Photo edited by canva
সময় যে আমাদের জীবন থেকে কত দ্রুত চলে যায়, সেটা কিন্তুু আমরা বুঝতেই পারি না। প্রতিদিনের তুলনায় আজ আমি একটু আপনাদের সাথে অন্যরকম একটা পোষ্ট শেয়ার করার জন্য হাজির হয়েছি আমি আশা বাদী আমার মত আপনাদের ও ভালো লাগবে।
![]() |
---|
একা একা বসে ফোনের গ্যালারি টা দেখ ছিলাম। হঠাৎ করে আমার আজ থেকে ছয় থেকে সাত বছরের আগের ছবি চোখের সামনে চলে এসেছে, বেশ সময় নিয়েই দেখছিলাম এবং বেশ পিছনে চলে গিয়েছিলাম, হয়তো সময় কে অতিক্রম করে পিছনে যাওয়ার সাধ্য আমার নেই তবে, পুরনো স্মৃতিগুলো মনে করা তো যেতে এই পারে।
![]() |
---|
এখন যে আমার এই ছবি গুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার বিয়ের কয়েক মাসের আগের ছবি, এই ছবিগুলো দেখছিলাম এবং ভাবছিলাম ওই জীবন টা এই তো ভালো ছিলো, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই পড়তে বসতাম, এরপরে স্কুলে বন্ধু, বান্ধবীদের সাথে খুব সুন্দর সময় কাটাতাম, এক কথায় মুক্ত পাখির মত উড়ে বেড়াতাম, "যদিও আমি এখন কোন খাঁচায় বন্দি পাখির মত নই তবুও এখন আর ওই উড়ে বেড়ানোর সকটুকু নেই।"
![]() |
---|
যদি কেউ প্রশ্ন করে কেন? কিন্তুু সেটা বলতে পারবো না। তবে আমার মনে হয় সময়ের সাথে সাথে মানুষও পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়ে যায় তার চাওয়া-পাওয়া, পরিবর্তন হয়ে যায়,তার ইচ্ছা- আকাঙ্ক্ষা। তবে, এখন যে খারাপ আছে সেটা কিন্তুু নয় তবে, কেন জানি ওই দিন গুলোকে এই বেশি মনে পড়ে।
![]() |
---|
নিজের ছবি দেখে ছিলাম এবং নিজেকে নিজে প্রশ্ন করছিলাম আমি কি সত্যি অনেক পরিবর্তন হয়ে গিয়েছি? এবং নিজের অজান্তে এই উত্তরগুলো চলে আসলো। ছোট বেলায় আমার একটা অভ্যাস ছিলো আমি অল্পতেই অনেক কান্না করতাম। কিন্তুু এখন না আমার সেই চোখের পানি যেন কোথায় হারিয়ে গিয়েছে। ছবি গুলো দেখছিলাম এবং অবাক দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে নিজেকে মিলাতে ছিলাম সেই আমি কি এই আমি। মানুষ কত পরিবর্তন শীল তাই না,,।
![]() |
---|
ছবি গুলো দেখছিলাম এবং মনে পড়ছিলো, আমি আগে থেকে একটু চুপচাপ থাকতে একটু বেশি পছন্দ করতাম। এক জায়গায় অনেক মানুষ কথা বললে, আমি শুধু তাদের সাথে হ্যাঁ এবং নাই বলতাম। আমি আমার মাঝে সেই নীরবতা টা এখন আর খুঁজে পাই না। যদিও এখনো খুব কম কথা বলি তবে, তখন আরো বেশি ছিলাম।মাঝে মাঝে মনে হয়, আগের সেই জীবন টা যদি আবার ফিরে পাওয়া যেতো।
![]() |
---|
আমি কখনোই স্বপ্নেও ভাবি নি আমার জীবনের মোর টা এত তাড়াতাড়ি ঘুরে যাবে, এত তাড়াতাড়ি আমার বাবা মায়ের কাছ থেকে দূরে হতে হবে। আমার বাবা বাইরে থাকতেন, আর আমার মা একটা কিন্ডার গার্ডেন স্কুলে চাকরি করতেন, আমার আম্মু বেশ ইচ্ছা ছিলো আমাকে নিয়ে নার্সিং পড়াবে। কিন্তুু তা আর হলো কই !!! হয়তো, ভালোবাসার মানুষটি কে গুরুত্ব না দিয়ে যদি, মায়ের ইচ্ছা টার দিকে থাকতাম তাহলে হয়তো পারতাম।
![]() |
---|
তবে, আমার সেই আম্মুর সব সময় আমাকে একটা কথা বলে সৃষ্টি করতে যখন যে ভাবে রাখে শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ। আমার বাবা ও আমাকে ভীষণ ভালোবাস তো তার মুখে আমার নাম নিতে খুব একটা শুনি নি, সব সময় এই মা বলে ডাক তো আমাকে এখনো ডাকে। যখন আমার বাবা বুঝতে পারলো আমার সাহেব রাস্তায় দাঁড়িয়ে আমাকে দেখছে,,😄 বাসার পাশের মাঠে খেলতে এসে, আমাদের বাসায় পানি খেতে আসার অজুহাত টা আমার বাবা বুঝতে পেরে ছিলো। হয়তো সেই কারণেই আজ আমার এই পরিবারের আশা।
![]() |
---|
জীবনে কখনো চাওয়া পাওয়ার হিসাব করলে না,, কখনো সুখী হওয়া যায় না। এই ছোট্ট জীবনে কিছু বুঝতে পেরেছি আর না পেরেছি এটা ভালো মতোই বুঝেছি, তাই যে অবস্থায় থাকি না কেন শুকরিয়া আদায় করি। যাইহোক, ছবিগুলো দেখে বেশ আবেগী হয়ে গিয়েছিলাম তাই এই কথাগুলো হয়তো শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই