Love

in blurt-1787181 •  16 hours ago 

What is love? The significance of Valentine's day to you ?

pexels-photo-7680035.jpegpexels

প্রেম বা ভালোবাসার কথা শুনলেই যেন ফেব্রুয়ারি মাসের কথা মনে পড়ে যায়।। কারণ এই মাসে ১৪ তারিখে বিশ্ব ভালোবাসা হিসাবে বলা হয়ে থাকে। প্রকৃত অর্থে ভালোবাসার কোন নির্দিষ্ট তারিখ বা দিন নেই। ভালোবাসা আমরা যেকোনো সময় যেকোনো মুহূর্তে প্রকাশ করতে পারি। তবে ভালোবাসা একেকজনের কাছে একেক রকম হতে পারে।

ভালোবাসার বিভিন্ন সংজ্ঞা হতে পারে, যেমন মা বাবার ভালোবাসা,, ভাই বোনের ভালোবাসা,, আত্মীয়-স্বজনের ভালোবাসা,, এবং একটি ছেলে ও একটি মেয়ের ভালোবাসা। কিন্তু এই ভালোবাসার ধরণগুলো ভিন্ন ভিন্ন কারণ সবার ভালোবাসার ধরণ একরকম না।।

আমি মনে করি ভালোবাসা এমন হওয়া উচিত যেখানে কোন স্বার্থ থাকবে না, নিঃস্বার্থভাবে একজন আর একজনকে ভালবাসবে। আর সেই ভালোবাসার মধ্যে রাগ অভিমান সবকিছুই থাকবে। ‌ এছাড়াও ভালোবাসা এমন একটি শব্দ যেখানে মায়া ভালোলাগা আনন্দ সবকিছুই লুকিয়ে থাকে।।

Do you think problems that cannot be solved by fighting can be solved by love?Tell us your opinion.

pexels-photo-1767434.jpegpexels

কোথায় আছে জোর করে কোন কিছু পাওয়া সম্ভব না, কিন্তু ভালোবাসা দিয়ে সবকিছু পাওয়া সম্ভব। আমি মনে করে ভালোবাসা দিয়ে জীবনের অনেক সমস্যার সমাধান করা সম্ভব যেটা লড়াই বা যুদ্ধ করে সম্ভব না। অনেক সময় দেখা যায় মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি থাকে আর এই সমস্যাগুলো কোনভাবেই সমাধান করা যায় না কিন্তু ভালোবাসা দিয়ে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব।।

আমি আমার এক কাকার একটি কথা শেয়ার করছি। আমার সেই কাকা প্রায় ১০-১৫ বছর হয় বিয়ে করেছে কিন্তু শ্বশুরবাড়ির সাথে তার কঠিন দ্বন্দ্ব যে দ্বন্দ্ব যেন কোন কিছুতেই সমাধান করা যাচ্ছিল না।। প্রায় অনেকদিন এটা নিয়ে তাদের মধ্যে বিশাল ঝামেলা চলছিল। সেই সাথে সে তার শ্বশুর বাড়ি যাওয়া একদম বন্ধ করে দিয়েছে।

একদিন তার শ্বশুর বাড়ির লোকজন হঠাৎ চলে আসে তার বাসায় অনেক কিছু নিয়ে। আর আসার পর সেই কাকার পাশে বসে কিন্তু কাকা কথা বলছিল না। একটু পরে তার শশুর তার সাথে কথা বলে এবং হেসে হেসে কথা বলতে ছিল। পরে কাকা আর কি করবে তিনিও তার সাথে খুব সুন্দর ভাবে কথা বলে। আর এই সুন্দরভাবে কথা বলার মাঝেই তাদের সম্পর্কটা আবারো ভালো হয়ে যায়।

আজ তাদের মধ্যে কোন দ্বন্দ্ব নেই খুবই সুন্দরভাবে জীবন যাপন করছে।। এ থেকেই বোঝা যায় ভালোবাসা দিয়ে অনেক কিছু অর্জন করা সম্ভব যেটা যুদ্ধ করেও সম্ভব না।।

Who is the closest and most loved person in your life? Share your bonding with them.

received_134523047951803.jpeg

আমার জীবনের সবচাইতে প্রিয় ও ভালোবাসার মানুষ হচ্ছে আমার বোন। যার কাছে আমি আমার মনের সব কিছু শেয়ার করতে পারি। ছোট থেকে আমরা একসাথে বড় হয়েছি। আমি আর আমার বোন যমজ তাই ওর প্রতি আমার অন্যরকম মায়া ভালোবাসা। ছোট থাকতে আমরা অনেক মারামারি ঝগড়া করতাম কিন্তু বড় হওয়ার সাথে সাথে আর সেই ঝগড়া মারামারি নেই।

আমার আজও মনে পরে আমার বোনের বিয়ের কথা। যখন আমার বোনের বিয়ে হয় এবং শ্বশুরবাড়ি যাবে ঐ মুহূর্তে আমি এত বেশি কান্না করেছি সেটা আমার জীবনে কখনো করা হয়নি।। আমি কখনো বুঝতে পারিনি আমার বোনের প্রতি আমার এত মায়া ভালোবাসা।।

আজ যখন বোন বাসায় আসে এত বেশি ভালো লাগা কাজ করে যেটা কাউকে বলে বোঝানোর মত না।। ও বাসায় থাকলে সব সময় মনের মধ্যে আনন্দ কাজ করে।। মনে হয় এক অন্যরকম প্রশান্তি মনের এক কোণে লুকিয়ে আছে।।

তো বন্ধুরা আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!