A few words about pigeons

in blurt-1787181 •  28 days ago 

Pigeons, Pigeon farming is a very popular subject among amateurs. Pigeons are a completely different type of bird from other birds. Because, pigeons are domesticated birds, almost like chickens and ducks, but their farming method is a little different. However, I think pigeons have been so popular all over the world for ages because of their domesticated nature. Since the farming method of this easily domesticated animal is also very easy, many people like to raise pigeons as a hobby. There are also people who make their entire house a pigeon farm.

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328riCzvCxh4b7tnz5nU3Zsm1UVkPMvubxQsYWVdDHhRz1jLwb7bL9cbLpnd7uJD4pCANk45azLveFtrMZ3XEVFD1NfPBgLDSwhBFL.jpegsource

EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5GVEEA5swiEN5u1jj2jVYzpfofU55F2XFFvDKpEgAScQWrAAXNMqJzAZfhAYMgLX6z24Tt5MirWZhW3X8Tj1zScDpiNP4c6juoBEp6xUv.jpegsource

Pigeon racing tournaments are organized in different parts of our country. Only those who raise pigeons will understand the pigeon racing tournament, and it will be a little difficult for those who do not raise pigeons to understand this matter. However, there are several breeds of pigeons, and the characteristics of different pigeons vary depending on the breed. Pigeon meat is also very popular due to its taste. If you want to eat meat, you must choose baby pigeons. Because the meat of baby pigeons is soft to eat, while the meat of pigeons that have been around for a long time becomes very tough.

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYSczmGubAtsihiof4myDz99DfyYvfgnVqWBj7XrXtDCzKcLRvSwAEWFDH8SwGWVqGuzzpFEjtqZFaR4Jy8rmyWW73ZcEnMtKfKXtHox3AKaVC.jpegsource

I have heard that in the past, pigeons were used as a means of exchanging letters. I have not yet found the exact reason for this. It is said that pigeons were used as messengers during the Second World War. Perhaps because of their intelligence, they were used as a kind of shield.

Since I am writing about pigeons, I would like to present a small information about pigeons to you here, which is purely my own experience. Listen, then......

Last March, in the afternoon, I went up to our roof and noticed a new pigeon among my pigeons. It was not mine, but someone else's. The pigeon was a racing pigeon. I noticed that the pigeon was very thirsty, as soon as I gave it water, it drank water with a thump. Since then, the pigeon has been on my seat. After a couple of days, I noticed a tag on the pigeon's leg, and there was a mobile number that belonged to the person who raised the pigeon.

I called that number and informed about the pigeon and wanted to deliver the pigeon to his address, but he said that it had gone to your house and should stay at your house. Since then, the pigeon has been at my house, but after a long eight months, he called me again and asked if his pigeon was at my house, meaning that his pigeon had gone to his address again, which is why he is informing me about the matter. I went to the roof and noticed that the pigeon was really not at my house, then I was surprised to see this.

Because, the pigeon came and stayed at my house for about eight months, but it still did not forget its previous address. You will be surprised to hear that the distance from the owner of that pigeon to my house is about 60 km. Think about it for a moment, how intelligent this small bird is, how strong their memory is. Maybe because of this intelligence, pigeons were used as messengers throughout the ages.

That's it for today.

কবুতর, সৌখিন মানুষদের কাছে কবুতর পালন খুব প্রিয় একটি বিষয়। পাখি জাতের প্রাণী কবুতর অন্যান্য পাখি থেকে সম্পূর্ণ আলাদা ধরনের। কারণ,কবুতর গৃহপালিত পাখি, প্রায় হাঁস মুরগির মতোই কিন্তু এর পালন পদ্ধতি একটু ভিন্ন।যাইহোক,আমি মনেকরি কবুতর তার গৃহপালিত স্বভাবের কারণেই সারা বিশ্বে এতো বেশি জনপ্রিয় সেই বহুযুগ আগ থেকে।সহজে পোষ মানা এই প্রাণীটির পালন পদ্ধতিও খুব সহজ হওয়ায় শখের বশে অনেক মানুষই কবুতর পুষতে পছন্দ করেন। এমনও মানুষ আছে যারা তাদের পুরো বাড়িটাই কবুতরের ফার্ম বানিয়ে ফেলে৷
pexels-shakeb-tawheed-2407721.jpgsrc
আমাদের দেশের বিভিন্ন স্থানে কবুতরের রেসিং টুর্নামেন্টের আয়োজন করা হয়।কবুতরের রেসিং টুর্নামেন্ট ব্যাপারটা শুধু তারাই বুঝবেন যারা কবুতর পালন করেন, আর যারা কবুতর পালন করেন না তাদের জন্য এই ব্যাপারটা বুঝতে একটু কষ্টসাধ্য হবে৷ যাইহোক, কবুতরের বেশ কয়েকটি জাত আছে, জাত ভেদে বিভিন্ন কবুতরের বৈশিষ্ট্যও বিভিন্ন রকম৷ স্বাদের কারণে কবুতরের মাংসও ভিষণ জনপ্রিয়। মাংস খেতে হলে অবশ্যই বাচ্চা কবুতর চুজ করতে হবে। কারণ, বাচ্চা কবুতরের মাংস খেতে নরম হয় আর বেশিদিন বয়স্ক কবুতরের মাংস প্রচুর শক্ত হয়।

আমার শোনা কথা, আগেকার দিনে নাকি চিঠি আদান-প্রদানের মাধ্যম হিসেবে কবুতরকে ব্যবহার করা হতো। কি কারণে হতো তার সঠিক যুক্তি আমি এখনও খুজে পাইনি৷ কথিত আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধেও নাকি বার্তাবাহক হিসেবে কবুতর ব্যবহার হতো। হয়তো এর বুদ্ধিমত্তার কারণেই একপ্রকারের ঢাল হিসেবে ব্যবহার করা হতো।
pexels-ahmet-kurt-12131004.jpgsrc
যেহুতু কবুতর নিয়ে লিখছি তাই এখানে আপনাদের সামনে কবুতর সম্পর্কে একটি ছোট্ট তথ্য উপস্থাপন করতে চাই, যেটা একান্তই আমার নিজস্ব অভিজ্ঞতা। শুনুন তবে......

গত মার্চ মাসে বিকেলবেলা আমাদের ছাদে উঠে আমার কবুতরগুলোর মধ্যে একটি নতুন কবুতর লক্ষ্য করেছিলাম। যেটা আমার নয়, অন্য মানুষের। কবুতরটি ছিলো রেসার কবুতর৷ আমি লক্ষ্য করছিলাম কবুতরটি ভীষণ তৃষ্ণার্ত, আমি পানি দেওয়া মাত্রই ঢকঢক করে পানি পান করলো৷তারপর থেকেই কবুতরটি আমার বসায়ই ছিলো।দুই এক দিন পর লক্ষ্য করলাম কবুতরটির পায়ে ট্যাগ পড়ানো, এবং সেখানে ছিলো একটি মোবাইল নম্বর যেটা ছিলো কবুতরটি যিনি পোষেন তার৷
pexels-ellie-burgin-3319894.jpg src
ওই নাম্বারে কল দিয়ে কবুতরটা সম্পর্কে অবগত করেছিলাম এবং কবুতরটি ওনার ঠিকানায় পৌছে দিতে চেয়েছিলাম কিন্তু ওনি বলেছিলেন যে, ওইটা আপনার বাসায় গেছে আপনার বাসায়ই থাকুক। সেই থেকেই কবুতরটা আমার বাসায়ই ছিলো কিন্তু দীর্ঘ আট মাস পর ওনি আবার আমাকে ফোন করে জিজ্ঞেস করছেন যে তার কবুতরটা আমার বাসায় আছে কিনা, মানে তার কবুতরটা আবার তার ঠিকানায় চলে গেছে এজন্য সে আমাকে বিষয়টা অবগত করছেন৷ আমি ছাদে গিয়ে লক্ষ্য করলাম কবুতরটা সত্যি আমার বাসায় নাই, তখন আমি ব্যাপারটা দেখে তাজ্জব হয়ে গিয়েছিলাম।

কারণ, কবুতরটা আমার বাসায় আসা এবং থাকা প্রায় আট মাসের ব্যাপার স্যাপার, তবুও সে তার আগের ঠিকানা ভোলেনি।আরও শুনলে অবাক হবেন, সেই কবুতরের মালিকের বাসা থেকে আমার বাসা দুরত্ব প্রায় ৬০ কি.মি। একবার চিন্তা করুণ, ছোট্ট পাখি জাত এই প্রাণীটির কেমন বিচক্ষণ বুদ্ধিমত্তা,কেমন তাদের স্মরণশক্তি। হয়তো এসব বুদ্ধিমত্তার কারণেই কবুতরকে যুগে যুগে বার্তাবাহক হিসেবে ব্যবহার করা হতো।

আজ এপর্যন্তই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  28 days ago  ·  

কবুতরের অনেক গুন

  ·  28 days ago  ·  

i want to have a warm cozy farm and feed pigeons and cows there!