আমরা মানুষ যেমন ভিন্ন ভিন্ন আর আমাদের প্রতিটি দিন ভিন্ন ভিন্ন যাবে এটাই স্বাভাবিক। গত কালকের দিনটি একটু খারাপের মধ্যেই গেছে আর কেন খারাপের মধ্যে গেছে তা আমার পোস্ট পড়লে বুঝতে পারবেন।
![]() |
---|
গতকাল রাতে খাওয়ার পর প্রতিদিনের মতোই ঘুমিয়ে যায় আর সেহেরিতে উঠি। আর সেহরিতে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়। আর খাবার খাওয়ার পর প্রতিদিনের মতো ঘুমিয়ে যায়।
![]() |
---|
গতকালকে ঘুম থেকে উঠেছিলাম ৯.০০ পর আর ঘুম থেকে ওঠার পর খুবই খারাপ লাগতেছিল। তাই ফ্রেশ হয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করার জন্য যায়। সাধারণত সকালে হাঁটাহাঁটি খুবই কম করা হয়। গতকাল এত বেশি খারাপ লাগতেছিল যে বাসায় মন টিকতে ছিল না।
![]() |
---|
তাই বাহিরে হাঁটাহাঁটি করার জন্য যায়। আর বাইরে হাঁটাহাঁটি করার সময় একটা জিনিস দেখে একটু আশ্চর্য হয়ে গেছি। আমি হাঁটাহাঁটি করার সময় পেছনে তাকিয়ে দেখি একটা কুকুরের বাচ্চা আমার পিছনে পিছনে হাঁটতে ছিল। আমি যেদিকে যাই সেও আমার পিছু পিছু সেদিকে যায়।
![]() |
---|
পরে আমি সেখান থেকে একটা ছোট ফ্রিজের উপর যেয়ে বসি আর কুকুরের বাচ্চাটাও সেখানে যেয়ে বসে। পরে কিছু সময় বসে থাকার পর কুকুরের বাচ্চাটা চলে যায় আর আমিও বাসায় চলে আসি।
পরীক্ষা সামনে কিন্তু পড়তে ইচ্ছে করে না। রোজা রেখে পড়তে বসলেই কেন জানি পড়ার প্রতি মনোযোগ হয় না। তারপরও চেষ্টা করছি যতটুকু সম্ভব ততটুকু পড়তে বসি আর গতকালকে একটুও পড়া হয়নি। যাই হোক পরে বাইরে থেকে বাসায় এসে শুয়ে থেকে কিছু সময় ফোন ব্যবহার করি। তার একটু পরেই আযান হয়ে যায় পরে প্রতিদিনের মতোই গোসল করে রুমে চলে আসি।
আর রুমে এসে একটু মোবাইল ব্যবহার করে ঘুমিয়ে যাই। আর বিকাল মুহূর্তে ঘুম থেকে উঠি আর ফ্রেশ হয়ে সর্বপ্রথম একটা পোস্ট লিখে ফেলি। রমজান মাস আসার পর থেকে পোস্ট লেখার প্রতি অলসতা যেন বেড়েই যাচ্ছে। কিন্তু যত অলসতাই আসুক না কেন পোস্ট লেখা থামবে না ইনশাআল্লাহ।।
![]() |
---|
যাইহোক পোস্ট লেখার পর একটু বাইরে বের হই হাঁটাহাঁটি করার জন্য। পরে কিছু সময় বাইরে কাটিয়ে বাসায় চলে আসি আর ইতোমধ্যেই ইফতারের সময় হয়ে যায়। পরে প্রতিদিনের মতোই সবাই মিলে ইফতার করে নেয়। গতকালকে ইফতারের পরিমাণটা খুবই কম ছিল লাচ্চা বুট মুড়ি ও খেজুর ছিল।
পরে ইফতার করে প্রতিদিনের মতোই রুমে চলে আসি আর একটু বসে থাকার পরেই পড়তে বসি। পরে কিছু সময় পড়াশোনা করার পরেই তারাবির নামাজের সময় হয়ে যায়। পরে প্রতিদিনের মতোই তারাবি নামাজ আদায় করতে যায়। সারাদিন রোজা রাখার পর তারাবি নামাজ পড়তে আমার বেশ ভালই লাগে, আর তারাবি নামাজে অনেক মানুষ আছে সেটা দেখে অনেক ভালো লাগে।
তো বন্ধুরা আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।