Bismillahir Rahmanir Raheem
This is @sohag10 from #Bangladesh.
![]() |
---|
Dear friends, hope everyone is well and healthy. I am very well and healthy by the grace of Allah. Like every day I came today to talk to you about something new. What I am talking about today is: Friends, we all had Iftar by the river.
প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো ও সুস্থ আছি। প্রতিদিনের মত আজও এসেছি আপনাদের সাথে নতুন কিছু কথা বলতে। আজকে যেটার কথা বলছি তা হলঃ বন্ধুরা, আমরা সবাই নদীর ধারে ইফতার করলাম।
![]() |
---|
First thanks to for organizing this promotion. Thank you to everyone who participated in the contest. Today was the first day of fasting for Muslims, so we went to the river bank to break iftar. We start our activities from noon and we all pay some money and bring this money.
এই প্রচার সংগঠিত করার জন্য প্রথম ধন্যবাদ. প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ। আজ মুসলমানদের রোজার প্রথম দিন, তাই আমরা নদীর পাড়ে গিয়েছিলাম ইফতার করতে। আমরা দুপুর থেকে আমাদের কার্যক্রম শুরু করি এবং আমরা সবাই কিছু টাকা দিয়ে এই টাকা নিয়ে আসি।
We buy those iftars from the market and everyone takes those iftars to the bank of the river and go there and sit together and complete those tasks. We have delivered some from the mosque and those again to the mosque. But we have seen some special methods to prepare the dishes and they are done with due seriousness.
Our food list consisted of muri, jilapi, chola dates, ghol etc. There we beautifully prepare those foods for our consumption. Everyone sits together and prepares the food nicely and after eating the meal rests for some time. We cut the cucumbers and washed the dates before preparing the meal.
আমরা বাজার থেকে সেই ইফতারগুলি কিনে নিয়ে যাই এবং সবাই সেই ইফতারগুলি নদীর তীরে নিয়ে যাই এবং সেখানে গিয়ে একসাথে বসে সেই কাজগুলি সম্পন্ন করি। আমরা কিছুকে মসজিদ থেকে এবং কিছুকে আবার মসজিদে পৌঁছে দিয়েছি। কিন্তু আমরা কিছু বিশেষ পদ্ধতি দেখেছি থালা-বাসন প্রস্তুত করার জন্য এবং সেগুলো যথাযথ গুরুত্ব সহকারে করা হয়।
আমাদের খাদ্য তালিকায় ছিল মুড়ি, জিলাপি, ছোলা খেজুর, ঘোল ইত্যাদি। সেখানে আমরা আমাদের খাওয়ার জন্য সেই খাবারগুলো সুন্দরভাবে প্রস্তুত করি। সবাই একসাথে বসে সুন্দরভাবে খাবার তৈরি করে এবং খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়। আমরা খাবার তৈরির আগে শসা কেটে খেজুর ধুয়ে ফেলি।
![]() |
---|
We put the murris together with the chickpeas in a bowl and from there we knead them together. After complete work we keep them in one pot we start kneading them again after some time and after finishing kneading we divide into two parts and two pots are kept on either side.
Keeping them nicely in a bowl, we all pray before iftar and then we start iftar. Very nicely we finish iftar within 10 to 15 minutes and then we come to the mosque and pray in our congregation. Actually, I and everyone are passing our childhood very well. I wish everyone good health and I am ending here today.
আমরা একটি পাত্রে ছোলার ডালের সাথে মুড়িগুলিকে একসাথে রাখি এবং সেখান থেকে আমরা সেগুলি একসাথে মেখে ফেলি। সম্পূর্ণ কাজ করার পর আমরা সেগুলোকে এক পাত্রে রাখি এবং কিছুক্ষণ পর আবার গুঁড়া শুরু করি এবং গোঁটা শেষ করার পর দুই ভাগে ভাগ করি এবং দুই পাশে দুটি পাত্র রাখা হয়।
একটি পাত্রে সুন্দরভাবে রেখে আমরা সবাই ইফতারের আগে নামাজ পড়ি এবং তারপর ইফতার শুরু করি। খুব সুন্দরভাবে আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে ইফতার শেষ করি এবং তারপর আমরা মসজিদে এসে আমাদের জামাতে নামাজ আদায় করি। আসলে, আমি এবং সবাই আমাদের শৈশব খুব ভালোভাবে পার করছি। আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আজ এখানেই শেষ করছি।
Device | Name |
---|---|
Android | Samsung a30 |
Camera | camera 50MP 5MP 2MP |
Location | Bangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩 |
Short by | @sohag10 |