বন্ধুরা রমজান মাস এসেছে ইফতার পার্টি হবেনা তা কি আর হয়। প্রতিবছরে ই বন্ধুদের সাথে ইফতার পার্টি করা হয় আর এবছরও করা হচ্ছে। আসলে ইফতার পার্টি গুলো বেশিরভাগ রমজানের শেষের দিকে করা হয় এর অন্যতম কারণ হচ্ছে আমাদের কিছু বন্ধু বাহিরে থাকে আর তারা যখন বাসায় আসে তখনই করা হয়।
আর এবার কলেজের বন্ধুদের সাথে ইফতার করলাম এই প্রথমবার কলেজের বন্ধুদের সাথে ইফতার করা। আমরা স্কুলে বন্ধুদের সাথে প্রতিবছরই ইফতার পার্টি করা হলেও কলেজের বন্ধুদের সাথে করা হয় না। এ বছরও কলেজের বন্ধুদের সাথে ইফতার করা হতো না কিন্তু আমার একটা বন্ধু খুব রিকোয়েস্ট করতে ছিল আর তার রিকুয়েস্টে যাওয়া।।
বাসায় থাকা অবস্থায় একটুও যেতে ইচ্ছে করছিল না আর বর্তমানে গরমের তাপমাত্রা অনেক বেড়ে গেছে। দুপুরের পর থেকে অনেক বেশি ক্লান্ত লাগে তারপরও বন্ধু রিকোয়েস্টে সবকিছু ভুলে রওনা হলাম কলেজ যাওয়ার উদ্দেশ্যে। আমি সর্বপ্রথম বাসা থেকে বের হয়ে আমার বন্ধুর বাসায় যাই এবং তার সাথে তার বাইক নিয়ে চলে যায় কলেজে।
আমরা কলেজে যেয়ে দেখি বন্ধুরা সব কিছু আয়োজন করতেছে। পরে আমরা যেয়েও বন্ধুদের সাথে সবকিছু সুন্দরভাবে রেডি করে নিলাম। আর ইফতার পার্টি গুলো বেশিরভাগ সময় মাঠে নেওয়া হয় আর সবাই একত্রে মাঠে ইফতার করার আলাদা একটা আনন্দ থাকে।
পরে আমরা সবকিছু আয়োজন করে সবাই একটু হাঁটাহাঁটি করলাম সেই সাথে ফটোগ্রাফি। অনেকদিন পর সবার সাথে দেখা তাই সবাই মিলে গল্প করতেছিলাম। সেই সাথে সামনে পরীক্ষা এ বিষয় নিয়ে সবাই আলোচনা করলাম।।
কিছুক্ষণ সবাই মিলে ফটোগ্রাফি করার পরেই ইফতারের সময় হয়ে গেল। পরে সবাই মিলে একত্রে বসে ইফতার করার জন্য রেডি হলাম। আর সেখানে একটা স্যার ছিল তিনি ইফতারের পূর্বে দোয়া করে দিলেন পরে সবাই মিলে ইফতার শুরু করে দিলাম।।
পরে ইফতার শেষ হলে আমরা সবাই মিলে একটা শহীদ মিনারে যাই। আর সেখানে যেয়ে সবাই অনেক মজা করতে ছিলাম। বন্ধু মানেই আনন্দ এটা আমরা সকলেই জানি বিশেষ করে কোন একটা আয়োজনে যদি সবাই একত্র হই সেখানে আরো অনেক বেশি মজা হয়।।
আমাদের আরো অনেক বন্ধু আসতে চেয়েছিল কিন্তু কোন এক কারণে আসতে পারেনি। কিন্তু তাদেরকে অনেক মিস করতেছিলাম কারন আমাদের কলেজের বেশ কিছু বন্ধু আছে আমরা সবাই অনেক বেশি মজা করি।। পরে অনেক সময় সবাই মিলে আনন্দ করার পর বাসায় আসার জন্য রওনা দিলাম।
যেহেতু বন্ধুর বাইকে বাসায় এসেছি সেজন্য খুব বেশি সময় লাগে নি, তারপরও আস্তে আস্তে ৮.৩০ বেজে যায়। আর বাসায় আসার সময় আমার বাবা ফোন করে যে এখনো বাসায় আসতেছি না কেন। আসলে বন্ধুদের সাথে দেখা করলে সময় কোন দিক দিয়ে পার হয়ে যায় বোঝায় যায় না।।