama was hilarious. But something educational was happening with him. In this day and age everything good and bad online goes viral. But they have a side effect in personal life. The real reality of which is presented in this play. For which I like the play very much.

আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী নাটকটি হাস্যকর ছিল। তবে তার সাথে কিছু শিক্ষামূলক হচ্ছিল। যে বর্তমান সময়ে অনলাইনে ভালো মন্দ সবকিছুই ভাইরাল হয়। তবে সেগুলোর একটা সাইড ইফেক্ট পড়ে ব্যক্তিগত জীবনে। যেটির প্রকৃত বাস্তব এই নাটকের মধ্যে তুলে ধরেছে। যার জন্য নাটকটি আমার কাছে বেশ ভালো লেগেছে।


My YouTube


Picture of myself


My name is Md. Abdus Samad. I am a Bangladeshi. My district name is Meherpur and Thana Gangni. Union sixteen taka. My village name is Jugirgofa. Currently there are four people in my family. Especially we are two brothers of parents. I am the eldest son of the family. My educational qualification is I am an honors 4th year student of Bengali department. My college name is Gangni Government College.

আমার নাম মোঃ আব্দুস সামাদ। আমি একজন বাংলাদেশী। আমার জেলার নাম মেহেরপুর ও থানা গাংনী। ইউনিয়ন ষোল টাকা। আমার গ্রামের নাম জুগিরগোফা। বর্তমানে আমার পরিবারে চারজন। বিশেষ করে আমরা বাবা-মায়ের দুই ভাই। আমি পরিবারের বড় ছেলে। আমার শিক্ষাগত যোগ্যতা হল আমি বাংলা বিভাগের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র। আমার কলেজের নাম গাংনী সরকারি কলেজ।


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  28 days ago  ·  


** Your post has been upvoted (28.24 %) **