![]() |
---|
একটা সুসংবাদের মাধ্যমে ঘুমটা ভাঙলো, শুয়ে থাকতেই মাইকের আওয়াজ শুনতে পাই।। তাই একটু মনোযোগ দিয়ে শুনতেই বুঝতে পারি, কেউ একজন মৃত্যুবরণ করেছে আর তারই সুসংবাদ দেওয়া হচ্ছে। আমাদের ধর্মে কেউ মৃত্যুবরণ করলে সেটাকে সুসংবাদ বলা হয়ে থাকে তাই মাইকিং করার সময় বলা হয়ে থাকে একটি সুখ সংবাদ।। যদিও একটি পরিবারের জন্য এটি দুঃসংবাদ।।
![]() |
---|
যতই সুসংবাদ হোক না কেন কেউ চির বিদায় নিয়ে চলে গেলে সেই পরিবারের উপর একটা ঝড় বয়ে যায়।। অনেক সময় একজন চলে যাওয়ার ফলে একটা পরিবারে চলে আসে ভয়ানক অশান্তি যেটা সহ্য করার মতো অবস্থা থাকে না।। যখন একটা মানুষ জীবিত থাকে তখন তার মর্মটা সেই ভাবে থাকে না। আর যখন চলে যায় তখনই বোঝা যায় আসলে সে একটা পরিবারের জন্য কি ছিল। কথায় আছে যেটা আমাদের কাছে আছে সেটার মর্ম আমরা বুঝিনা আর যখন সেটা চলে যায় তখন আমরা সেটার মর্ম খুব কাছ থেকে অনুভব করতে পারি।।
![]() |
---|
আজ আমাদের বাবা মা বেঁচে আছে কিন্তু আমরা সেই বাবা মাকে তেমন ভাবে উপলব্ধি করতে পারিনা কিন্তু যখন তারা থাকবে না তখন ঠিকই তাদের উপলব্ধি করতে পারবো তারা আমাদের জীবনের কত বড় অংশ ছিল। আমরা এমনই যেটা আছে সেটার জন্য কখনো ভাবি না, আর যেটা নাই সেটার জন্যই ভেবে থাকি।। আর যখন থাকা জিনিস হারিয়ে ফেলি তখন সেটার জন্য অনেক বেশি আফসোস করে থাকি।।
যখন আমার দাদু বেঁচে ছিল তখন দাদুর মর্মটা বুঝিনি আর যখন চলে গেছে তখন মনে হয়েছে যদি দাদুকে এক ঘন্টা পেতাম তাহলে মন খুলে কথা বলতাম মজা করতাম। কিন্তু যখন ছিল তখন সেই অনুভবটা করতে পারিনি আর আজ নেই আর সেটা বুঝতে পারছি।।
বর্তমানে মৃত্যু গুলো হঠাৎ হয়ে যাচ্ছে যদিও আমাদের দাদুদের সময়ে এভাবে হঠাৎ মৃত্যু খুবই কম হতো।। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন বয়স্ক মানুষের চাইতে অল্প বয়সের মানুষেরা বেশি মৃত্যুবরণ করছে। বিশেষ করে স্টক করে আর বর্তমান সময়ে এটা যেন কমন একটা রোগ হয়ে গেছে। হঠাৎ শুনতে পাওয়া যায় কেউ একজন চির বিদায় নিয়েছে আর সেটার কারণ স্টক।
সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছে আবার মৃত্যুবরণ করে তার কাছে নিয়ে যাবে। তারপরও আমরা যেন মৃত্যুকে স্মরণ করি না সৃষ্টিকর্তাকে স্মরণ করি না।। যে আমাদের সৃষ্টি করেছে তার কথায় আমরা আজ ভুলে গেছি, শুধুমাত্র দুনিয়ার মোহে পড়ে।। জানিনা আমার কখন শুনতে পাবো আমাদের আরেক ভাই বা বোন চির বিদায় নিয়ে চলে গেল। তাই আমি মনে করি আমাদের প্রতিটি মানুষের উচিত সৃষ্টিকর্তা কে স্মরণ করা।।
X promotion
https://x.com/Sobus28733/status/1890333338046476497