"Nothing is possible by force."

in blurt-1787181 •  5 days ago 

Even if we can do everything in this world, we cannot achieve anything by force, be it love or anything else. You can achieve a lot through your behavior but you can never achieve it by force. People can do a lot through sweet words, especially people's trust. We all know that girls' hearts are very soft and they can be fooled by sweet words, but how true do you think this saying is? Personally, I think it is true, girls' hearts are very soft compared to boys and they can be convinced by emotional words.

pexels-photo-327533.jpegpexels
Whatever man has achieved in this world, he has done it by using his hard work and talent. He has never achieved it by force or by force. Although we can do many things by force, it does not last long or the results are not sweet. Man can do many things in life but for that he needs patience. If a man can be patient, he can do many things. And if he cannot be patient, nothing is possible with him.

pexels-photo-109919.jpegpexels
If you notice one thing, you will see that many times on the streets, people forcefully take everything they have. But the people who do these things can never grow up. They always spend their days in turmoil and problems, their lives do not improve. Still, these people do these things, oppressing people, these things are their profession.

If we want to manage our lives properly, we have to work hard, we have to love work. If we can work hard and love work, then we can do a lot. There are many lazy-minded people among us, they do not like work, they do not want to work hard. And these people are associated with immoral activities in the society. Where is the lazy brain, the devil's den. It means that a person always sits idle without doing anything and many things go around in the minds of these people, most of which are immoral.

So we have to use our brain and create our love for work. Then immoral and bad thoughts will go away from our head. But our thoughts can never be changed to think good thoughts. There are many people around us who are always sitting without working. And after a while, it is seen that these people are involved in many works which are wrong and immoral.

pexels-photo-4101143.jpegpexels

এই পৃথিবীতে আমরা সব কিছু করতে পারলেও জোর করে কোন কিছু অর্জন করতে পারি না, সেটা ভালোবাসা হোক বা অন্য কিছু। আপনি আপনার আচরণের মাধ্যমে অনেক কিছু অর্জন করতে পারবেন কিন্তু জোর করে কখনোই অর্জন করতে পারবেন না। সুমিষ্টির কথার দ্বারাই মানুষ অনেক কিছু করতে পারে বিশেষ করে মানুষের বিশ্বাস। আমরা সকলেই একটা কথা জানি যে মেয়েদের মন অনেক নরম হয় তাদের সু মিষ্টি কথা বলে গুলানো যায়,, কিন্তু এই কথাটা কতটুকু সঠিক বলে আপনার মনে হয়? আমার ব্যক্তিগতভাবে মনে হয় আসলেই যায়, ছেলেদের তুলনায় মেয়েদের মন অনেক নরম তাদের ইমোশনাল কথা বলে বিশ্বাস করানো যায়।।

pexels-photo-327533.jpegpexels

যাই হোক এই পৃথিবীতে মানুষ যত কিছুই অর্জন করেছে না কেন সেটা তার পরিশ্রম ও মেধাকে কাজে লাগিয়ে করেছে। কখনো এমনি এমনি বা জোর করে অর্জন করতে পারেনি। যদিও আমরা জোর করে অনেক সময় অনেক কিছু করতে পারি কিন্তু সেটা বেশিদিন স্থায়ী হয় না বা সেটার ফল সু মিষ্টি হয় না। মানুষ জীবনে অনেক কিছু করতে পারে কিন্তু তার জন্য দরকার ধৈর্য যদি একজন মানুষ ধৈর্য ধরতে পারে তাহলে সে অনেক কিছু করতে পারবে। আর ধৈর্য না ধরতে পারলে তাকে দিয়ে কোন কিছুই সম্ভব না।

pexels-photo-109919.jpegpexels

আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন রাস্তাঘাটে অনেক সময় অনেক মানুষের কাছ থেকে জোর করে তার কাছে থাকা সবকিছু নিয়ে নেয়। কিন্তু যে মানুষগুলো এই কাজগুলো করে তারা কখনো বড় হতে পারে না । তারা সব সময় অশান্তি ও সমস্যার মধ্যে দিয়ে দিন পার করে,, তাদের জীবনের কোন উন্নতি হয় না। তারপরও এই মানুষগুলো এই কাজগুলি করে থাকে মানুষের উপর জুলুম অত্যাচার এই কাজ গুলো তাদের পেশা।

আমরা চাইলে কিন্তু জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে পারি তার জন্য আমাদের পরিশ্রম করতে হবে,, কাজকে ভালবাসতে হবে। যদি আমরা পরিশ্রম ও কাজকে ভালবাসতে পারি তাহলেই আমরা অনেক কিছু করতে পারবো। আমাদের মধ্যে অনেক অলস মস্তিষ্কের মানুষ রয়েছে তারা কিনা কাজকে পছন্দ করে না, পরিশ্রম করতে চাই না।। আর এই মানুষগুলো সমাজে অনৈতিক কাজের সাথে যুক্ত থাকে। কোথায় আছে অলস মস্তিষ্ক, শয়তানের আড্ডাখানা। মানে হচ্ছে একটা মানুষ কোন কিছু না করে সব সময় অলসতা করে বসে থাকে আর এই মানুষগুলোর মাথার মধ্যে অনেক কিছু ঘুরপাক খাই সেগুলো বেশিরভাগই অনৈতিক।।

তাই আমাদের মস্তিষ্ককে কাজে লাগাতে হবে এবং কাজের প্রতি আমাদের ভালোবাসা সৃষ্টি করতে হবে।। তাহলে আমাদের মাথা থেকে অনৈতিক ও খারাপ চিন্তা ভাবনা চলে যাবে। কিন্তু আমাদের চিন্তা ভাবনা যেন অন্যরকম কখনো ভাবেই যেন ভালো চিন্তা করতে পারিনা। আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা কিনা কাজ না করে সব সময় বসে থাকে। আর একটা সময় পর, দেখা যায় এই মানুষগুলোই অনেক কাজের সাথে যুক্ত যেগুলো অন্যায় ও অনৈতিক।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!