Photo edited by canva
এই অপরিচিত শহরে যখন পরিচিত মুখ গুলো দেখি তখন সত্যিই অনেক আনন্দ কাজ করে,গতকাল রাতে আম্মুর সাথে কথা হলো,এবং আম্মু বললো আমার ভাই ঢাকায় আসছে, যেহেতু ও ঢাকাতেই পড়ালেখা করে তাই ওর আসতেই হবে। সেই সাথে এটা ও জানালো যাওয়ার পথে আমার সাথে দেখা করে যাবে, আমার বাসায় কিছুটা সময় কাটিয়ে যাবে।
কথা টা শুনে তো আমি ভীষণ আনন্দিত হলাম, এবং আমার আম্মু বারবার জিজ্ঞাসা করছিলো কি খেতে ইচ্ছা করছে,কিছু দরকার কি না, আমি বেশ কয়েক বার না করলাম,কিন্তু ওই যে মায়ের মন কিছু না দিলেও মন শান্ত করতে পারেনা। যতই না করি না কেন বস্তা একটা দিবেই ধরিয়ে।
![]() |
---|
ভাই আসবে সে আনন্দে সকাল বেলা আজ ঘুম থেকে উঠেই সবকিছু গুছিয়ে বেশ কিছুটা সময় নিয়ে রান্নাটা সেরে নিয়েছে। আজ রান্না করেছিলাম পোলা ও গরুর গোশত এবং আমার ভাইয়ের পছন্দ লইট্টা মাছ এই প্রথম আমি এই মাছ টা রান্না করেছি, এর আগে আম্মুর হাতে বেশ কয়েক বার খেয়েছি কিন্তুু রান্নাটা কখনো দেখিনি। সাথে ডিম ভুনা করেছিলাম।
আমার একটা অভ্যাস বাসায় কেউ আসলে রান্নাবান্না শেষ করে, গোসল করে না আসতে পারলে ভালো লাগে না। তাই প্রতিবারের মতো রান্না টা কমপ্লিট করে, ঘর গুছিয়ে গোসল করে এসে ভাইয়ের জন্য নাস্তা তৈরি করলাম। নাস্তা খুব একটা তৈরি করিনি পেয়ারা,ড্রাগন, জাম্বুর,কেটে দিয়েছি,সাথে লেবুর শরবত করে দিয়েছিলাম।
![]() |
---|
খুব একটা দেরি লাগেনি আমাদের দেশের বাড়ি থেকে আসতে সর্বোচ্চ তিন ঘন্টা তাও জ্যাম থাকার কারণে। আমার নাস্তা রেডি করা শেষ এবং ভাই ফোন দিলো গেটের কাছে চলে এসেছে, তাই আমি গিয়ে নিয়ে আসলাম। বাসায় এসে দুই ভাই-বোনে নাস্তা খেতে খেতে বেশ কিছু গল্প করলাম।
আমি এবং আমার ভাই বয়সের ক্ষেত্রে খুব একটা দূরত্ব না,গ্রামের ভাষায় পিঠা পিঠি বলা চলে,বাড়িতে সবাই কেমন আছে,এই কয় দিন বাড়িতে গিয়ে কি কি করেছে,সব কিছুর খবর নিলাম।এরপরে আর বসে থাকার সুযোগ হয়নি কারণ ওই যে আমার ভাইয়া বাড়ি থেকে আসার সময় বস্তা একটা আমার আম্মু হাতে ধরিয়ে দিয়েছিলো
![]() |
---|
একটা বস্তা ভর্তি করে মানে, আমার আম্মুর মনে যা চেয়েছে তাই পাঠিয়ে দিয়েছে। বেশ কয়েক ধরনের সবজি পাঠিয়েছে,লাউ, করল্লা,কুসি, পুইশাক, লালশাক,শাপলা, পেয়ারা,আর এই পেয়ারা গুলা যে এত বেশি মিষ্টি ছিলো বাহির থেকে যে পেয়ারা কিনে আনা হয় হাজার গুণ বেশি মিষ্টি। যে টা ছবিতে দেখতে পাচ্ছেন।
সেই সাথে তিন জোড় কবুতরের বাচ্চা পাঠিয়েছে,দেশি শুটকি মাছ, আর আমার পছন্দের পিঠা তো রয়েছেই তালের পিঠা,চুষনি পিঠা,কুলি পিঠা, সবকিছু বের করে আমি এবং আমার ভাই মিলে গুছিয়ে রাখলাম। এরপরে সবজি এবং পিঠা থেকে পাশের বাসার এক বান্ধবীকে দিয়ে আসলাম কারণ,দুই জন মানুষের সংসারে এত সবজি নষ্ট না করার থেকে দেওয়াই ভালো,তাছাড়া ফ্রিজে বেশি দিন রাখলে স্বাদ নষ্ট হয়ে যাবে।
![]() |
---|
এরপর আমার হাসবেন্ড আসলো,তাকে সাথে নিয়ে দুপুরে খাবার টা খেয়ে নিলাম। খাওয়া-দাওয়া শেষ করে আবার ভাইয়ের সাথে কথা বলা শুরু করলাম। আজ এ বিকাল বেলা চলে যাবে, ভাই বোনের সম্পর্ক পৃথিবীর অন্য কোন সম্পর্ক সাথে তুলনা করা যাবে না,কথা বলতে বলতে আমার ভাই আমার মাথায় তেল দিয়ে দিলো,,এবং একটা কথা শুধু বারবার এই বলছি আপু তুমি একটু বেশি বেশি খাবার খেয়ে।মানে এই যে একটা ভালোবাসা এটা কিন্তুু হাজার টাকা পয়সা দিয়েও কিন্তুু এই যুগে পাওয়া যায় না,,,,।সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন ও যেন একজন মানুষের মত মানুষ হতে পারে।
Photo edited by canva
এরপরে আমার ভাইয়ের যাওয়ার পালা কারণ, বিকাল পড়ে গিয়েছে এবং এখান থেকে ওকে ওর মাদ্রাসায় ফিরতে হবে।রেডি হয়ে নিলো,আমার কাছে দেওয়ার মত কিছুই ছিল না এক ব্যাগ ভালোবাসা, সেই সাথে ছোট একটা উপহার দিলাম, যেটা পেয়ে আমার ভাই খুশি হয়েছিলো। এরপরে যাওয়ার জন্য বের হলো, কেন জানিনা যাওয়ার সময় এত বেশি খারাপ লাগছিলো আমার,নিজেই বুঝতে ছিলাম ছোট বাচ্চাদের মত হাউমাউ করে কান্না আসছে। একে এই মনে হয় বলা হয় রক্তের সম্পর্ক।
এরপর আমার হাজব্যান্ড গিয়ে আমার ভাইকে দিয়ে আসলো,খুব মন খারাপ লাগছিল তাই মনটা কে শান্ত করতে, আমিও বসে পড়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য,আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না।
🌹........................................................🌹
You shared a wonderful moment with us. Thank you so much for sharing such a moment with us.