বন্ধুরা রমজান মাস আসার পর থেকে, সকালে একটু দেরি করে ওটা হয়। যেহেতু সেহরিতে উঠে খাবার খেয়ে আবার ঘুমানো হয় তাই সকালে উঠতে একদমই ইচ্ছা করে না। গতকালকে ঘুম থেকে উঠেছিলাম ৯:০০ টার পর। উঠে ফ্রেশ হয়ে কিছু সময় রুমে বসে ছিলাম।
![]() |
---|
যেহেতু গতকালকে শুক্রবার ছিল আর শুক্রবার আসলে একটা আলাদা আনন্দ কাজ করে। আর প্রতিবারের মতোই শুক্রবার একটু তাড়াতাড়ি মসজিদে যাওয়ার চেষ্টা করি। আর রমজান মাসে সকালে ঘুম থেকে ওঠার পর মাঝে মাঝে অনেক খারাপ লাগে গতকাল বেশ খারাপ লাগতেছিল।।
তাই একটু বাইরে বের হয়ে হাঁটাহাঁটি করি। আর বাইরে বেশ কিছু সময় হাঁটাহাঁটি করে বাসায় চলে আসি আর শুয়ে থেকে ফোন ব্যবহার করতে ছিলাম। আর প্রতি সপ্তাহে আমাদের কমিউনিটিতে সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট পাবলিশ করা হয় এ সপ্তাহে করা হয়েছে। তাই শুয়ে থেকে এনগেজমেন্ট দেখতে ছিলাম, আর দেখে অনেক খারাপ লাগতেছিল যে এত খারাপ এনগেজমেন্ট করেছি। ইনশাআল্লাহ আমি নিজেকে অনেক বেশি ইম্প্রুভ করব।
![]() |
---|
যাইহোক তার কিছু সময় পরেই আযান হয়ে যায়। যেহেতু শুক্রবার আর আযান হয় ১২.৩০ মিনিটে পরে গোসল করে চলে যায় মসজিদে। আর মসজিদে যেয়ে প্রতি শুক্রবারের মতোই ইমাম সাহেবের গুরুত্বপূর্ণ কথা শুনি। পরে নামাজ আদায় করে বাসায় চলে আসি।
![]() |
---|
আর বাসায় এসে কিছু সময় বসে থাকার পরেই দেখি পুকুরে জাল নামিয়েছে। এটা আমাদের দাদুর পুকুর আমরা সকলেই মাছ ধরে থাকি। পরে সেখানে অনেকটা সময় পার করে বাসায় চলে আসি আর শুয়ে থেকে কিছু সময় ফোন ব্যবহার করি।। আজ কয়েকদিন হয় দুপুরে ঘুমানো হয় না তাই গতকালকে দুপুরে একটু ঘুমিয়ে ছিলাম।
![]() |
---|
পরে বিকাল মুহুর্তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বসে ছিলাম। আর বসে থেকে প্রতিদিনের মতোই একটা পোস্ট লিখে ফেলি। তারপর একটু বাইরে বের হই আর বাইরে বের হয়ে দেখি আমার ছোট চাচাতো বোন ও ভাতিজা একসাথে খেলা করতেছে পরে আমি ওদের সাথে একটু দুষ্টামি করি। আসলে আমাদের বাসার পাশেই অনেকগুলো ছোট ছোট বোন আছে ওরা সবাই মিলে মাঝে মাঝে একসাথে খেলা করে ।
![]() |
---|
যাই হোক পরে আমি কিছুটা সময় বাইরে কাটিয়ে বাসায় চলে আসি। আর ইতিমধ্যে ইফতারের সময় হয়ে যায়, পরে প্রতিদিনের মতোই সবাই মিলে ইফতার করে নেয়। আর ইফতার করা হলে আমি রুমে চলে আসি। আর রুমে এসে কিছু সময় বসে থাকার পর, প্রতিদিনের মতোই পড়তে বসি। আসলে পড়তে বসলে কিছুটা সময় পড়ার পরে আর ইচ্ছে করে না। ইফতার করার পর শরীরটা আস্তে আস্তে মনে হয় দুর্বল হয়ে পড়ে।।
তো বন্ধুরা আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।।
https://youtube.com/shorts/AZhXkBN6Y68?si=OY5IyRpoN70vnRMa