Our Bangladesh is full of beauty. Where incredibly beautiful flowers are hidden. The flowers that catch people's attention very easily, today I have come to you with two flowers. These two flowers are very familiar and are not far behind in terms of beauty. Although the flowers are seen only once a year.
IMG_20250121_143052.jpg
IMG_20250121_142110.jpg
The flower you see above may be familiar to many and not to many. But this flower is so beautiful that it is hard to describe. But the flower may seem unfamiliar to many, and not to many. Many may also compare it to other flowers, but in fact this flower is a radish flower that is completely unrecognizable.
IMG_20250121_143023.jpg
IMG_20250121_143002.jpg
Many of us may not have seen radish flowers, so they may seem very unfamiliar to them. But this flower is very familiar to those of us who live in the village. Radish is cultivated every year in our house. Although most of the radishes are harvested, a few plants are left for planting seeds.
IMG_20250121_142931.jpg
IMG_20250121_142141.jpg
These flowers do not last long, maybe after a few days the seeds are planted in them. And we save them to plant again next year. It is very nice when the flowers bloom after many plants come together. And the flowers look even more beautiful because they are white.
IMG_20250121_143259.jpg
IMG_20250121_143230.jpg
Anyway, now I am sharing another flower photography. Which is a flower that we all know very well, which is the lemon flower. Slowly, the flower gradually turns into lemon and at some point we use these lemons for food.
IMG_20250121_143210.jpg
IMG_20250121_143148.jpg
Especially in ceremonies, this lemon is used more as a salad. Many people also use this lemon for physical exercise. Especially those who have high fat, doctors advise them to eat more lemon. Also, people like to buy lemon juice during the summer, when they go out on the street, many people are seen selling this lemon juice.
IMG_20250121_143130.jpg
We have a few lemon trees at our house, each tree has many lemon flowers. Since the trees are on the side of the road, other people eat more lemons than us. Personally, I don't like lemons very much, many people like to eat lemons with food, but I don't like it at all.
Anyway, friends, I'm saying goodbye here like today. See you again in a new post, with a new topic. Until then, everyone stay well and healthy, thank you.
সৌন্দর্যে ভরা আমাদের বাংলাদেশ। যেখানে লুকিয়ে আছে অসম্ভব সুন্দর সুন্দর ফুল। যে ফুল গুলো মানুষের নজর কাড়ে খুব সহজে তেমনি আজকে দুটি ফুল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। খুবই পরিচিত ও সৌন্দর্যের দিকে কোন অংশে পিছিয়ে নেই এই দুটি ফুল। যদিও ফুলগুলো বছরে একবারই দেখা মেলে।
উপরে আপনারা যে ফুল দেখতে পাচ্ছেন হয়তো অনেকের কাছে পরিচিত আবার অনেকের কাছেই না। কিন্তু এই ফুলটা দেখতে এতটাই সুন্দর যেটা বলে বোঝানোর মতো না। কিন্তু ফুলটা দেখে অনেকের কাছে অপরিচিত মনে হতে পারে,, আবার অনেকের কাছেই না। আবার অনেকেই অন্যান্য ফুলের সাথেও তুলনা করতে পারেন কিন্তু আসলেই এই ফুলটি হচ্ছে মুলার ফুল যেটা কিনা দেখে একদমই চেনা যাচ্ছেনা।
আমাদের মধ্যে হয়তো অনেকেই মুলার ফুল দেখেনি তাই হয়তো তাদের কাছে অনেক বেশি অপরিচিত মনে হতে পারে। কিন্তু আমরা যারা গ্রামের আছি তাদের কাছে অতি পরিচিত এই ফুল। আমাদের বাসায় প্রতিবছরই মুলার চাষ করা হয়। বেশিরভাগ মুলা তুলে ফেললেও বেশ কিছু গাছ রেখে দেয়া হয় বীজ রোপনের জন্য।
এই ফুলগুলো দীর্ঘস্থায়ী না,, হয়তো কয়েকদিন থাকার পর এর মধ্যে বীজ রোপন হয়।। আর সেগুলো আমরা সংরক্ষণ করে রাখি পরবর্তী বছরে আবারও রোপন করার জন্য। যখন অনেকগুলো গাছ একত্রিত হওয়ার পর ফুলগুলো ফুটে তখন অনেক ভালো লাগে।। আর সাদা হওয়ার জন্য ফুল গুলো দেখতে আরো বেশি সুন্দর লাগে।
যাই হোক এখন আরও একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করছি। যেটা আমাদের সকলের অতি পরিচিত একটি ফুল,, যেটা হলো লেবুর ফুল। ধীর গতিতে ফুল থেকে আস্তে আস্তে লেবু হতে থাকে আর একটা পর্যায়ে আমরা এই লেবুগুলো খাবার কাজে ব্যবহার করে থাকি।
বিশেষ করে অনুষ্ঠানে এই লেবু বেশি ব্যবহার করা হয়ে থাকে সালাত হিসাবে। আবার অনেকেই শরীরচর্চার জন্য এই লেবু ব্যবহার করে থাকে। বিশেষ করে যাদের চর্বি বেশি তাদেরকে ডাক্তার পরামর্শ দেয় বেশি বেশি লেবু খেতে। এছাড়াও গরমের সময় লেবুর শরবত খেতে কেনা ভালবাসে,, রাস্তায় বের হলে দেখা যায় অনেকেই এই লেবুর শরবত বিক্রি করছে।
আমাদের বাসায় কয়েকটা লেবুর গাছ রয়েছে প্রতিটি গাছেই অনেক লেবুর ফুল এসেছে। রাস্তার পাশে গাছ হওয়ায় আমাদের চাইতে অন্য মানুষেরা লেবু বেশি নিয়ে থাকে। ব্যক্তিগতভাবে লেবু আমার খুব বেশি পছন্দ না,, খাবারের সাথে অনেকেই লেবু খেতে খুব পছন্দ করে কিন্তু আমার একদমই পছন্দ না।
যাইহোক বন্ধুরা আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।। আবারও দেখা হবে নতুন কোন পোস্টে, নতুন কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।