সুখ-দুঃখ নিয়েই আমাদের জীবন

in blurt-1787181 •  9 days ago 

সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন। কখনো সুখ আসবে কখনো দুঃখ সবকিছু মেনে নিয়েই আমাদের জীবন অতিবাহিত করতে হয়। একটা মানুষ কখনো আজীবন সুখে থাকতে পারে না আবার দুঃখে না।। সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন ঘটে। কেউ যদি মনে করে আমার জীবনে শুধু দুঃখই থাকবে বা সুখ থাকবে এরকম চিন্তা ভাবনা ভুল।।

pexels-photo-1417255.jpegpexels

আর হ্যাঁ জীবনে কিছু কিছু সুখ আমাদের অন্য মানুষের উপর নির্ভর করে থাকে বিশেষ করে ভালোবাসা মানুষ বা কাছের মানুষের উপর। জীবনে চলতে গেলে আমাদের হাজারো মানুষের সাথে সম্পর্ক গড়ে ওঠে আর তাদের মধ্যে থেকে আমাদের কিছু মানুষ অনেক বেশি প্রিয় হয়। আর এই প্রিয় মানুষগুলো যখন কষ্ট দেয় সেই কষ্ট মেনে নেওয়া বা ভুলে যাওয়া বড়ই কঠিন হয়ে দাঁড়ায়।

pexels-photo-935789.jpegpexels

একটা মানুষ কারো সাথে সম্পর্কে লিপ্ত হলো প্রথম অবস্থায় সে এত বেশি আনন্দ ও সুখে থাকবে যেটা বলার মত না। আর এই সম্পর্ক যখন দীর্ঘস্থায়ী হয় তখন দুজন দুজনার প্রতি অনেক বেশি মায়া সৃষ্টি হয় যে মায়া চাইলেও কেউ কখনো ভুলতে পারে না। কিন্তু অনেক সময় অনেক কারণেই এই সম্পর্কের বিচ্ছেদ ঘটে তখনই নেমে আসে এক অন্ধকার যে অন্ধকার একজন মানুষের জীবন এলোমেলো করে দেয়।।

pexels-photo-840566.jpegpexels

জীবনে কিছু কিছু মানুষের কথা একজন মানুষ চাইলেও ভুলতে পারে না আবার অনেকেই আছে মুহূর্তের মধ্যে ভুলে যায়।। যারা ভুলে যায় তারা কখনো মন থেকে সম্পর্ক তৈরি করতে পারেনি। যদি মন থেকে সম্পর্ক তৈরি করতে পারত তাহলে একজন মানুষ কখনো নিমিষেই কাউকে ভুলতে পারত না।

আমার জীবনে ভালোবাসা মানুষ ছিল বেশ দীর্ঘস্থায়ী ছিল কিন্তু বিভিন্ন কারণে আমাদের বিচ্ছেদ ঘটে। তার এখন বিয়ে হয়ে গেছে হয়তো সে ভুলে গেছে,, আমাদের কাটানো মুহূর্তগুলো। সংসার স্বামী সবকিছু মিলিয়ে ব্যস্ততার মধ্যে থেকে হয়তো আমার নামটি তার মনে নেই। কিন্তু আজও আমি তাকে ভুলতে পারিনি একাকীত্ব ভাবে থাকলেই সেই পুরনো স্মৃতিগুলো নাড়া দেয় মাঝে মাঝে ফেসবুকে দেওয়া সেই এসএমএস গুলো দেখা হয়। তাই ভুলে থাকার জন্য ফেসবুকের এসএমএস গুলো রিমুভ করে দিয়েছি।। কিন্তু চাইলেই কি আর ভুলা যায়।

আসলে মায়া বড়ই কঠিন আপনি চাইলেও আপনার জীবন থেকে একজনের মায়া সরিয়ে ফেলতে পারবেন না, শত চেষ্টা করেও। এটাই হয়তোবা ভালোবাসা এটাই হয়তো বা ভালোলাগা।। আমার এক বড় ভাই বলেছিল ভালোবাসা মানুষকে না পাওয়াই ভালো কারণ পাওয়ার পর সেই ভালোবাসা থাকেনা। কিন্তু যদি তাকে না পাওয়া যায় তাহলে তার নামটা আজীবন মনে থাকে।। হঠাৎ কোন এক পার্কে বা পড়ন্ত বিকেলে তার সাথে দেখা হলে এক অন্যরকম ভালো লাগা কাজ করে।

আসলে যে যেমনই বলুক না কেন প্রতিটি মানুষ চায় তার ভালোবাসার মানুষের সাথে সারা জীবন থাকতে। কিন্তু অনেক কারণেই আমরা আমাদের ভালোবাসা মানুষকে হারিয়ে ফেলি আর তখন সবই স্মৃতি আর কষ্টের কারণ হয়ে থাকে। তো বন্ধুরা আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  9 days ago  ·  
  ·  9 days ago  ·  

একেবারে বাস্তবিক একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। আসলে আমাদের জীবনে যদি দুঃখ না থাকতো তাহলে আমরা সুখ কি জিনিস তা বুঝতে পারতাম না৷ একই সাথে এই সুখ-দুঃখ নিয়েই আমরা আমাদের জীবনের একটা অংশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি৷ সবসময় আমরা আমাদের জীবনের যে মুহূর্তগুলো রয়েছে সেগুলো উপভোগ করে আসছি৷ আর এই সবকিছু নিয়েই আমাদের জীবন৷ যা নিয়ে আমাদেরকে সবসময় এগিয়ে যেতে হবে৷ ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷