আমরা এমন একটা জীবন সংসারে বসবাস করি যেখানে কখনো দুঃখ আছে আবার কখনো সুখ আছে। কেননা আপনি একটা জিনিস সবসময় খেয়াল করে দেখবেন যে এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে এবং প্রত্যেকটা মানুষের এক এক ধরনের জীবন যাপন করে। কোন মানুষের সঙ্গে আমরা কোন মানুষের তুলনা করতে পারিনা। কেননা এক একজন মানুষ এক এক ধরনের কষ্ট নিয়ে এই পৃথিবীতে বসবাস করে। আসলে আমাদের এই হাসি কান্না নিয়ে বেঁচে থাকাকেই আমরা আমাদের জীবনের একটা সঙ্গী করে নিয়েছি। কেননা আমরা যদি সারা জীবন যতই চেষ্টা করি না কেন উন্নতির দিকে ওঠার জন্য তবুও কিন্তু আমরা পারিনা কেননা আমরা নিচু পরিবারে জন্মগ্রহণ করেছি এবং এই দেশের সকল সুযোগ সুবিধা আমাদের জন্য নয়।
আসলে এই পৃথিবীতে যারা দুঃখকে সঙ্গী করে নিতে পারে একমাত্র তারাই কিন্তু জীবনে সুখের দাবিদার। আসলে অনেকে মনে করে যে এই জীবনে যেহেতু কোন সুখ নেই তাহলে এই জীবনের কোন মূল্য নেই। কিন্তু আমার কাছে মনে হয় যে এই কথাটা সম্পূর্ণ একটা ভুল কথা। কেননা হাসি কান্না নিয়ে হলো আমাদের জীবন। আর এই জীবনে যদি আমরা সব সময় হাসতে চাই অর্থাৎ সুখে শান্তিতে থাকতে চাই তাহলে কিন্তু আমরা কখনোই পারবো না। আসলে মানুষ একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে যাওয়ার জন্য তাদেরকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হয়। যদিও মানুষের কাজের ভিতরে বিভিন্ন ধরনের পার্থক্য রয়েছে। কেননা কেউ যদি পরিশ্রম করে ভালো কাজের পিছনে তাহলে তারা জীবনের সুখ অর্জন করবে আর কেউ যদি খারাপ কাজের পিছনে ঘুরে বেড়ায় তারা কখনো সুখ অর্জন করবে না।
আসলে কাজটা কিন্তু আপনার। আর আপনাকে বেছে নিতে হবে আপনি ভাল কাজ করবেন কিনা খারাপ কাজ করবেন। এই পৃথিবীতে একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখি যে কিছু কিছু মানুষ আছে যাদের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খারাপ ঘটনা ঘটে যায়। অর্থাৎ যারা জীবনে ভালো কাজ করে ভালো কিছু পাওয়ার আশা করে তারাই কিন্তু সেই ভালো কিছু না পেয়ে বরং খারাপ কিছু পেয়ে যায়। আসলে এই সমাজে আমরা একটা জিনিস দেখতে পাই যে সমাজে যার যত বেশি টাকা রয়েছে সে কিন্তু তত বেশি সম্মান পায় এবং সে উপরের দিকে সহজে উঠতে পারে। যদিও তাদের মেধাগত কোন যোগ্যতা না থাকে তবুও তারা কিন্তু এইসব মেধাবী নিচু শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অপেক্ষা অনেকটা এগিয়ে থাকে। আসলে এই জিনিসটা ভাবলেই আমাদের কেমন যেন খারাপ লাগে।
তবু কিন্তু আমরা এই জীবন সংসারকে নিজেদের মতো করে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। আসলে এই ঘটনাগুলো ঘটতে ঘটতে কিন্তু আমরা অনেকটা সয়ে গেছি এই সমাজের সাথে। কিন্তু আমরা একটা জিনিস সবসময় চেষ্টা করি যাতে করে আমাদের জীবনটা একটু ভালোর দিকে পরিবর্তন হয়। আসলে এই হাসি কান্না নিয়ে বেঁচে থাকার নামই কিন্তু জীবন। আর এই জীবনটাকে আমরা সত্যিই সবাই মিলে উপভোগ করতে চাই ভালো কাজের মধ্য দিয়ে। কেননা খারাপ কাজের মধ্য দিয়ে জীবনকে কখনো উপভোগ করা যায় না এবং জীবনে আপনি খারাপ কাজের মধ্য দিয়ে যতই অর্থ উপার্জন করুন না কেন আপনি কখনো জীবনে প্রকৃত সুখ পাবেন না। তাইতো এই জীবন সংসারে কোন কিছু লোভ না করে আমরা সব সময় ভালোর দিকে যাওয়ার চেষ্টা করব এবং মিলেমিশে থাকারও চেষ্টা করব।
X promotion
https://x.com/tasin43/status/1890354102988644694