I wandered around in the morning and went to Sirajganj for work in the afternoon and spent the whole day there.

in blurt-1787181 •  16 days ago 

Bismillahir Rahmanir Raheem

Assalamualaikum Everyone.
This is @sohag10 from #Bangladesh.

Dear friends, hope everyone is well and healthy. I am very well and healthy by the grace of Allah. Like every day I came today to talk to you about something new. Today I am talking about : The Dairy Game, I wandered around in the morning and went to Sirajganj for work in the afternoon and spent the whole day there.

প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো ও সুস্থ আছি। প্রতিদিনের মত আজও এসেছি আপনাদের সাথে নতুন কিছু কথা বলতে। আজ আমি কথা বলছি: ডেইরি গেম, আমি সকালে ঘোরাঘুরি করেছি এবং বিকেলে কাজে সিরাজগঞ্জ গিয়েছিলাম এবং সেখানে সারা দিন কাটিয়েছি।

1000041572.jpg

1000041568.jpg

1000041565.jpg

Today morning I woke up early and I was talking to my sister's son for some time. Today my sister went to their house and took her son so she was a bit upset in the morning then she got better. After handing them off in the morning, I finished the bath quickly. I came home and finished eating the breakfast.

আজ সকালে ঘুম থেকে উঠে আমি আমার বোনের ছেলের সাথে কিছুক্ষণ কথা বলছি। আজ আমার বোন তাদের বাড়িতে গিয়ে তার ছেলেকে নিয়ে গেল তাই সকালে একটু মন খারাপ ছিল তারপর সে ভালো হয়ে গেল। সকালে ওদের হাতে তুলে দিয়ে তাড়াতাড়ি গোসল শেষ করলাম। বাসায় এসে সকালের নাস্তা শেষ করলাম।

!

স্নান শেষে আমরা দ্রুত মাঠে গেলাম যেখান থেকে সরাসরি সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি আর আমার বড় ভাই তুহিন, আমরা দুজনেই আমাদের মাহফিলের কাজে সরাসরি সিরাজগঞ্জ গেলাম। প্রথমে পোস্টার তৈরির কাজ শুরু করি। পোস্টার তৈরি করার আগে, আমরা আমাদের সম্পূর্ণরূপে তৈরি করি।

1000041567.jpg

After the bath, we quickly went to the field from where we left for Sirajganj directly. I and my elder brother Tuhin, we both went directly to Sirajganj for our mahfil work. First we started work to make posters. Before making posters, we make ours completely.

1000041571.jpg
1000041569.jpg

After completing the task we move to the recording. Do you do what we do and hang out by the river for some of your time. What I see here is that everyone is sitting in pairs, some people are sitting on the banks of that river with their wives enjoying the beautiful view and the beautiful moment. We all want to have a good time.

As we were finishing the work, we were given azan for Maghrib after which we completed the work. After preparing something, I started coming towards home. It was almost 9 o'clock when we came home and rested for some time.

কাজটি শেষ করার পর আমরা রেকর্ডিংয়ে চলে যাই। আমরা যা করি আপনি কি করবেন এবং আপনার কিছু সময়ের জন্য নদীর ধারে আড্ডা দেবেন। এখানে যেটা দেখছি সবাই জোড়ায় জোড়ায় বসে আছে, কিছু লোক সেই নদীর তীরে তাদের স্ত্রীদের সাথে বসে সুন্দর দৃশ্য ও সুন্দর মুহূর্ত উপভোগ করছে। আমরা সবাই ভালো সময় কাটাতে চাই।

আমরা যখন কাজ শেষ করছিলাম, তখন আমাদের মাগরিবের আজান দেওয়া হলো এবং আমরা কাজ শেষ করলাম। কিছু একটা রেডি করে বাড়ির দিকে আসতে লাগলাম। বাসায় এসে কিছুক্ষণ বিশ্রাম নিলাম তখন প্রায় ৯টা বেজে গেছে।

1000041570.jpg

After coming home I finish my work and wash my hands and prepare for food. Afternoon some nice time with mom before dinner and talk to her about the dress I bought.

After eating came to the duty road and spent some nice time there. The food was nice because I didn't eat lunch and had a bit more food at night. And so my whole day passed. I am ending here today wishing everyone good health.

বাসায় এসে কাজ শেষ করে হাত মুখ ধুয়ে খাবার তৈরি করি। বিকেলে রাতের খাবারের আগে মায়ের সাথে কিছু সুন্দর সময় কাটান এবং আমার কেনা পোশাক সম্পর্কে তার সাথে কথা বলুন।

খাওয়া শেষে ডিউটি ​​রোডে এসে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। খাবারটি চমৎকার ছিল কারণ আমি দুপুরের খাবার খাইনি এবং রাতে একটু বেশি খাবার খেয়েছিলাম। আর এভাবেই আমার সারাটা দিন কেটে গেল। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি।

God is Hafez.

DeviceName
AndroidSamsung a30
Cameracamera 50MP 5MP 2MP
LocationBangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩
Short by@sohag10
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord