সৃষ্টিকর্তার রহমতে রমজান মাস বেশ ভালোভাবেই কেটে যাচ্ছে। দেখতে দেখতেই আমাদের মাঝখান থেকে 16 টি রোজা ইতিমধ্যেই অতিবাহিত হয়ে গেছে। আর মাত্র ১৪ টি রোজা রয়েছে এটাও দেখতে দেখতে পার হয়ে যাবে। আসলে রমজান মাসে রোজা রেখে একটু কষ্ট হবে এটা স্বাভাবিক।
![]() |
---|
যাইহোক প্রতিদিনের মতই গতকালকেও সেহরিতে সঠিক সময়ে উঠেছিলাম তারপরে খাবার খেয়ে নেয়। আর খাবার খাওয়ার পর কিছু সময় ফোন ব্যবহার করে প্রতিদিনের মতোই ঘুমিয়ে যায়।
গতকালকে ঘুম থেকে উঠেছিলাম ৯.০০ সময়। আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে একটু ভাবতে ছিলাম। আসলে অনলাইনে কাজ করার ক্ষেত্রে অনেক সময় কম্পিউটার বা ল্যাপটপ লাগে, আমারও একটা কাজের জন্য কম্পিউটার বা ল্যাপটপ লাগতেছিল আর এটাই ভাবছিলাম যে কোথায় পাওয়া যায়।
![]() |
---|
আসলে আমি একটা ল্যাপটপ কিনব অনেক কারণে কেনা হচ্ছে না। পরে কিছু সময় ভাবার পর মনে হল আমার একটা বন্ধুর ল্যাপটপ রয়েছে তার কাছে থেকে নিলে সে আমাকে বারণ করবে না। তার একটু পরেই তাকে ফোন করলাম আর বললাম পরে সে তার ল্যাপটপ নিয়ে এসে আমার কাছে রেখে যায় ।
পরে আমি ল্যাপটপে কাজ শুরু করে দেয়। প্রায় দুপুর পর্যন্ত ল্যাপটপের কাজ করি তারপর একটু বাইরে বের হয়ে হাঁটাহাঁটি করে বাসায় চলে আসি আর প্রতিদিনের মতোই দুপুরে গোসল করে নেই।
![]() |
---|
আর দুপুরে গোসল করা হলে রুমে চলে আসি আর কিছু সময় শুয়ে থাকার পর আবারও ল্যাপটপে বসে কাজ শুরু করে দেয়। তারপর বিকাল মুহূর্তে একটু বাইরে বের হই। আর হাঁটতে হাঁটতে আমাদের পাশের জমিতে যাই।
![]() |
---|
বেশ কিছুদিন পর জমিতে গেলাম আর জমিতে যেয়ে দেখি ভুট্টা গাছের ফলন আসা শুরু হয়ে গেছে। দেখে বেশ ভালো লাগলো পরে বেশ কিছু সময় সেখানে কাটিয়ে বাসায় চলে আসলাম।।
![]() |
---|
আর বাসায় আসার পর কিছু সময় বসে থাকি, আর তার কিছু সময় পরেই ইফতারের সময় হয়ে যায়। পরে সবাই মিলে প্রতিদিনের মতোই ইফতার করে নেই। মাঝে মাঝে ইফতার করার পর এত বেশি ক্লান্ত লাগে যেটা বলার মত না।
যাই হোক পরে ইফতার করে রুমে চলে আসি আর বসে থেকে একটা ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলি। তার কিছু সময় পরে প্রতিদিনের মতোই পড়তে বসি। রমজান মাস আসার পর থেকে পড়াশোনা খুবই কম হচ্ছে। পরে বেশ কিছু সময় পড়াশোনা করি তার একটু পরেই তারাবির সময় হয়ে যায়। পরে প্রতিদিনের মতোই তারাবি নামাজ আদায় করতে চলে যায় মসজিদে। আর তারাবি নামাজ আদায় করে বাসায় আসতে আসতে প্রায় ৯.০০ বেজে যায়।
তো বন্ধুরা আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।