Photo edited by canva
আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।তবে খানিক টা মন খারাপ কারণ, আমার বাসার আশে পাশে সব ইউনিটে ভাবীরা দেশের বাড়িতে যাচ্ছে বেড়াতে, যেহেতু বন্ধের মাস চলে এসেছে,,কিন্তু আমি যেতে পারছি না,,।
![]() |
---|
আমার হাজব্যান্ড ছুটির কথা বলেছিল কিন্তুু হয়নি,তাই মনটা কিছুটা খারাপ তবুও খারাপ থাকলে তোমার সংসার ধর্ম থেমে থাকবে না, তাই সকাল থেকেই শুরু করছি। আজ সকাল টা শুরু করে ছিলাম গরম দুধ এবং বিস্কুট দিয়ে। আজ ঘুম থেকে ওঠার পরেই মনে হলো, কিছু খাওয়া প্রয়োজন,কারন খুদা অনুভব করছিলাম। তাই সবার আগে সকালের নাস্তা টা আমি করে নিয়েছি,,, অন্যদিকে হাসবেন্ড রেডি হয়ে গিয়েছিলো অফিসে যাওয়ার জন্য তাই তাকে গতকাল কে ভাত গরম করে দিয়েছি।
এরপর মেয়ে কে নিয়ে বসেছি বই পড়ানোর জন্য, বেশ খানিক টা সময় পড়ানোর পরে,আমি এবং আমার মেয়ে মিলে একটা চকলেট খেয়ে নিলাম , এই চকলেট টা আমার শাশুড়ি মা আমাদের বাসায় আসার সময় নিয়ে এসেছিলো,কিন্তুু খাওয়া হয়নি তাই আজ বের করে শেষ করে দিলাম। চকলেট আমার এত ভালো যে কেন লাগে,,, মাঝেমধ্যে তখন মেয়ের জন্য আনা চকলেট আমি খেয়ে ফেলি,, 😜
![]() |
---|
এরপরে আর সময় নষ্ট না করে সোজা চলে গিয়েছিলাম, রান্নাঘরে দুপুরে রান্নার জন্য, প্রথমে সবকিছু কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এর পরে রান্না শুরু করলাম আজ দুপুরে রান্না করেছিলাম গোল কপি , বা শাল গম যেটাই বলেন, আর তার সাথে ছিল ঢেঁড়স ভাজি আর কিছু রান্না করিনি কারণ, গত দিনের তরকারি কিছুটা ছিল বেশি রান্না করলে আবার থেকে যাবে,,।
দুপুরে রান্না-বান্না শেষ করে বারান্দায় রৌদ্র থাকা অবস্থায় গোসল করে নিলাম, কারণ, এই শীতের সময় গোসল শেষ করে রৌদ্রে বসতে কিন্তুু ভীষণ ভালো লাগে আমার। আপনাদের কেমন লাগে জানাতে পারেন। এরপরে রৌদ্রে বসে বসে মেয়ের গায়ে একটু ক্রিম লাগিয়ে দিলাম সাথে নিজেও নিলাম এরপরে জোহরের নামাজ আদায় করে নিলাম।
![]() |
---|
এর মাঝে আমার হাসবেন্ড আসলো, তাই তাকে সাথে নিয়ে দুপুরে খাওয়া-দাওয়া খেয়ে নিলাম। এরপরে খানিক টা সময় বিশ্রাম নিয়েছিলাম, এরপরে বিছানা ছেড়ে উঠে কয়টা লাড্ডু খেয়ে নিলাম, এই লাড্ডুগুলো আমি গতকাল রাতে তৈরি করেছিলাম। ভেবে ছিলাম একটু শক্ত হবে কিন্তু হলো না, আর শক্ত না হলে খেতেও ভালো লাগে না তাই তিন জনে মিলে খেয়ে নিলাম রেখে দিতে ইচ্ছা করছিল না।
এরপর হাজবেন্ড একটা ব্যাগ দিলো,অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিলো কিন্তুু আমি খেয়াল করিনি। এরপরে খুলে দেখলাম আমার এবং আমার মেয়ের জন্য কিছু জিনিস যার মধ্যে আমার মেয়ের আনা এই জুতা টা ছিলো,আমার মেয়ে জামা থেকে জুতা অনেক বেশি পছন্দ করে, দোকানে একবার ঢুকলেই হয় জুতা বাসায় যতই থাকুক তার একটা না একটা জুতা লাগবেই,,,।
![]() |
---|
এর মাঝে পাশের বাসার এক ভাবি আসলো, এবং সে আমাকে নতুন নাস্তা টা দিলো, এগুলো হচ্ছে ধুনিয়ার পাতা এবং বেসন দিয়ে ভাজা যেটা আমি আগে কখনো খাইনি,, নতুন ধরনের খাবার খেতে আমার ভীষণ ভালোই লাগে টেস্ট কেমন হয়,, এরপরে খেয়ে নিলাম বেশ ভালই লেগেছিলো আমার কাছে, এরকম দুই একটা বান্ধবী পাতালে মন্দ হয় না, মাঝেমধ্যে নতুন নতুন ধরনের খাবার খাওয়া যায় কি বলুন? তাই না।
![]() |
---|
এর মাঝে এই মাগরিবের আজান হলো, সাথে সাথে নামাজ আদায় করে , মেয়েকে পড়াতে বসলাম এবং পাশে বসে আমি কিছুটা সময় কোরআন শরীফ পড়লাম। এরপরে আমার আম্মুর সাথে কথা বললাম, এবং জানতে পারলাম আমার মেজো খালামণি ভ্যান থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে,, তবে এখন খানিক টা সুস্থ সবাই দোয়া করবেন তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন,,,
আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।।।।