Every person living on earth lives in some kind of society. After the family, society is the next. That is why humans are called social creatures. No human being can move on this earth without the help of other humans. We have been seeing this since the primitive age. If it were not so, many people would have left the family attachment and gone to the forest to live alone. Then there would be no generational expansion, no increase in population. People with different thoughts live in our societies. Some people's thoughts do not exactly match others' thoughts. Everyone's thoughts are different.
With the passing of time, new issues are being created and are being created. On which differences of opinion begin between the people living in the society, which in my language I call difference of thought. Because of this difference of thought of people, factions begin among each other. Only because of this difference of thought, they have given priority to terrible losses like Russia, Ukraine, war. Difference of thought is a very good thing as well as a bad thing. All the clashes, fights, wars, factions, and violence that we see with our eyes are the result of difference of thought. Because of difference of thought, a cold war was created in the world. Because of difference of thought, one brother does not sit at the same table with another brother and eats, family conflicts begin. It takes a lot of time to stop this conflict.
Due to this difference in thinking in every country in the world, including our country, there is always a hostile atmosphere in the political arena. One does not hesitate to kill another because of the difference in thinking between one person and another.
What I like may not be good for you. What I call good, you may call bad. As humans, it is natural for each of us to have different opinions. For example, for those who are addicted to drugs or gambling, the taste of gambling or drugs seems completely unpleasant, but many of us cannot tolerate the smell of drugs or gambling. For example, the drugs and gambling that I mentioned, both love or hatred for these drugs or gambling come from differences in thinking.
Whether the results of differences in thinking are good or bad, it is still very necessary to have this difference. Because, because of differences in thinking, there have been so many discoveries in the world, including the terrible atomic bomb, the benefits or harms of which people have suffered, are suffering, and will continue to suffer.
"May the difference in every thought be used for the benefit of every living being on earth, including humans." I end here today with this hope.
পৃথিবীতে বিচরনকারী প্রতিটি মানুষ কোনো না কোনো সমাজে বাস করে৷পরিবারের পরই সমাজ।তাই মানুষকে সামাজিক জীব বলা হয়।এপৃথিবীতে কোনো মানুষ অন্য মানুষের সাহায্য ছাড়া চলতেই পারবে না।যেটা আমরা দেখে আসছি সেই আদিম যুগ থেকেই।যদি তাই না হতো তবে অনেক মানুষই পারিবারিক মোহ ছেড়ে জঙ্গলে গিয়ে একাকি বসবাস করতো।তখন আর প্রজন্মের বিস্তার ঘটতো না,বাড়তো না জনসংখ্যা।আমাদের সমাজগুলোতে বিভিন্ন চিন্তার মানুষ বাস করে। কারো চিন্তা অন্যের চিন্তার সাথে হুবহু মিলে না৷সবার চিন্তা আলাদা আলাদা।
দিন বদলের সাথে সাথে নতুন নতুন ইস্যু তৈরি হয় এবং হচ্ছে।যেগুলো নিয়ে সমাজে বাস করা মানুষগুলোর মধ্যে শুরু হয় মতপার্থক্য, যেটাকে আমার ভাষায় আমি বলি চিন্তার পার্থক্য। মানুষের এই চিন্তার পার্থক্যের কারণেই একে অপরের মধ্যে শুরু হয় দলাদলি।শুধু এই চিন্তার পার্থক্যের কারণেই রাশিয়া ইউক্রেন,যুদ্ধের মতো ভয়াবহ ক্ষতিকেই তারা প্রধান্য দিয়েছে।চিন্তার পার্থক্য যেমন খুব ভালো জিনিস তেমনি খারাপও বটে৷আমাদের চোখে যত হানাহানি, মারামারি,যুদ্ধ,দলাদলি,হিংসা পরিলক্ষিত হয় এসবই চিন্তার পার্থক্যের ফল।চিন্তার পার্থক্যের কারণেই পৃথিবীতে স্নায়ু যুদ্ধের সৃষ্টি হয়েছিল।চিন্তায় পার্থক্য থাকার কারণে এক ভাই আরেক ভাইয়ের সাথে এক টেবিলে বসে খাবার খায় না,চলে পারিবারিক কোন্দল। এই কোন্দল থামতে লাগে প্রচুর সময়।
আমাদের দেশসহ পৃথিবীর প্রত্যেকটা দেশেই এই চিন্তার পার্থক্য থাকার কারণে রাজনৈতিক প্রাঙ্গণে একরকম বৈরী আবহাওয়া বিরাজ করে সবসময়ই।একজনের সাথে আরেকজনের চিন্তায় মিল না থাকার কারণে একজন আরেকজনকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না।
আমার যেটা ভালো লাগে আপনার সেটা ভালো নাও লাগতে পারে।আমি যেটাকে ভালো বলি আপনি সেটাকে খারাপ বলতেই পারেন।মানুষ হিসেবে আমাদের মতামত একেক জনের একেক রকম হবে এটাই স্বাভাবিক।যেমন ধরুন, যারা মাদকসেবী কিংবা জুয়া খেলায় অভ্যাস্থ তাদের কাছে জুয়া কিংবা মাদকের স্বাদ একদম অমৃত মনে হয় অথচ আমরা অনেকেই মাদকের গন্ধ কিংবা জুয়া খেলা সহ্যই করতে পারি না। উদহারন হিসেবে যে মাদক এবং জুয়ার কথা বললাম, এই মাদক কিংবা জুয়ার প্রতি ভালোবাসা কিংবা ঘৃণা উভয়ই কিন্তু চিন্তার পার্থক্য থেকেই আসে।
চিন্তার পার্থক্যের ফলাফল ভালো হোক কিংবা খারাপ তবুও এই পার্থক্য থাকা খুব প্রয়োজন।কারণ,চিন্তার পার্থক্য ছিলো বলেই ভয়ানক পারমানবিক বোমাসহ পৃথিবীতে এত এত আবিষ্কার।যেগুলোর সুফল কিংবা কুফল মানুষেরা ভোগ করেছে, করছে এবং করবে।
"প্রতিটি চিন্তার পার্থক্য ব্যবহার হয় যেনো,মানুষসহ পৃথিবীতে বিচরন করা প্রতিটি জীবের কল্যাণে"।এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি।