Beautiful day

in blurt-1787181 •  13 days ago 

Friends, after eating dinner last night, they studied for some time and went to sleep. And when I woke up at Sehri, I saw that the sky was calling out quite loudly. So I ate Sehri a little early and after finishing eating, I saw that heavy rain and wind started. It is raining almost every day these days.

IMG_20240326_164924.jpg
Anyway, after sleeping in Sehri, I woke up in the morning after 9.00. And after waking up, I studied for some time and went out a little. And when I went out, I saw my brother bragging. Later, I also went and brag with my brother. There were a few brags on the tree, so I thought I would leave them.

Later, I came back to the room from outside and used the phone for some time while lying down. Shortly after that, my brother said that he was going to the market, and then I said that I would go too. Later, like every day, I took a bath in the afternoon and got ready to go to the market.

IMG_20240326_164848.jpg
First, the two brothers left the house and after walking for a while, we got into an auto. And since we two brothers were going together, many people were asking where we were going. Usually, the two brothers rarely go out together.

IMG_20240326_164710.jpg
Anyway, later we got into the auto and went to the market. And before going to the market, we saw a fair called Dhakaiya Fair. It was very beautifully decorated, later we two brothers went inside and looked. Actually, everything in the fair is very expensive.

Later, we left the fair and went to a shop to buy a shirt for me. After looking at several shirts, I really liked this one. And the price of the shirt was:-

Later, from there, I went to a Punjabi shop to buy a Punjabi for my brother. Later, after looking at several Punjabis, I bought one and was asked for the price of the Punjabi.

IMG_20240326_164636.jpg
Later, I went to a showroom to buy a shirt. After buying several shirts, I liked one shirt a lot and tried it on. But I couldn't buy the shirt because it was a little too small for me. Later, I asked when I would get the larger size. They said it would come in a few days. Later, I said, "Okay, then I will come back one day."

IMG_20240326_164951.jpg
Later, we left there and went to an electrical store to buy a board and LED lights for the room. Later, we set off to get everything and come home. And by the time we got home, it was almost time for iftar, and we were the first to break our fast after arriving home.

So friends, I'm saying goodbye here like today. May everyone be well and healthy. Thank you.

Picsart_24-03-27_18-57-32-141.jpg

বন্ধুরা গত কালকে রাতে খাবার খাওয়ার পর কিছু সময় পড়াশোনা করে ঘুমিয়ে যায়। আর সেহরিতে ঘুম থেকে উঠে দেখি আকাশ বেশ ডাকাডাকি করছে। তাই একটু তাড়াতাড়ি সেহরি খেয়ে নেই আর খাওয়া শেষ করেই দেখি প্রচন্ড বৃষ্টি আর বাতাস শুরু হয়ে যায়। বর্তমান সময়ে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে।

IMG_20240326_164924.jpg

যাই হোক সেহরিতে ঘুমানোর পর সকালে ঘুম থেকে উঠি ৯.০০ টার পর । আর ঘুম থেকে উঠে কিছু সময় পড়াশোনা করি আর একটু বাইরে বের হয়। আর বাইরে বের হয়ে দেখি ভাইয়া বড়াই পারতেছে। পরে আমিও যেয়ে ভাইয়ের সাথে বড়াই পারি। গাছে অল্প কিছু বড়াই ছিল তাই ভাবলাম এগুলো পেরে রেখে দেই।

পরে বাইরে থেকে রুমে চলে আসি আর শুয়ে থেকে কিছু সময় ফোন ব্যবহার করলাম। তার একটু পরেই ভাইয়া বলতেছিল যে একটু মার্কেটে যাবে, পরে বললাম আমিও যাবো। পরে প্রতিদিনের মতোই দুপুরে গোসল করে মার্কেট যাওয়ার জন্য রেডি হলাম।।

IMG_20240326_164848.jpg

সর্বপ্রথম বাসা থেকে দুই ভাই বের হয়ে একটু হেঁটে যাওয়ার পরে অটোতে উঠি। আর আমরা দুই ভাই একসাথে যাওয়াতে অনেকে জিজ্ঞেস করতেছিল কোথায় যাচ্ছি। সাধারণত আমরা দুই ভাই একসাথে খুবই কম বাইরে যাই।

IMG_20240326_164710.jpg

যাই হোক পরে অটোতে উঠে আমরা চলে যাই মার্কেট। আর মার্কেটে যাওয়ার আগেই একটা মেলা দেখতে পাই যে মেলাটার নাম হচ্ছে ঢাকাইয়া মেলা। খুবই চমৎকারভাবে সাজিয়েছে, পরে আমরা দুই ভাই ভিতরে ঢুকলাম আর দেখতেছিলাম। আসলে মেলাতে সবকিছুর মূল্য অনেক বেশি।

IMG_20240326_164557.jpg

পরে আমরা মেলা থেকে বের হয়ে একটা দোকানে যাই আমার একটা শার্ট নেওয়ার জন্য। বেশ কিছু শার্ট দেখার পর এই শার্টটা আমার বেশ পছন্দ হয়েছে। আর শার্টার মূল্য নিয়েছিল:-

IMG_20240326_164615.jpg

পরে সেখান থেকে একটা পাঞ্জাবির দোকানে যাই ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি নেওয়ার জন্য। পরে বেশ কিছু পাঞ্জাবি দেখার পর একটা পাঞ্জাবী নেওয়া হয় আর পাঞ্জাবিটার মূল্য নিয়েছিল।

IMG_20240326_164636.jpg

পরে আমি সেখান থেকে একটা শোরুমে যাই গেঞ্জি নেওয়ার জন্য। বেশ কিছু গেঞ্জি নেয়ার পর আমার একটা গেঞ্জি অনেক বেশি পছন্দ হয় আর সেটা আমি গায়ে দিয়েও দেখি। কিন্তু গেঞ্জিটা আমার একটু ছোট হাওয়াতে নিতে পারি না। পরে বললাম এর বড় সাইজটা কবে পাবো তারা বলল কিছুদিনের মধ্যেই চলে আসবে। পরে আমি বললাম ঠিক আছে তাহলে পরে একদিন আসবো।

IMG_20240326_164951.jpg

পরে সেখান থেকে বের হয়ে একটা ইলেকট্রিক দোকানে যায় রুমের জন্য একটা বোর্ড ও এলইডি লাইট নেওয়ার জন্য। পরে আমরা সবকিছু নিয়ে বাসায় আসার জন্য রওনা দেই। আর বাসায় আসতে আসতে আমাদের প্রায় ইফতারের সময় হয়ে যায়, পরে বাসায় এসেই আমরা সর্বপ্রথম ইফতার করে নেই।

তো বন্ধুরা আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ‌

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!