প্রতিদিনের মতোই গতকালকেও ঘুম থেকে উঠেছিলাম দশটার পর।। যদিও শীতের প্রবাহ এখন কিছুটা কম আর ঘুম থেকে উঠেই রোদের দেখা পেয়েছি। তাই ওঠার পর ফ্রেশ হয়ে কিছু সময় রোদ্দুরে বসে ছিলাম। তার একটু পরেই বাবা বলতেছিল বাড়ির পাশে জমিতে পানি দিতে। তাই আমি সকালের খাবার খেয়ে সেই জমিতে পানি দেয়ার জন্য সব কিছু রেডি করি।
![]() |
---|
আমাদেরই নিজস্ব মটর ও কারেন্টের তার থাকায় অনেক বেশি সুবিধা হয়েছে। যখন ইচ্ছা তখনই খুব সহজে জমিতে পানি দেওয়া যায়। যদিও সব জমিতে সম্ভব না কারণ কিছু কিছু জমি অনেক দূরে সেখানে অন্য মানুষের দ্বারায় পানি নিতে হয়। যাইহোক পরে আমি সবকিছু রেডি করে সেখানে পানির লাইন দেই আর সবকিছু ভালোভাবে দেখি যাতে পানি অন্যের জমিতে না যায়।
![]() |
---|
সেখানে কিছু সময় থেকে, বাসায় চলে আসি আর বাসায় আসার পর কিছু কাজ ছিল সেগুলো করি।। এদিকে প্রায় দুপুর হয়ে এসেছে আসলে সকালে দেরি করে উঠলে দিনটা যেন খুব দ্রুত পার হয়ে যায়। যাই হোক তার কিছুক্ষণ পরেই প্রতিদিনের মতোই দুপুরে গোসল করে নেই আর বাইরে যেয়ে রোদ্দুরে কিছু সময় দাঁড়িয়ে থেকে রোদ উপভোগ করতে থাকি।।
![]() |
---|
আর সেখান থেকে আবারও জমিতে যাই আর যেয়ে দেখি পানি এখনো হয়নি।। জমি শুকনা থাকাই পানি দিতে বেশ কিছুক্ষণ সময় লাগে তাই সেখান থেকে আসার পর দুপুরের খাবার খেয়ে নেই আর খাওয়ার পর রুমে এসে শুয়ে থেকে ফোন দেখতে থাকি।
বর্তমান সময়ে crypto মার্কেটের পরিস্থিতি খুবই ঘোলাটে। যারা নতুন অনলাইনে এসেছে আর ইনভেস্ট করেছে তাদেরকে বের করে দেওয়ার জন্য মার্কেট একেক সময় একেক রূপ নেয়, কখনো উপরে যায় কখনো নিচে। যারা ধৈর্য ধরতে পারবে তারাই ভালো কিছু করতে পারবে আর যাদের ধৈর্য নেই তারা এই crypto মার্কেটে টিকে থাকতে পারবে না।
আমার বেশ কিছু টাকা ইনভেস্ট করা আছে এখন অনেকটা নিচে পড়ে গেছে যদিও কিছুটা ভয় লাগে তবুও ধৈর্য ধরে আছি ইনশাআল্লাহ ভালো কিছু হবে। যাইহোক কিছু সময় শুয়ে থাকার পর বাসা থেকে বের হই আর জমিতে যেয়ে দেখি পানি দেয়া হয়েছে।। পরে লাইন বন্ধ করে সবকিছু গুছিয়ে বাসায় নিয়ে আসি। ইতিমধ্যেই প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর বাসায় আসার পর ফ্রেশ হয়ে কিছু সময় বসে ছিলাম।
![]() |
---|
পরে দেখি আম্মু চানাচুর মাখিয়েছে তাই বসে থেকে চানাচুর খাচ্ছিলাম আর আম্মুর সাথে গল্প করতেছিলাম।। আর বোনকে ফোন দিয়ে কথা বলতেছিলাম। আমার বোন জামাইকে ট্রান্সফার করে দিয়েছে তাই বোন বাসা খুজতে ছিল আর একটা বাসা পেয়েছে কয়েকদিনের মধ্যে সেখানে যাবে। আমাকে যেতে বলছিল কিন্তু ব্যস্ততার জন্য যেতে পারছি না। তো বন্ধুরা আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।।