আজ দিন টা ছিল আমার ভীষণ আনন্দের।

in blurt-1787181 •  18 hours ago 

Monochrome Modern Fashion Photo Collage.png

প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন?আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি, তাই প্রথমেই সৃষ্টিকর্তার নাম স্মরণ করে শুরু করছি আমার আজকের সারাদিনের কার্যক্রম।

আজ খুব সকাল বেলা ঘুম থেকে উঠেছি তখন সাড়ে পাঁচটা বাজে। উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দুই মগ পানি খেয়ে নিলাম।ইদানিং আমি চেষ্টা করছি সকাল বেলা ঘুম থেকে উঠে খালি পেটে পানি খাওয়ার জন্য, খালি পেটে পানি খাওয়া খুবই ভালো শরীরের জন্য বেশ উপকারী।

এরপরে, সকালের নাস্তা বানানো শুরু করি যদিও গতকাল রাতে আমি রুটি তৈরি করে রেখেছিলাম তাই সকাল বেলা, কিছুটা ঘন ডাল তৈরি করে নিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। এরপরে হাজব্যান্ড খেয়ে দেয়ে অফিসে চলে গেলেন।

তার সাথে আমিও সকালের নাস্তা করে নিয়েছিলাম, এরপরে কিছুটা সময় রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প পড়ছিলাম এটা আমাদের পাঠ্য বইয়ে রয়েছে, এখানে এসে আমার পড়ালেখা টা ও মাথায় উঠেছে।তাই চেষ্টা করছি ঠিকঠাক মতন করার জন্য।

এরপরে, কিছুটা সময় ঘরের কাজ করছিলাম। রুমগুলো গুছিয়ে মুছে নিয়েছিলাম। রুম পরিষ্কার করার শেষে গিয়েছি রান্নাবান্নার কাজে, কারণ রান্না শেষ করে আর ঘর গোছানো কাজে হাত দিতে মনে চায় না, আজ দুপুরে রান্না করেছিলাম। কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা,ও কৈ মাছ দিয়ে চাল কুমড়ার ঝোল।

দুপুরে রান্না বান্না শেষ করে মেয়েকে নিয়ে গোসল করে আসলাম। এর মধ্যেই যোহরের আযান হলো তাই নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষ করে একটু আয়নার সামনে বসে ছিলাম। অনেক দিন হলো নিজেকে আয়নায় দেখা হয় না।

এর মধ্যে দরজার নক করতে ছিলো।আবার হাজব্যান্ড তাই গিয়ে দরজা টা খুলে দিলাম।তিনি বাসায় এসে ফ্রেশ হলেন,এরপরে আমরা সবাই মিলে একসাথে দুপুরে খাবার খেয়ে নিলাম।

দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি ফোন নিয়ে শুয়ে কিছুটা সময় রেস্ট নিলাম।কিছুটা সময় অতিক্রম করতে না করতেই আসরের আযান হলো , বেলা অনেক টা ছোট হয়ে এসেছে দুপুর শেষ হওয়ার আগে বিকাল থেকে সন্ধ্যা নেমে আসে।

ও হ্যাঁ দুপুরে রান্না শেষ করে তাল দিয়ে পিঠা তৈরি করার জন্য সব কিছু রেডি করে রেখেছিলাম। তাই এখন সন্ধ্যা বেলা কয়েকটা তালের পিঠে ভেজে নিলাম। তালের পিঠে আবার বেশ পছন্দের আর এই সময়টা তে তালের পিঠা বেশি ভালো লাগে ।। এরপরে আমরা সবাই মিলে তালের পিঠা দিয়ে সন্ধার নাস্তাটা সেরে নিয়েছিলাম।

48236b06-3420-4b9e-a6ad-8be248cf792e.jpg

এরপরে, মাগরিবের আজান হলো নামাজ আদায় করে মেয়েকে নিয়ে পড়তে বসে ছিলাম। এর কিছুক্ষণ পরেই হাজবেন্ড ফোন দিলো,সে বাসার নিচে এসেছে তাই আমি পানি আনার জন্য মেয়েকে নিয়ে নিচে চলে গেলাম। একটু পরে হাজবেন্ড পানি ভরতে ছিলো আমি মেয়েকে নিয়ে একটু হাঁটছিলাম,হাটাহাটি করার পরে বাসায় চলে আসি। বাসায় এসে রাতের খাবার খেয়ে আমার কিছু সময় গল্প স্বল্প করে ঘুমিয়ে পড়েছিলাম।

এই ছিল আমার সারাদিনের কার্যক্রম, আজকের লেখা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!