রাস্তায় যারা ময়লা পরিষ্কার করে তাদের অবদান

in blurt-1787181 •  10 days ago 

আমরা যে উন্নত শহরের বড়াই করি এসব শহরের উন্নয়নে রয়েছে কিছু অনুন্নত মানুষের হাতের ছোঁয়া। তাদের হাতের ছোয়ায় এসব শহরের উন্নয়ন সাধন ঠিকই সম্ভব হয়ছে কিন্তু তাদের নিজেদের উন্নয়ন সাধন সম্ভব হয়নি।একটি শহরের যত চাকচিক্য আমাদের সামনে পরিলক্ষিত হয় তার মূলে রয়েছে কিছু মানুষ। যারা পুরো শহর প্রতিদিন পরিষ্কার রাখতে সংকল্পবদ্ধ।

21PRtjKRXPQybj4WUXScWv5QPLninWRxfbcWNsx7SenD7FqrfeNJ9BjmpfHCZ5ddKDpqsgaUv2SC45KPGqtM4ubJmW6vFZYYhiDi5LReEP7EUmwjhPnW3YwSZMHpD9kkqZp9t5Vx4nGKbv2XCNfHmoC.jpegsource

download.jpegsource

images.jpegsource

আমরা যারা হাইসোসাইটির মানুষ তারাই এশহরগুলো বিভিন্নভাবে অপরিষ্কার করি।কিভাবে অপরিষ্কার করি, সেটা আপনি আমি খুব ভালো করেই জানি,তা আর নাইবা বললাম। আমাদের শহরগুলো পরিষ্কারে যারা সংকল্পরদ্ধ,আপনি খুব ভালোভাবে খেয়াল করলে দেখবেন, তারা বেশিরভাগই সল্প শিক্ষিত এমনকি একটুও পড়াশোনা নেই,এক কথায় গণ্ডমূর্খ। অথচ এই গন্ডমূর্খ মানুষগুলোই প্রতিনিয়ত এমন সুন্দর শহর উপহার দেয়, যে সুন্দর এবং চাকচিক্য শহরের দাবী আমরা করি।

যেখানে আমরা আমাদের নিজ নিজ বসতবাড়ির ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করতে নাক ছিটকাই, দুর্গন্ধ এড়াতে মূখে রুমাল কিংবা গামছা পেচিয়ে নিই সেখানে ওই গণ্ডমূর্খ মানুষগুলোই হাসি মূখে যেকোনো ডাস্টবিনের ময়লা আবর্জনা পরিষ্কার করে,কোনোরকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই।
street-cleaning-7421622_1280.jpgsrc
আমি যে শহরে বসবাস করছি, প্রায় সময়ই খেয়াল করেছি একজন পরিষ্কারওয়ালা প্রতিদিন সকাল ১১টার পর আমাদের বাসার গলিতে এসে বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি বাড়ির পঁচা বাসি ময়লা নিয়ে গিয়ে নির্ধারিত স্থানে ফেলে দেয়।আগেই বলেছি তারা তাদের দায়িত্ব পালনে দৃঢ়সংকল্পবদ্ধ।যদিও উক্ত কাজগুলোর জন্য স্থানীয় সিটি কর্পোরেশন থেকে তাদের মাসিক কিছু টাকা সম্মানি ভাতা দেওয়া হয়।কিন্তু একবার চিন্তা করে দেখুনতো, এই কাজগুলো যদি আমাদের করতে বলা হতো, আমরা কি করতাম...?আমিতো মনে করি ১০০ জন মানুষের মধ্যে ৯৮ জনের উত্তর হবে “না”।
IMG_20230625_021547.jpg
তারা প্রতিদিন আমাদের শহরের অলিগলি থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করে শহরকে রাখছে পরিচ্ছন্ন।ভেবে দেখুনতো, তারা এই কাজের দায়িত্ব যদি না নিতো তবে কি বাসা থেকে বের হতে পারতেন,রাস্তার পাশে আমার আপনার ফালানো ময়লা আবর্জনার গন্ধে...?প্রকৃতির বাতাসেও আমাদের ফালানো আবর্জনার গন্ধ ভেসে বেড়াতো,ঠিকভাবে নিঃশ্বাসও নিতে পারতাম না আমরা,দুর্গন্ধময় হয়ে উঠতো পুরো পৃথিবী।

যারা এই পরিবেশ সৃষ্টি হতে দেয়নি,সমাজে আজ তারাই বিভিন্নভাবে অবহেলিত।সমাজের বেশিরভাগ মানুষই তাদের নিচু চোখে দেখে।আমাদের সমাজে তাদের এত ভূমিকা থাকার পরও এসমাজের মানুষ ভালোবেসে তাদের নাম দিয়েছে ময়লাওয়ালা।বরং তাদের নাম দেওয়া উচিত ছিলো পরিষ্কারওয়ালা। তাদের উক্ত পেশার কারণে তারা একটি চায়ের দোকানে সাধারণ মানুষের কাতারে দাড়িয়ে স্বাচ্ছন্দ্যে চা-ও খেতে পারেন না। অথচ তাদের পরিবেশনাতেই আমাদের শহরগুলো এত সুন্দর।

আমি মনে করি একজন সিটি মেয়রের যে সম্মান,একই সম্মান এসব গণ্ডমূর্খ মানুষগুলোরও হওয়া উচিত।কারণ,তারাও তো একটি সিটি কর্পোরেশনের এক একটি দায়িত্ববান কর্মকর্তা।

আমাকে ক্ষমা করবেন,আমার লেখায় আমি ওই মানুষগুলোকে গণ্ডমূর্খ বলে আখ্যায়িত করেছি।কিন্তু উক্ত শব্দটি শুধু প্রতিকী শব্দ হিসেবে ব্যবহার করেছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!