Humans are the only creatures that have all the knowledge, intelligence, and conscience. Besides, no other creature on earth has been given knowledge, intelligence, and conscience. That is why we know humans as the best creatures in creation. But even though we are the best creatures in creation, sometimes we do worse things than animals. And that is why we are inhuman even though we are humans.
pexels-photo-5628275.jpegpexels
There are many types of people in the world and every person's way of working and thinking is different. There are some people whose mentality is very good and there are some people whose mentality is disgusting. And the mentality of these disgusting people is never good. And because of these people, many good people in society today are humiliated and humiliated.
pexels-photo-7577368.jpegpexels
We have a conscience but we act without conscience. These days you can see in many news stories some evil people who torture small children and not only torture them but also kill them. They think that their torture will never be revealed but at the end of the day everything is revealed. And that is when the real face of some people comes out.
There are thousands of girls in the world who are abused by their own people. But they do not reveal anything out of concern for society and respect and continue to be abused day after day. And sometimes, some things are revealed, which exposes the faces of some people who are hiding behind the scenes.
You can see thousands of such people around you. Who do not hesitate to torture their own daughters. Then think about the mentality of these people. It is shameful to compare these people with animals. Animals are much better than them because if you show love to an animal, it will understand your love. But such inhumans can never be understood. And because of such people in the society, many more people are becoming like them.
Thousands of people in the world are being ruined due to bad company. So each of us should look at what kind of company we are in? And what kind of people we are hanging out with. If we hang out with an inhuman, one day or another some of that inhuman's culture will enter into us. So we should fix our company first.
The thing called trust is being lost day by day due to these inhuman beings in the world. One day, a friend of mine was saying that I don't trust boys.. My trust in them has been lost. No matter how close he is? Then I was a little surprised to hear what he said and kept thinking that there must be a very big reason for saying this, otherwise he would never have said it like this.
pexels |
---|
মানুষ একমাত্র প্রাণী যার মধ্যে জ্ঞান-বুদ্ধি বিবেক সবকিছু রয়েছে। এছাড়া পৃথিবীতে আর কোন প্রাণীর মধ্যে জ্ঞান বুদ্ধি বিবেক দেয়নি। তাই আমরা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে জানি। কিন্তু আমরা সৃষ্টির সেরা জীব হয়েও মাঝে মাঝে পশুর চাইতেও নিকৃষ্ট কাজ করে থাকি। আর সেই কারণেই আমরা মানুষ হয়েও যেন অমানুষ হয়ে আছি।
pexels |
---|
পৃথিবীতে নানার ধরনের মানুষ রয়েছে আর প্রতিটা মানুষের কাজের ধরন ও চিন্তাভাবনা সবকিছুই আলাদা। কিছু মানুষ আছে যাদের মন মানসিকতা অনেক ভালো আর কিছু মানুষ আছে যাদের মন মানসিকতা জঘন্য। আর এই জঘন্য মানুষ গুলোর মন মানসিকতা কখনোই ভালো হয় না। আর এইসব মানুষের জন্য আজ সমাজে অনেক ভালো মানুষ অপমানিত অপদস্ত হয়।
pexels |
---|
আমাদের বিবেক আছে অথচ আমরা বিবেক ছাড়া কাজ করি। আপনারা আজকাল অনেক খবরে দেখতে পারেন কিছু অমানুষ যারা ছোট ছোট শিশুদের নির্যাতন করে থাকে শুধু নির্যাতন না,, সেই শিশুদের মেরে ফেলে। তারা ভাবে তাদের এই নির্যাতনের কথা কখনো প্রকাশ পাবে না কিন্তু দিনশেষে সবকিছুই প্রকাশ পায়। আর তখনই কিছু মানুষের আসল মুখোশ বেরিয়ে আসে।।
পৃথিবীতে হাজারো মেয়ে আছে যারা কি না তাদের আপন মানুষদের কাছে নির্যাতিত হয়। কিন্তু সমাজ ও মানসম্মানের কথা ভেবে কোন কিছুই প্রকাশ করে না আর দিনের পর দিন নির্যাতিত হতে থাকে। আর মাঝে মাঝে কিছু কিছু প্রকাশ ঘটে যার ফলে আড়ালে থাকা কিছু মানুষের মুখোশ খুলে যায়।
আপনার আপনাদের আশেপাশেই এরকম হাজারো মানুষ দেখতে পারবেন। যারা কিনা তাদের নিজের মেয়েদের নির্যাতিত করতে দ্বিধা করে না। তাহলে এরা কোন মন মানসিকতার মানুষ একবারে ভেবে দেখুন। এসব মানুষদের পশুর সাথে তুলনা দিতেও লজ্জা লাগে। এদের চাইতে পশু অনেক ভালো আছে কারণ আপনি একটা পশুকে ভালোবাসা দেখালে সে আপনার ভালোবাসা বুঝবে। কিন্তু এরকম অমানুষ যারা আছে তারা কখনো বুঝানো সম্ভব না। আর সমাজে এরকম মানুষ থাকার জন্য আরও অনেক মানুষ তাদের মত হয়ে যাচ্ছে।
পৃথিবীতে হাজারো মানুষ সঙ্গ দোষের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমাদের প্রতিটি মানুষের দেখতে হবে আমাদের সঙ্গ কেমন? আর আমরা কেমন মানুষের সাথে চলাফেরা করছি। আমরা যদি একজন অমানুষের সাথে চলাফলা করি একদিন না একদিন সেই অমানুষের কিছু কালচার আপনার মধ্যে ঢুকে যাবে। তাই আমাদের সঙ্গ আগে ঠিক করা উচিত।
পৃথিবীতে এই অমানুষদের জন্য দিন দিন বিশ্বাস নামক জিনিসটা হারিয়ে যাচ্ছে। একদিন আমার এক বান্ধবী বলতেছিল আমি ছেলেদের বিশ্বাস করি না।। তাদের উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। সে যত কাছের মানুষ হোক না কেন? তখন আমি তার কথা শুনে একটু আশ্চর্য হয়ে যায় আর ভাবতে থাকি এটা বলার নিশ্চয়ই অনেক বড় কারণ আছে তা না হয় সে কখনো এভাবে বলতো না।