Bismillahir Rahmanir Raheem
This is @sohag10 from #Bangladesh.
![]() |
---|
Dear friends, hope everyone is well and healthy. I am very well and healthy by the grace of Allah. Like every day I came today to talk to you about something new. Today I am talking about : The dairy game, Cricket was played in the afternoon and Masjid Iftar was arranged.
প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো ও সুস্থ আছি। প্রতিদিনের মত আজও এসেছি আপনাদের সাথে নতুন কিছু কথা বলতে। আজকে বলছি: ডেইরি খেলা, বিকেলে ক্রিকেট খেলা এবং মসজিদে ইফতারের আয়োজন করা হয়েছিল।
![]() |
---|
I woke up very early and finished my work. Then went to college went to college had a good time and everything in college was good. After the classes I went to the lab and did some nice practical classes and then came back to the campus. Come here and spend some nice time together.
আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমার কাজ শেষ করেছি। তারপর কলেজে গিয়ে কলেজে ভালো সময় কাটল এবং কলেজের সবকিছুই ভালো ছিল। ক্লাসের পরে আমি ল্যাবে গিয়েছিলাম এবং কিছু সুন্দর ব্যবহারিক ক্লাস করেছি এবং তারপর ক্যাম্পাসে ফিরে এসেছি। এখানে আসুন এবং একসাথে কিছু সুন্দর সময় কাটান।
Came home around noon came home went to the river for bath went to the river slept for some time between the boats and spent some nice time. After that I wash my clothes after washing the clothes I take a shower and come home quickly. I came home and saw that it was time for prayer, so I went to pray for us.
দুপুর নাগাদ বাড়ি এসে বাড়ি ফিরে নদীতে গিয়ে গোসল করে নদীর তীরে কিছুক্ষণ নৌকার মাঝে শুয়ে বেশ কিছু সময় কাটালাম। এর পর আমি জামাকাপড় ধোয়ার পর আমি গোসল করে তাড়াতাড়ি বাসায় আসি। বাসায় এসে দেখলাম নামাজের সময় হয়েছে, তাই নামাজ পড়তে গেলাম।
![]() |
---|
![]() |
---|
After finishing the prayer, I quickly lay down in the mosque and then rested for some time. After reciting the Quran we rest for some time in the mosque. After staying at the mosque for some time, I came home, came home and slept at home for some time, then I went to play cricket. I participated in the cricket tournament in our field.
Finished the cricket game but came home and found that iftar had been arranged in our master, so we took that preparation. Iftar is arranged by the imam of our mosque. We assist him in his work and assist him in giving full details and after giving iftar we break iftar ourselves and after that we sit for some time in the mosque.
নামাজ শেষ করে দ্রুত মসজিদে শুয়ে পড়লাম তারপর কিছুক্ষণ বিশ্রাম নিলাম। কোরআন তেলাওয়াত শেষে মসজিদে কিছুক্ষণ বিশ্রাম নিই। কিছুক্ষন মসজিদে থাকার পর বাসায় আসলাম, বাসায় এসে কিছুক্ষন বাসায় ঘুমালাম, তারপর ক্রিকেট খেলতে গেলাম। আমাদের মাঠে ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছিলাম।
ক্রিকেট খেলা শেষ করে বাসায় এসে দেখি আমাদের ওস্তাদ ইফতারের আয়োজন করেছে, তাই সেই প্রস্তুতি নিলাম। আমাদের মসজিদের ইমাম ইফতারের ব্যবস্থা করেন। আমরা তাকে তার কাজে সহযোগিতা করি এবং তাকে পূর্ণ বিবরণ দিতে সহায়তা করি এবং ইফতার দেওয়ার পর আমরা নিজেরাই ইফতার করি এবং তারপর কিছুক্ষণ মসজিদে বসে থাকি।
Then I came home and spent some nice time. After eating some food, I spend some time with my sister's daughter which I like very much. After finishing the meal at home, the Azan was given, due to which I prepared for the Esha prayer. He went to the mosque to pray and came out after finishing the prayer.
বাইরে এসে ফেসবুকে ঢুকে দেখি মাহমুদউল্লাহ রিয়াদ অবসর নিয়েছেন। খবরটা শুনে খুব খারাপ লাগছে এবং আমার প্রিয় খেলোয়াড়দের একজন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে একের পর এক পঞ্চপাণ্ডব খেলোয়াড়রা বাংলাদেশ থেকে অবসর নেন। আজ থেকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন।
![]() |
---|
When I came out, I entered Facebook and saw that Mahmudullah Riyad had retired. Very sad to hear the news and one of my favorite players was Mahmudullah Riyad. However, one by one all Panchpandav players retired from Bangladesh. As of today, until now everyone will be fine, God Hafez will be healthy.
Device | Name |
---|---|
Android | Samsung a30 |
Camera | camera 50MP 5MP 2MP |
Location | Bangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩 |
Short by | @sohag10 |
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.