বন্ধুরা গতকালকে সেহরিতে উঠে একটু সমস্যার মধ্যে পড়েছিলাম কারণ হচ্ছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল আর সেহরিতে উঠে একদম বাসা অন্ধকার ছিল। সেই সাথে ফোনে চার্জও ছিল না। আপনারা হয়তো জানেন আমি হ্যাংআউটে কথা বলা অবস্থায় আমার ফোন বন্ধ হয়ে গেছিল আর তখন থেকেই বন্ধ ছিল।।
![]() |
---|
যাই হোক একটু কষ্ট করেই সেহেরী খেলাম আর সেই সাথে বৃষ্টিও হচ্ছিল। পরে সেহরি খাওয়া করে রুমে চলে আসি আর একটু পরেই ঘুমিয়ে যাই। আর সকাল ৯.৩০ পর ঘুম থেকে উঠি। আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বসে ছিলাম। আর ফোনে চার্জ না থাকায় বেশ খারাপ লাগতেছিল। কারণ আমার ফোন এখন পর্যন্ত এত সময় বন্ধ থাকে নি। পরে কি আর করার একটু পরেই ভাবলাম একটু পড়তে বসি পরে প্রতিদিনের মতোই পড়তে বসলাম।
আর ইতি মধ্যেই ১১.০০ টা পার হয়ে যায় আর কারেন্ট আসার কোন নাম নেই। পরে একটু বাইরে বের হলাম আর চাচাতো ভাইদের সাথে কথা বলতেছিলাম তাদের ফোনে চার্জ নেই। অবশেষে ১২.৩০ মিনিটে কারেন্টের দেখা পেলাম আর সর্বপ্রথম ফোন চার্জে দিলাম।
![]() |
---|
আর ফোন চার্জে দেওয়ার পর প্রতিদিনের মতো দুপুরে গোসল করে নিলাম, আর রুমে এসে শুয়ে থেকে ফোনটা খুলে চাপা শুরু করে দিলাম। মনে হচ্ছিল কতদিন হয় যে ফোন ব্যবহার করিনা। যাইহোক কিছু সময় ফোন ব্যবহার করতেই দেখি বাইরে প্রচন্ড মেঘ পড়েছে। পরে একটু বারান্দায় গেলাম আর তখনই বৃষ্টি পড়া শুরু হয়ে গেল।
![]() |
---|
পরে বারান্দা থেকে রুমে চলে এসে কিছু সময় ফোন ব্যবহার করে একটু ঘুমিয়ে যায়। আর বিকাল মুহূর্তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বাইরে বের হই। আর বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল আসলে বৃষ্টি হওয়ার পর আবহাওয়াটা অনেক ভালো দেখা যায়।
![]() |
---|
পরে বাহিরে কিছু সময় কাটিয়ে বাসায় চলে আসলাম। আর হ্যাঁ একদিন বৃষ্টি হতে না হতেই গাছের অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। আর গাছপালার জন্য বৃষ্টি অত্যন্ত প্রয়োজন। আমাদের আমের গাছগুলো বৃষ্টি হওয়ার আগে একরকম দেখা যেত আর এখন এক রকম দেখা যাচ্ছে, মনে হচ্ছে গাছ তার প্রাণ ফিরে পেল।।
![]() |
---|
যাইহোক কিছু সময় পরে ইফতারের সময় হয়ে যায়। পরে প্রতিদিনের মতোই সবাই মিলে ইফতার করে নেই। দেখতে দেখতে ১০টা রোজা শেষ হয়ে গেল। আর বাকি ২০টা দেখতে দেখতে চলে যাবে।
পরে ইফতার করে রুমে চলে আসলাম আর একটু বসে থাকার পরে পড়তে বসলাম। তার একটু পরেই শুনতে পেলাম আযান হচ্ছে পরে প্রতিদিনের মতোই তারাবির নামাজ আদায় করতে চলে গেলাম মসজিদে। আর তারাবি নামাজ শেষ করে বাসায় আসতে আসতে প্রায় ৯:০০ টা বেজে যায়।
তো বন্ধুরা আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।