Beautiful day

in blurt-1787181 •  19 days ago 

Friends, I woke up for Sehri at the right time yesterday like every day. It's the end of Ramadan and now I don't feel like getting up for Sehri. Even then I have to get up for the pleasure of God. Then I wake up, freshen up, sit for a while, and eat. And after finishing eating, I go to sleep like every day.

And yesterday, while I was sleeping, I heard a noise outside. And I woke up a little early after hearing the noise. And after waking up, I went outside and saw a cow wholesaler. There are a total of three cows at home to sell and I will sell one of them. Later, after bargaining with them, one was sold for 70 thousand taka.

IMG_20240407_193603.jpg
Later I came back to my room from outside and sat down to study as usual. As I looked around, the exam time was approaching. There were only 14 days left before my third year final exam would start. And my preparation for the exam was not very good. Anyway, after studying for some time, I went out for a while. And after going out, I went towards my grandfather's house. And when I went there, I saw my younger brother eating ice cream. I also used to eat ice cream like this when I was little. Later, I spent some time there and came back home.

And after coming home, after sitting for some time, he takes a bath in the afternoon like every day. And after taking a bath, I come to the room and after using the mobile for some time, he goes to sleep like every day.

Later, I woke up in the afternoon. After getting up, I was sitting in the room freshening up and feeling very bad. You may know that the temperature is very high these days and during fasting, the thirst level increases a lot in the afternoon.

IMG_20240407_194100.jpg
Anyway, later in the afternoon, I went out of the house for a while and saw my niece playing. Later, I played a little mischievous game with my niece and came home.

IMG_20240407_193928.jpg
And after some time after coming home, it was time for iftar. Then everyone had iftar together like every day. And after having iftar, I went to my room and after coming to my room, I felt very tired. Then after lying down for some time, I sat down to study like every day.

After studying for some time, the call to prayer was heard, and then I went to the mosque to perform Tarawih prayers as usual. It is very nice to see so many people in the mosque for Tarawih prayers these days.

So friends, I'm saying goodbye here like today. May everyone be well. Thank

Picsart_24-04-08_20-34-29-096.jpg

হ্যালো বন্ধুরা,

আজকে আবারো উপস্থিত হয়েছি একটি দিনের দৈনন্দিন কার্যাবলী নিয়ে। আশা করি আমার আজকের দিনের কার্যক্রম আপনাদের ভালো লাগবে।

IMG_20240407_193722.jpg

বন্ধুরা প্রতিদিনের মতোই গতকালকে সঠিক সময়ে সেহরিতে উঠেছিলাম। রমজান শেষের দিকে আর এখন সেহরিতে উঠতে ইচ্ছে করে না। তারপরও উঠতে হয় সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য। পরে উঠে ফ্রেস হয়ে একটু বসে থাকার পর খাবার খেয়ে নেয়। আর খাবার খাওয়া শেষ হলে প্রতিদিনের মতোই ঘুমিয়ে যায়।

আর গতকালকে ঘুমে থাকতেই বাইরে আওয়াজ শুনতে পাই। আর আওয়াজ শুনে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। আর ঘুম থেকে ওঠার পর বাইরে যেয়ে দেখি গরুর পাইকার এসেছে। বাসায় মোট তিনটা গরু রয়েছে বিক্রি করার মতো আর তার মধ্যে‌ থেকে একটা বিক্রি করব। পরে তাদের সাথে দামাদামি করার পর ৭০ হাজার টাকাই একটা বিক্রি করা হয়।

IMG_20240407_193603.jpg

পরে আমি বাইরে থেকে রুমে চলে আসি আর প্রতিদিনের মধ্যে পড়তে বসি। দেখতে দেখতে পরীক্ষার সময় চলে আসলো। আর মাত্র 14 দিন রয়েছে তারপরে আমার থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা শুরু হবে। আর পরীক্ষার প্রিপারেশন খুব বেশি ভালো না। যাই হোক বেশ কিছু সময় পড়াশোনা করার পর আমি একটু বাইরে বের হই। আর বাইরে বের হয়ে একটু দাদু বাসার দিকে যায়। আর যেয়ে দেখি আমার একটা ছোট ভাই আইসক্রিম খাচ্ছে। আমিও ছোট থাকতে এভাবেই আইসক্রিম খেতাম। পরে আমি সেখানে বেশ কিছু সময় কাটিয়ে বাসায় চলে আসি‌

আর বাসায় আসার পর কিছু সময় বসে থাকার পরেই প্রতিদিনের মতোই দুপুরে গোসল করে নেয়। আর গোসল করা হলে রুমে চলে আসি আর কিছু সময় মোবাইল ব্যবহার করার পর প্রতিদিনের মতোই ঘুমিয়ে যায়।

পরে বিকাল মুহূর্তে ঘুম থেকে উঠি। আর উঠার পর ফ্রেশ হয়ে রুমে বসে ছিলাম আর অনেক খারাপ লাগতেছিল। আপনারা হয়তো জানেন বর্তমান সময়ে তাপমাত্রা অনেক বেশি আর রোজা রাখে বিকাল মুহুর্তে তৃষ্ণার পরিমাণটা অনেক বেশি লেগে যায়।

IMG_20240407_194100.jpg

যাই হোক পরে বিকেল মুহুর্তে একটু বাসা থেকে বের হই আর বের হয়ে দেখতে পাই আমার একটা ভাতিজি খেলা করতেছে। পরে আমি ভাতিজির সাথে একটু দুষ্টুমি করে বাসায় চলে আসি।

IMG_20240407_193928.jpg

আর বাসায় আসার কিছু সময় পরেই ইফতারের সময় হয়ে যায়। পরে প্রতিদিনের মতোই সবাই মিলে ইফতার করে নেয়। আর ইফতার করার পর রুমে চলে আসি আর রুমে আসার পর অনেক ক্লান্ত লাগতেছিল। পরে বেশ কিছু সময় শুয়ে থাকার পর প্রতিদিনের মতো পড়তে বসি।

বেশ কিছু সময় পড়াশোনা করার পর আজান হয়ে যায় পরে প্রতিদিনের মতোই তারাবি নামাজ আদায় করতে চলে যায় মসজিদে। বর্তমান সময়ে মসজিদে তারাবির নামাজের জন্য অনেক মানুষ হয় দেখে অনেক ভালো লাগে।

তো বন্ধুরা আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!