নিজেদের উন্নতি করতে করণীয়

in blurt-1787181 •  2 days ago 

Principals that we should maintain to enhance ourselves.

pexels-photo-1205651.jpegpexels

আমাদের নিজেদের উন্নত করার জন্য অনেক নিয়ম নীতি রয়েছে,, তার মধ্যেও অন্যতম হচ্ছে শিক্ষা।। কারণ একজন মানুষ সুশিক্ষিত হলেই সে নিজেকে অনেক দিক থেকে উন্নতি করতে পারে। সেই সাথে একজন ব্যক্তি তার শিক্ষা কে কাজে লাগিয়ে দেশ ও জাতির অনেক উপকার করতে পারে।। কোথায় আছে শিক্ষায় সাফল্যর চাবিকাঠি। তাই নিজেকে উন্নত করার জন্য শিক্ষার ভূমিকা অপরিসীম।

""নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন""

“তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো”

আমি ""নেপোলিয়ন বোনাপার্ট"" এই কথাকে মনে করে এই মুহূর্তে নিজেকে উন্নত করার জন্য শিক্ষাকে সব চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।। কারণ সঠিক শিক্ষাই পারে মানুষকে উন্নতির দিকে ধাবিত করতে।।

Which things help us to boost our moral values?

pexels-photo-1595391.jpegpexels

একজন মানুষের নৈতিক মূল্যবোধ সৃষ্টির সবচাইতে বড় ভূমিকা পালন করে তার বাবা-মা।। একজন বাবা-মা একজন সন্তানকে নৈতিকভাবে গড়ে তুলতে পারে। বাবা-মার পাশাপাশি শিক্ষক ও আত্মীয়-স্বজন এবং পাড়া প্রতিবেশী পারে একজন মানুষকে নৈতিকভাবে গড়ে তুলতে। কারণ কোন মানুষ একা একাই নৈতিকভাবে গড়ে উঠতে পারে না।

আর হ্যাঁ একজন মানুষের নৈতিক মূল্যবোধ তার আচরণের মাধ্যমে প্রকাশ ঘটে। সমাজে চলার পথে একজন মানুষের কথাবার্তা ও ব্যবহার এবং তার কর্মের উপর নৈতিক মূল্যবোধ থাকে।। মানুষ কখনো কারো চেহারা দেখে তার মূল্যবোধ বুঝতে পারে না,, তার ব্যবহারের মাধ্যমেই তার মূল্যবোধ ও নৈতিকতা বুঝতে সক্ষম। যদি মানুষের সাথে সঠিক ও সুন্দরভাবে চলাফেরা করা যায় এবং মানুষকে সৎ পরামর্শ ও অসৎ কাজকে নিষেধ করা যায়, তাহলে মানুষ মনে করে তার মধ্যে নৈতিক মূল্যবোধ রয়েছে।। এছাড়াও সমাজে আরো ভালো কিছু কাজের মাধ্যমে মানুষ তার নৈতিক মূল্যবোধ প্রকাশ ঘটাতে পারে।

If you got an opportunity to change anything for society, what would you want to change?

pexels-photo-327540.jpegpexels
  • আমি সমাজের যদি কিছু পরিবর্তন করার সুযোগ পাই তাহলে সর্বপ্রথম ধূমপানমুক্ত সমাজ গঠন করার চেষ্টা করব। এর পাশাপাশি যোগ্যতা অনুসারে একজন মানুষের চাকরির ব্যবস্থা করে দেব। আর সমাজের বেকারত্ব দূর করার জন্য সবচাইতে বেশি ভূমিকা পালন করব।
  • আমি গ্রামে বসবাস করি এখনো কিছু পরিবার আছে যারা কিনা তাদের সন্তানদেরকে সঠিক ভাবে পড়াশোনা করাতে পারেনা। শুধুমাত্র ভালো দিকনির্দেশনা এবং অর্থের অভাবে এছাড়াও অনেক ছেলে কম বয়সে পরিবারের হাল ধরে। তাই এরকম পরিবারের পাশে দাঁড়াবো এবং বিনামূল্যে তাদের সন্তানদের পড়াশোনা করার সুযোগ করে দেব।।
  • এছাড়াও সমাজে কিছু অবহেলিত মানুষ রয়েছে যারা কিনা অনেক বেশি অবহেলিত,, এরকম মানুষদের অবহেলা থেকে বেরিয়ে নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করব। এর পাশাপাশি এদেরকে কিভাবে ভালো রাখা যায় তার ব্যবস্থা করব।।
  • আর হ্যাঁ একটা জিনিস সবচাইতে বেশি দেখা যায়, সেটা হচ্ছে সমাজের মধ্যে যারা গরীব রয়েছে তাদের সাথে অবিচার করা হয়,, তাদেরকে ন্যায় বিচার দেওয়া হয়। এরকম মানুষদের পাশে যেয়ে তাদের ন্যায় বিচার পাওয়ার ব্যবস্থা করে দেব।।

তো বন্ধুরা আজকের প্রতিযোগিতার লেখা এখানেই ইতি টানছি।। আমি চেষ্টা করেছি প্রতিটি প্রশ্নের উত্তর যথাযথভাবে দেওয়ার।। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!