[Photo taken by smartphone: Redmi Note 9]
[Photo taken by smartphone: Redmi Note 9]
ফুল তুমি শুধু তোমার তুলনা,
ফুল তোমায় ছুঁয়ে দিলে রাগ করো না।
![]() |
---|
শুভ সন্ধ্যা, ফুলের রাজ্যে হারিয়ে গিয়েছিলাম আমি এবং আমার মেয়ে, আমি ফুল অনেক পছন্দ করি বেশ কিছুদিন ধরে আমি কোন ফটোগ্রাফির পোস্ট করি না ।আজ বিকেলে খুব মন চেয়েছিল একটু ঘুরতে যাই, আর আপনাদের সাথে কিছু সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করি, তাই আমি চলে এসে ছিলাম আমার ছোট্ট একটি ফুল বাগানের সেখানে বিভিন্ন ধরনের ফুল রয়েছে ,আমি এখানে গোলাপ ফুল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগিয়ে ছিলাম, আমি এখানে অনেক পদ্ম ফুলের চারা লাগিয়ে ছিলাম ,মাশআল্লাহ অনেক সুন্দর হয়েছে।
[Photo taken by smartphone: Redmi Note 9]
[Photo taken by smartphone: Redmi Note 9]
সাংসারিক হাজারো ব্যস্ততার মাঝে গাছ গুলোর তেমন কোনো যত্ন নিতে পারে না ,তবে একটু সময় পেলে আমি আমার বাগানে ছুটে যাই, বেশ কিছুদিন পরে আমি আমার বাগানে ঢুকেছে এবং বাগানের এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে যেটা দেখে সত্যিই আমি খুব খুশি হয়েছি ,আমার শ্বশুরের ফুল অনেক বেশি পছন্দ আমার সাথে সাথে তিনিও এই বাগানে অনেক যত্ন নিয়ে থাকেন,দুজনে মিলে বাগান টা খুব সুন্দর ভাবে যত্ন নিয়েছি, মাঝে মাঝে আমার শাশুড়িও হাত লাগিয়ে থাকেন এগুলো আমার কাছে খুব ভালো লাগে।
[Photo taken by smartphone: Redmi Note 9]
আজ বেশ কিছুদিন পরে বাগানে এসেছে এবং গোলাপ ফুলের সাথে দেখা হয়নি অনেক দিন, সাদা গোলাপ ফুল দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে,গোলাপ ফুল ফুটেছে আর ফুলগুলো যেন আমার দিকে তাকিয়ে আছে, আর আমায় ডাকছে আমি এতদিন কেন বাগানে আসিনি অভিমান করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে,কাছে গিয়ে আদর করে ভালোবাসা দিয়ে একটি সুন্দর করে ছবি তুলে নিলাম,কারণ আপনাদের মাঝে শেয়ার করব বলে।
[Photo taken by smartphone: Redmi Note 9]
আপনারা এই ছোট্ট পুকুর টা দেখছেন এটা আমার বাগানের ভিতর এই পুকুরে যে পদ্ম ফুল গুলো লাগিয়েছি এটা হচ্ছে আমি ঘুরতে গিয়েছিলাম,কলেজে বান্ধবীদের সাথে পদ্মবিল সেখান থেকে আমি চারা নিয়ে এসেছিলাম এবং সেই চারাগাছ এই পুকুর ভরে যাচ্ছে দিন দিন কাছে থেকে দেখতে এত বেশি ভালো লাগে, সেটা বলার বাহির মাশআল্লাহ অনেক গুলো ফুল ফুটেছে, ফুলগুলো দূরে থাকার কারণে ভালোভাবে তুলতে নি, কিন্তু দূর থেকেও দেখা যায় ফুলগুলো অনেক সুন্দর দেখাচ্ছে।
[Photo taken by smartphone: Redmi Note 9]
এটা হল অশোক ফুল গুলো থোকা থোকা হয়ে থাকে,এই ফুলের গাছ গুলো অনেক বড় হয়ে থাকে, একবার যত্ন করে বড় করে তুলতে পারলে অনেক পর্যন্ত বেঁচে থাকে,এই ফুলের পাতাগুলো অনেক বড় বড় হয়ে থাকে,এই ফুল গাছটার বয়স প্রায় এক বছর,ফুলের তোড়া বানানোর ক্ষেত্রে এই ফুলটা সবচেয়ে বেশি ভালো হয়ে থাকে।
[Photo taken by smartphone: Redmi Note 9]
এই ফুলের গাছটা আমার হাজব্যান্ড কোন এক বৃক্ষ মেলা থেকে কিনে নিয়ে আসছিল গাছটা খুব তাড়াতাড়ি বড় হয়ে থাকে এবং ফুলগুলো দেখতে অসম্ভব সুন্দর এই ফুল গাছটা খুব সাবধানে যত্ন নিতে হয় কারণ এই গাছটাতে রয়েছে অনেক কাটা তবে এই ফুল গাছটা যে কোন জায়গার সৌন্দর্য বাড়ায় ।
[Photo taken by smartphone: Redmi Note 9]
এই ফুলটা আমি আমার বাগানের গেটে লাগিয়ে ছিলাম এটাতে রয়েছে প্রচুর ভিটামিন এটা শরীরের জন্য খুব উপকারী একটি ফুল, এই ফুল দিয়ে প্রতিদিন চা তৈরি করে খেলে শরীরের ব্যথা কমে যায়,তাছাড়া এই ফুলটা ঘর সাজানো কাজের অনেক বেশি ব্যবহার করা হয়ে থাকে।
গোলাপ ফুলের উপকারিতা আমরা সবাই কম বেশি জানি তবে, নতুন করে আমি বলবো গোলাপের পাপড়িতে প্রচুর ভিটামিন সি রয়েছে, এটা ব্যথা, বা হজমের সমস্যার দূর করে থাকে,তাছাড়া ত্বকের কালচে দাগ দূর করে গোলাপ ফুল,এছাড়া এখানে আরো যে ফুলগুলো রয়েছে সেগুলো বিভিন্ন উপকারে থাকে।
[Photo taken by smartphone: Redmi Note 9]
ফুল আমরা অনেক কাজে ব্যবহার করে থাকি, প্রথমত বলবো পূজার কাজে ভুল ব্যবহার করা হয়, তাছাড়া ঘর সাজানো কাজ ফুল ব্যবহার করা হয়, বিয়ে বা কোন অনুষ্ঠানে ফুল ব্যবহার করা হয়ে থাকে,আমরা আমাদের প্রিয়জনকে ফুল উপহার দিয়ে থাকি তাদের খুশি করার জন্য,তাছাড়া ফুল মেয়েরা খোপা হিসেবে ব্যবহার করতে পারে তাই বলবো ফুল আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি।
[Photo taken by smartphone: Redmi Note 9]
আজ আমি আপনাদের মাঝে শেয়ার করেছি আমার বাগানের কিছু ফুলের ফটোগ্রাফি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজ আর লিখছি না, ভালো থাকুন,সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে ধন্যবাদ।