পরিবেশ ও বায়ু দূষণ

in blurt-1787181 •  19 hours ago 

What are the three significant reasons behind environmental pollution? Describe.(পরিবেশ দূষণের পেছনে তিনটি উল্লেখযোগ্য কারণ কী? বর্ণনা করুন)

32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErK7jA8s3fEUWMoTB1urDnkzgbzJ727JxCiREWPBNsqo25duhCQXf1yHkXrXZoL7TJvriGd4ojGV3PqMT6hZUAemsxrBwXSsDeJz.jpegsource

আমরা সবাই জানি আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়েই পরিবেশ গঠিত হয়।যেমনঃমানুষ,গাছপালা, নদীনালা,খালবিল,পশুপাখি,জলবায়ু ইত্যাদির সমষ্টিগত রূপই হলো পরিবেশ। সুস্থ পরিবেশ পৃথিবীতে বিচরনকারী সকল প্রাণীকুলের জন্য আবাসযোগ্য, বিপরীতে দূষিত পরিবেশ সকল প্রাণীকুলের জন্য জীবননাশের হুমকি স্বরূপ। পরিবেশ বিভিন্ন কারণেই দূষিত হতে পারে,সেগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় তিনটি কারন আমি আমার এই লেখার মাধ্যমে বর্ণনা করবো।

১.মাটি দূষণ ২.পানি দূষণ ৩.বায়ু দূষণ
মাটি দূষণঃ
pexels-tom-fisk-5412975.jpgsrc
কীটনাশক কিংবা রাসায়নিক দ্রব্য মিশ্রণের ফলে মাটির উর্বরতা নষ্ট হওয়াকেই মাটি দূষণ বলে।অনেক কারণেই মাটি দূষণ হয়,এখানে কয়েকটি কারণ উল্লেখ করছি..,

১. জমিতে খুব বেশি পরিমাণে কীটনাশক ব্যবহারের ফলে মাটি দূষিত হয়
২.কলকারখানা এবং আমাদের বসতবাড়ির বর্জ্য ফেলার কারণে মাটি দূষিত হয়
৩.মাত্রাতিরিক্ত প্লাস্টিক পণ্যের ব্যবহারের কারণে মাটি দূষিত হয়, মানে যেগুলো পণ্য একবার ব্যবহার করা যায়।যেমনঃকোকের বোতল,ওয়ান টাইম গ্লাস এবং প্লেট,পলিথিন ইত্যাদি।
আমরা যদি লক্ষ্য করি তবে দেখতে পাবো বাজারে আমাদের নিত্যপ্রয়োজনীয় প্রত্যেকটি পণ্যই পলিথিন কিংবা প্লাস্টিক ব্যাগে মোড়ানো। এই পলিথিন কিংবা প্লাস্টিক ব্যাগ মাটি দূষণের একটি অন্যতম কারণ।

২.পানি দূষণ
pexels-leonid-danilov-2768961.jpgsrc
পানি কিভাবে দূষিত হয় সেটা আমাদের সবারই জানা।তবুও আমি নিচে কয়েকটি কারণ উল্লেখ করছি,

১.পানিতে আর্সেনিকের পরিমাণ আধিক্যের কারণে।
২.কলকারখানা এবং বিভিন্ন শহরের ড্রেনের দূষিত বর্জ্য যখন পানিতে পতিত হয়।
৩. আবাদি জমিতে রাসায়নিক কিংবা কীটনাশকের ব্যবহারে আধিক্যের কারণেও অনেক সময় পানি দূষিত হয়।
সহজ কথা,মাটি দূষণের সাথে পানি দূষণের সম্পর্ক খুব শক্ত পোক্ত।

৩.বায়ু দূষণ
IMG_20230702_183825.jpg
কলকারখানা,ইঞ্জিন চালিত গাড়ি,ইটের ভাটার বিষাক্ত ধোয়ায় দূষিত হয় বায়ু।বায়ু দূষণের ফলে বিষাক্ত হয়ে পড়ে পুরো প্রকৃতি।যার কারণে সকল প্রাণীকুলের শ্বাস নেওয়ার অযোগ্য হয়ে পড়ে এ ধরণী।

How can we prevent environmental pollution?(আমরা কিভাবে পরিবেশ দূষণ প্রতিরোধ করতে পারি?)

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScYVdADnbJhKmrmy9LdYUVLpMvVETMyokZwo19zSbSdbPqrLdX8UdiuBZXgk9UJ7b79n4NaRtBbf3XXCGstnTGLGBKKgtBfDqXDSoQzC6V8A.jpegsource

যেহেতু আমরা এপ্রকৃতির পরিবেশেই লালিত হই তাই
পরিবেশকে বিভিন্ন দূষণের কবল থেকে রক্ষা করতে আমাদেরকেই নিতে হবে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ, করতে হবে পরিবেশ দূষন প্রতিরোধ।

যেকোনো দূষণ প্রতিরোধ করতে আমাদের সচেতনতার বিকল্প নেই।যেসব বস্তু দূষণে সক্ষম সেসব বস্তুুর ব্যবহার হ্রাস করতে হবে। বাজার সদাই-পাতি কিনতে পলিথিনের বিকল্প কোনো কিছু ব্যবহার করতে হবে। কলকারখানা,ইটের ভাটা ইত্যাদি এমন জায়গায় নির্মাণ করতে হবে যে জায়গাগুলো জনমানব এবং প্রাণীকুলের বিচরণ খুবই কম এবং এগুলোতে এমন কিছু উপাদানের সংযোজন আনতে হবে যেগুলো পরিবেশবান্ধব।

Your opinion on how environmental pollution impacts all living creatures, including humans.(পরিবেশ দূষণ কিভাবে মানুষ সহ সমস্ত জীবন্ত প্রাণীকে প্রভাবিত করে সে সম্পর্কে আপনার মতামত শেয়ার করান ।)

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81iRAQS7FE24FoSVgbZqiuzbtJnAbPZ83Je2xxMK9YHPYVaLCMmgQ4E2v2yYJFiU7aLNT41HxYpejMjzxTvouQp8RuAxtv.jpegsource

মানবজীবনে পরিবেশ দূষণের প্রভাব বিভিন্নভাবেই পড়তে পারে।বিভিন্ন কারণে হওয়া দূষিত মাটিতে ফলানো কাচা সব্জি ভক্ষণের ফলে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে।একই অবস্থা অন্যান্য জীবিত প্রাণীর ক্ষেত্রেও। পরিবেশ দূষণের ফলে জমির উর্বরতা নষ্ট হওয়ায় মানবজীবনে দেখা দিতে পারে খাদ্য ঘাটতি।দূষিত মাটি থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়,যা মানবজীবন এবং প্রানীকুল,বৃক্ষরাজি সবার জন্য ক্ষতি স্বরূপ।

Have you ever taken part to keep your environment clean?(আপনি কি কখনও আপনার পরিবেশ পরিষ্কার রাখতে অংশ নিয়েছেন?)

জ্বী হ্যাঁ,খুব বড় পরিসরে না পাড়লেও যেটুকু সম্ভব সেটুকুই অংশ নেওয়ার চেষ্টা করেছি। খেয়ালরত থাকা অবস্থায় নিজের ব্যবহৃত পলিথিন কিংবা রাসায়নিক বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার চেষ্টা করি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর উদ্যোগ গ্রহন করেছি।

Share one message that all humans should keep in their mind;to keep the environment healthy.(একটি বার্তা শেয়ার করুন যা সমস্ত মানুষের তাদের মনে রাখা উচিত;পরিবেশ সুস্থ রাখতে)

মহান রব্বে কারীমের দেওয়া মাটি,পানি,বায়ু এই তিনটি উপাদানের উপর নির্ভর করে পরিচালিত হচ্ছে পুরো সৃষ্টি জগৎ।এই তিনটি উপাদানের যেকোনো একটিও যদি স্বার্থে ব্যাঘাত ঘটে তবে পুরো প্রাণীকুলের জীবনে নেমে আসবে বিপর্যয়। তাই আমাদের সচেতন হতে হবে।মাটিকে দূষণের হাত থেকে বাচাতে কীটনাশক বা রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহারের প্রচলন বাড়াতে হয়ে।পলিথিন বা প্লাস্টিক খুবই স্ট্যাবল একটি পদার্থ তাই এটির ব্যবহারের উপর আনতে হবে নিয়ন্ত্রণ।কলকারখানা এবং বসতবাড়ির বর্জ্য এমন জায়গায় ফেলতে হবে যেখানে প্রাণীকুলের তেমন বিচরণ নেই।নদী বা সমুদ্রের পানিকে দূষণের হাত থেকে বাঁচাতে পানিতে প্লাস্টিক বর্জ্য ফেলা যাবে না।বায়ু দূষণ থেকে বাচতে আধুনিক যান্ত্রিকতার বিকল্প কিছু খুজে বের করতে হবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!