Photo edited by canva
প্রিয় বন্ধুরা,
- আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজ আবারো আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমার আজকের সারাদিনের কার্যক্রম নিয়ে, আমি আশা করছি আপনাদের ভালো লাগবে, তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি।
![]() |
---|
আজ ঘুম থেকে উঠেছি চার টা বাজে, যদিও ঘুম চোখে লেগে এই ছিল তবুও ঘুম ঘুম চোখে, নাস্তা তৈরি করলাম কারণ, হাজবেন্ড আজ ছয়টার দিকে বের হবে। সাভারের দিকে যেতে হবে কারণ, আজ তাদের ফায়ার করার ডেট, প্রতিমাসে একদিন ফায়ার করতে সাভারে যেতে হয়, এটা তাদের মাসিক প্রশিক্ষণ তাই আমিও তার সাথে সাথে সকাল সকাল উঠে খাবার টা রেডি করে দিলাম।
![]() |
---|
সকালের নাস্তা খেয়ে ছয়টার দিকে তিনি বেরিয়ে গেলেন।তিনি যাওয়ার পরে আমি দরজা লাগিয়ে দিলাম।ও এক ঘুমে সকাল ৯ টা বাজে উঠেছি। ওঠে মেয়ে কে ব্রাশ করিয়ে দিলাম। এরপরে দুই জনে মিলে সকালের খাবার খেলাম খাওয়া-দাওয়া শেষ করে মেয়েকে পড়তে বসিয়ে ছিলাম। এরপরে ঘরের কিছু কাজ গুছিয়ে নিয়েছিলাম।
দুপুর হওয়ার আগেই হাজবেন্ড চলে এলো, মেয়ে কে নিয়ে গোসল করে নামাজ পড়ে দুপুরে খাবার খেয়ে নিয়েছিলাম। এরপরে কিছুটা সময় বিশ্রাম নিলাম এবং সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করেছি তাই পোস্ট করার জন্য লিখতে ছিলাম। অর্ধেক লিখে এই উঠে পড়েছি বাকি লেখা টা রাতে লিখবো পোস্ট করার আগে।
![]() |
---|
এরপরে, বাহিরে যাওয়ার জন্য তৈরি হয়ে নিলাম কারণ বেশ কিছু কেনাকাটা করার আছে। নতুন সংসার যে দিকে তাকাই সে দিকে এই প্রয়োজন, তবে অন্যদিকে হাসবেন্ড বড্ড হিসাবি তিনি আমাকে বলে দিলো ২০০০ টাকা বেশি এক টাকাও খরচ করতে পারবে না। তবে, আমি কি চালাক কম নাকি এখানে বসে তার মতে এই রাজি হলাম।
এরপরে, বাহিরে যাই এবং একদম নতুন একটা বাজারে চলে আসি, এই বাজার টা নাম মঙ্গলী বাজার বেশ বড় একটা বাজার এবং আমার কাছে খুব একটা মন্দ লাগেনি। প্রথম থেকে এই দেখতে ছিলাম এবং হাজব্যান্ড বলতে ছিলো জায়গা টা চিনে রাখো পরবর্তীতে কাজে লাগবে। কারণ যখন প্রয়োজন হবে, আমি নিজেও যেন একা আসতে পারি তবে, আমি একদম শিওর আমি যদি এখানে একা আসি হারিয়ে যাবো এর কোন ভুল নাই।
![]() |
---|
ভাইরে ভাই এত মানুষ, আমি মনে হয় ছয় মাসের মধ্যে একবারে এত মানুষ দেখিনি, এমন কোন পণ্য দ্রব্য নেই যে টা এই বাজারে নেই। আমার আবার একটা বাজে অভ্যাস আছে, বাহিরে বের হলে এদিকে ওদিকে ঘুরে ঘুরে না তাকালে মনে হয় না।। সেই ছোট বেলার অভ্যাস। যাইহোক এরপরে আমরা জিনিস পত্র দেখা শুরু করি, আর আমি তো যে টা দেখি সে টা এই লাগবে।
এরপর, একটা জিনিস খেয়াল করলাম হাসবেন্ড বলতেছে এটা না ও, এটা নাও, এটাও তো লাগবে। এই করতে করতে অনেক কিছু এই কিনলাম। এরপর কিছু মসলা কিনে ছিলাম যে গুলো রান্না খেতে খুবই গুরুত্বপূর্ণ। আর মসলার দোকান টা তে ঢুকতে এই এত সুন্দর একটা ঘ্রাণ ছিলো, ভেবে ছিলাম একটা ছবি তুলবো তবে তা আর হলো না।
![]() |
---|
তবুও মানুষের ভিড়ে দুই -এক টা ছবি তোলার চেষ্টা করেছি। পাশে দেখছিলাম একটা লোকের ফোন নিয়ে গিয়েছে, তবে কে নিয়েছে এটা যেন অসম্ভব। সেই ভয়ে আমিও আর ফোন বের করি নি, যদি একবার আমার ফোন টা নিয়ে যায় তাহলে তো আমি একদম শেষ। গিয়ে ছিলাম আসরের আযানের আগে দেখলাম মাগরিবের আজান পড়ে গিয়েছে, এরপরে বেশ অনেক টা সময় ছিলাম ঘুরে ঘুরে দেখছিলাম।
এরপরে, বাসায় আসতে আসতে প্রায় আট টা বেজে গিয়ে ছিলো। এত এত ঘোরাফেরা করার পরে বেশ ক্লান্ত লাগছিলো তাই, শরবত বানিয়ে খেয়ে কিছুটা সময় রেস্ট নিয়েছিলাম। এরপরে হাজব্যান্ড সবকিছু দেখে হিসাব করে বললো তার চার হাজার টাকা শেষ,,,,। প্রথমে আমি একটু মুচকি হেসে ছিলাম,,তবুও আমরা খুশি সবকিছু কেনাকাটা করতে পেরেছি।
সব মিলিয়ে খুব সুন্দর একটা দিন কেটেছে আজ।এরপরে রাতের খাবার খেয়ে নিয়ে ছিলাম রাতের খাবার খেয়ে, কিছু কাজ করে, থালা-বাসন পরিষ্কার করে, পোষ্টের জন্য বাকি যে লেখা টা ছিলো ও টা শেষ করলাম, এখন পোস্ট করে ঘুমিয়ে পড়বো।।।।
- সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
Hey sister. You have to write in English in this group. Everyone can understand if you write in English. So try to write in English. Thanks.. 😊😊