Traditional wedding ceremony

in blurt-1787181 •  23 days ago 

Traditional wedding ceremony


Hello friends

Today I have come to share with you some traditional wedding customs, that is, some fragments of a traditional wedding that I witnessed.

The younger son of my grandfather on the ground floor of my house got married. Since it was a wedding in my building, the people of the entire building were invited, and my family was also invited. I participated in that ceremony and had the opportunity to see firsthand the various wedding customs.

Every religion has its own customs and traditions. Just like we have our own wedding rituals and traditions, they also have their own customs and traditions that are completely different from ours. Sanatan Dharma is an ancient religion, so the cultural traditions are also a little different.

Since I saw it for the first time in my life, it was a new experience for me. They follow many rules around a wedding ceremony. So their marriage bond seems a little strong to me. They tie the knot by making many promises. Both the boy and the girl have to make various promises and sit on the wedding mat. Which I found very good. Such customs for getting married are undoubtedly commendable.

Where the rules are strict, it is also very difficult to break those rules. So the fear of breaking the family is also a very difficult thing. I think this inspired me a lot.

In the current context, with the rate of divorce in society, if people marry according to such rules and regulations, they will remember these things a hundred times before getting divorced. I think this is why divorce is not allowed in Sanatan Dharma.

I have seen firsthand the rules they follow in their marriages. So naturally, they keep those things in mind before getting a divorce. So despite all the troubles, they do not indulge in a bad act like divorce, which has inspired me.

And I saw many things for the first time in my life. If I hadn't participated in this wedding, I would have been unaware of many things about traditional marriages. And my grandmother and grandfather are incredibly good people. They have come to our house and invited their families. They are very hospitable people, both husband and wife are very kind-hearted people.

However, I have seen most of the wedding ceremonies from home. There is a little empty space in front of the house where the pandal was held. I didn't have to go down, but if I had gone down and recorded a video or taken a picture, it would have been clearer. So it's not that it was completely bad, it was seen fairly well from above. Moreover, the sound of musical instruments is prevalent in the entire area. All the children in the vicinity have come down after hearing the sound of musical instruments.

In our Muslim family's wedding, we don't hear the sound of such musical instruments. So the children came running eagerly to watch. I liked it, the groom's friends played Holi, a game of throwing colors, a different scene of different colors in white shirts. One friend is throwing colors at another friend. Actually, there is joy in playing this color match at the yellow events.

A new experience in life. But the experience has always been very beautiful. Not only me, but other residents of my building also enjoyed it. Grandfather has two sons and no daughter. That's why he loves his elder son's wife very much. I believe he will love his younger son's wife the same way. Moreover, a girl leaves everything and comes out of the house holding the hand of a stranger. If she thinks that place is safe, then she does not hesitate to give everything. She wants to take care of the family with her best.

I pray from the bottom of my heart that their married life will be happy and peaceful. And I believe that they will not break the rules and regulations that they follow when they get married. Both will understand each other and will be together until death. That is my wish. It was really enjoyable. Since it was the first time in my life that I have understood the various customs of a wedding ceremony so closely,
it was a little different for me. So I shared it with you. I am leaving with the hope that everyone will be well and healthy, may Allah Hafez bless you.

আজ চলে এসেছি আপনাদের মাঝে সনাতনী বিয়ের কিছু রীতিনীতি নিয়ে অর্থাৎ আমার দেখা সনাতন ধর্মাবলম্বী একটি বিয়ের কিছু খন্ড চিত্র তুলে ধরার জন্য। আমার বাসার নিচ তলার দাদার ছোট ছেলের বিয়ে ছিল ‌। যেহেতু আমার বিল্ডিংয়ের বিয়ে ,তাই পুরা বিল্ডিং এর লোকজনকে দাওয়াত করেছে আমারও সপরিবারে দাওয়াত ছিল । সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি এবং তাদের বিয়ের বিভিন্ন রীতিনীতি সম্পর্কে প্রত্যক্ষ দেখার সুযোগ হয়েছে।

প্রতিটি ধর্মেরই নিজস্ব কিছু রীতিনীতি রয়েছে । আমাদের যেমন বিয়ের অনুষ্ঠানের কিছু বিশেষ রীতিনীতি তথা নিয়ম রয়েছে ,তেমনি ওদেরও কিছু নিয়ম রয়েছে যা সম্পূর্ণ আমাদের থেকে আলাদা। সনাতন ধর্ম একটি প্রাচীন তাই,কৃষ্টি কালচার গুলো ও একটু অন্যরকম।

আমি যেহেতু জীবনের প্রথম দেখেছি তা আমার কাছে ছিল একটি নতুন অভিজ্ঞতা। একটি বিয়ের অনুষ্ঠান কে কেন্দ্র করে অনেক নিয়ম তারা পালন করে থাকে। তাই ওদের বিয়ের বন্ধন টা একটু মজবুত মনে হয় আমার কাছে। অনেক পন বা ওয়াদা করে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। ছেলে -মেয়ে দুজনকেই বিভিন্ন ওয়াদা করে বিয়ের পিঁড়িতে বসতে হয়। যা আমার কাছে দেখে খুব ভালো লাগলো। বিয়েতে আবদ্ধ হওয়ার জন্য এরকম রীতিনীতি গুলো নিঃসন্দেহে প্রশংসনীয়।

যেখানে নিয়ম নীতি কঠোর, সেখানে সেই নিয়ম নীতিগুলো ভাঙাও খুব কঠিন ।তাই সংসার ভাঙার ভয়ও খুব কঠিন একটি ব্যাপার ।আমার কাছে মনে হল যে,এটি আমাকে খুব অনুপ্রাণিত করেছে।

বর্তমান প্রেক্ষাপটে সমাজে যে হারে বিবাহ বিচ্ছেদ হচ্ছে, এরকম নিয়ম-নীতি মেনে বিবাহ করলে মানুষ বিবাহ বিচ্ছেদে আবদ্ধ হওয়ার আগে শতবার এসব বিষয়গুলো স্মরণ করবে। আমার মনে হয় এই কারণে সনাতন ধর্মে বিবাহ বিচ্ছেদ নেই বললেই চলে।

আমি প্রত্যক্ষভাবে দেখলাম তারা যে সমস্ত নিয়ম পালন করে বিবাহের আবদ্ধ হয় ।তাই স্বাভাবিকভাবেই একটি বিচ্ছেদ করার আগে তাদের ওই বিষয়গুলো মাথায় থাকে। তাই শত ঝামেলা থাকা সত্ত্বেও তারা বিবাহ বিচ্ছেদের মতো একটি খারাপ কাজে লিপ্ত হয় না যা আমাকে অনুপ্রাণিত করেছে।

এবং অনেক কিছু আমি জীবনের প্রথম দেখেছি সত্যিই এই বিয়েতে অংশগ্রহণ না করলে আমি সনাতন ধর্মাবলম্বীদের বিয়ে সম্পর্কে অনেক কিছুই অজানা থাকতো। আর বৌদি ও দাদা অসম্ভব ভালো একজন মানুষ ।আমাদের বাসায় এসে সপরিবারে দাওয়াত করে গিয়েছেন ‌।অত্যন্ত আপ্যায়ন প্রিয় একজন মানুষ ওরা ,ওরা স্বামী স্ত্রী দুজনেই খুব ভালো মনের মানুষ।

তবে বিয়ের বেশিরভাগ অনুষ্ঠানগুলি আমি বাসা থেকেই দেখেছি। বাসার সামনে একটু খালি জায়গা রয়েছে ওখানে প্যান্ডেল করেছিল। নিচে নামতে হয়নি, তবে নিচে নেমে ভিডিও করলে বা ছবি ধারণ করলে হয়তো বা আরো স্পষ্ট হতো। তাই বলে একেবারে যে খারাপ হয়েছে তাও নয় উপর থেকে মোটামুটি ভালই দেখা গিয়েছে। তাছাড়া বাদ্যযন্ত্রের আওয়াজ পুরো এলাকাতে বিরাজমান। আশেপাশের যত ছেলেপেলেরা আছে, সবাই চলে এসেছে বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে।

আমাদের মুসলিম পরিবারের বিয়েতে তো এরকম বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায় না। তাই বাচ্চারা অধীর আগ্রহে দৌড়ে চলে এসেছে দেখার জন্য।। আমার কাছে ভালো লেগেছিল ,বরের বন্ধুরা হলি খেলেছে রঙ ছড়াছড়ির খেলা ,সাদা গেঞ্জির মধ্যে হরেক রকমের রং অন্যরকম দৃশ্য। এক বন্ধু আরেক বন্ধু কে রং ছুড়ে মারছে। আসলে আনন্দ থাকে গায়ে হলুদের অনুষ্ঠানগুলোতে এই রং মাখামাখি খেলাতে।

জীবনের একটি নতুন অভিজ্ঞতা। তবে অভিজ্ঞতাটা বরাবর ই খুব সুন্দরছি।শুধু আমি নয়, আমার বিল্ডিংয়ের অন্যান্য ভাবীরাও উপভোগ করেছিল বিষয়টি। দাদার দুইটা ছেলে , মেয়ে নেই ।তাই বড় ছেলের বউকে অনেক আদর করেন। আমার বিশ্বাস ছোট ছেলের বউকে ওই ভাবেই আদর করে রাখবেন। তাছাড়া একটি মেয়ে সবকিছু ছেড়ে দিয়ে, অচেনা একজন মানুষের হাত ধরে ঘর থেকে বের হয়ে আসে। সে যদি ওই জায়গাটাকে নিরাপদ মনে করে ,তাহলে সে সবকিছু বিলিয়ে দিতেও কোন কৃপণতা ভোধ করে না ।তার সর্বোচ্চটুকু দিয়েই সংসারের হাল ধরতে চায়।

আমি মন থেকে দোয়া করি ,ওদের দাম্পত্য জীবন যাতে সুখের হয় শান্তির হয়। আর যে কঠিন নিয়ম নীতি অনুসরণ করে তারা বিয়ে করে আমার বিশ্বাস তারা ওই নিয়ম-নীতি ভঙ্গ করবে না। দুজন দুজনকে বুঝবে মৃত্যুর আগ পর্যন্ত দুজন একসাথে থাকবে। সেই কামনাই করি। সত্যি অনেক উপভোগ্য ছিল । যেহেতু জীবনের প্রথম এত কাছ থেকে বিয়ের অনুষ্ঠানের বিভিন্ন রীতিনীতি উপলব্ধি করেছি ।তাই
আমার কাছে বিষয়টি একটু অন্যরকম হয়েছিল। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!