The medicine I will tell you about today is Amalaki. It works very well for indigestion.
আজকে আমি যে ওষুধ সম্পর্কে আপনাদেরকে বলবো এটা হচ্ছে আমলকি। এটা কিন্তু অরুচির জন্য বেশ ভালো কাজ করে।
It is prepared according to M. Bhattacharya and Homeopathic Pharmacopoeia. Its instructions are that it is more effective in cases of symptoms such as unwanted hair loss on the face, dandruff, mouth sores due to vitamin C deficiency, blood cleansing, etc.
এটা এম ভট্টাচারিয়া এন্ড হোমিও ফার্মা কোপিয়া অনুযায়ী প্রস্তুত।এর নির্দেশনা হচ্ছে মুখে অরুচি চুল পড়া খুশকি সি এর অভাব জনিত কারণে মুখের ঘা রক্ত পরিষ্কার করা ইত্যাদি লক্ষণ হলে এটা বেশি কার্যকর হয় ।
Many times children do not want to eat any food. But after taking this medicine, the child starts eating again
অনেক সময় বাচ্চারা কোন খাবারই খেতে চাই না। এই ওষুধটা সেবন করলে কিন্তু বাচ্চার আবার খাওয়াদাওয়া শুরু করে।
If it is consumed by an adult, then two to three spoons should be taken two to three times a day, and if it is a child, then one teaspoon should be taken three times a day after meals.
এর সেবন যদি হল প্রাপ্তবয়স্ক যদি হয় তাহলে দুই থেকে তিন চামচ খাবে দিনে দুই থেকে তিনবার এবং যদি শিশু হয় তাহলে চা চামচ করে দিনে তিনবার খাবার খাওয়ার পরে সেবন করবে।
This medicine is called Amalaki Mother Tin Char. It is manufactured by Bangladesh Unison Homeo Laboratories Limited, Dhaka.
এই ওষুধটিকে কিন্তু আমলকি মাদার টিং চার বলা হয়। এটা কিন্তু বাংলাদেশ ইউনিসন হোমিও ল্যাবরেটরীজ লিমিটেড ঢাকা থেকে তৈরি করা হয়।
The amount of this medicine that I have presented to you is larger than 100 ml, the amount that I have given you is smaller. Overall, the results of this medicine are quite good.
আমি যেটা আপনাদের মাঝে তুলে ধরলাম এই ওষুধটির পরিমাণ হচ্ছে ১০০ এম এল এর থেকে বড় আমি আপনাদেরকে যেটা দিলাম এটা ছোট। সব মিলিয়ে এই ঔষধের ফলাফল কিন্তু বেশ দারুন