আমার কাছে মনে হয় যে এই পৃথিবীতে মানুষ যেখানেই বসবাস করুক না কেন সব থেকে শান্তি কিন্তু গ্রামের ভিতরে পাওয়া যায়। অর্থাৎ যারা গ্রামীণ জীবন যাপন করে তারাই জীবনটাকে সম্পূর্ণরূপে উপভোগ করতে পারে এবং মিলেমিশে একসঙ্গে থাকতে পারে। কেননা গ্রামের মানুষের মধ্যে সরলতা অনেক বেশি কাজ করে এবং তারা কোন কাজ করতে গেলে সবাই মিলেমিশে সেই কাজটি করার চেষ্টা করে। এখনো আপনারা যখন গ্রামের দিকে কখনো ঘুরতে যাবেন তখন দেখতে পাবেন যে গ্রামের লোকেরা সবাই মিলেমিশে একসঙ্গে বিভিন্ন ধরনের কৃষিকাজ করে এবং বিকালে সবাই এক জায়গায় বসে আড্ডা দেয়। আসলে গ্রামের মানুষ গুলোর মন সবসময় সহজ-সরল হয় এবং তাদের ভিতরে এত বেশি জটিলতা কখনোই থাকে না।
একটা জিনিস আমরা শহরের মানুষের মধ্যে দেখতে পাই সেটি হল স্বার্থপরতা। কেননা শহরের মানুষগুলো সব সময় নিজেদের মতো করে বেঁচে থাকার চেষ্টা করে এবং কেউ কখনো কাউকে কোন সাহায্য করে না। শুধুমাত্র তারা নিজেদের মতো একাকী চলার চেষ্টা করে। এছাড়াও কেউ যদি কোন ধরনের বিপদে আপদে পড়ে তাহলে কেউ তাকে সেই বিপদ থেকে উদ্ধার করে না। কিন্তু গ্রামের দিকে যদি কেউ কখনো কোন ধরনের সমস্যায় পড়ে তাহলে সেই সমস্যা সমাধানের জন্য পুরো গ্রামের লোক এক জায়গায় জড়ো হয়ে যায়। তাদের এই জিনিসগুলো দেখলে সত্যিই আমাদের খুব ভালো লাগে। কেননা গ্রামের মানুষেরা আধুনিকতার ছোঁয়া না পেলেও তারা কিন্তু সভ্যতার দিক থেকে সবথেকে বেশি ভদ্র মানুষ।
শুধুমাত্র শিক্ষিত হলেই যে এই পৃথিবীতে ভদ্রলোক হওয়া যায় এমন কোন কথা নেই। গ্রামের মানুষেরা তারা বছরের বিভিন্ন সময়ে গ্রামে বিভিন্ন ধরনের উৎসবের মেতে থাকে। আসলে প্রাচীনকাল থেকে বিভিন্ন ধরনের প্রথা এবং উৎসব চলে আসছে যেগুলো শহরে মানুষেরা কখনো উপভোগ করতে পারে না। কিন্তু গ্রামের মানুষের এক জায়গায় জড়ো হয়ে সবাই মিলেমিশে সেই অনুষ্ঠান করে এবং সেই অনুষ্ঠানে সবাই অনেক বেশি আনন্দ করে। এ পৃথিবীতে মানুষ শুধুমাত্র একটা জিনিসের জন্য এত কঠোর পরিশ্রম করে। আর সেটি হল সামান্য একটু ভালো থাকা। কিন্তু গ্রামের মানুষেরা যতই কষ্টে থাকুক না কেন তারা কিন্তু যা পায় তাই দিয়েই সব সময় সন্তুষ্ট থাকার চেষ্টা করে। আর এর ফলে তাদের জীবনে যতই অভাব আসুক না কেন তারা সেই অভাব টাকে মানিয়ে নিয়ে আনন্দে থাকার চেষ্টা করে।
আর এজন্য আমার আর এই শহরে জীবন কখনোই ভালো লাগেনা। এই শহরে জীবনে শুধুমাত্র ইট পাথরের দেয়ালের মধ্যে রয়েছে পাথরের মতো শক্ত মানুষের হৃদয়। আসলে এই হৃদয়ে ভালোবাসার কোন জায়গা নেই। তাই আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবো যে এই পৃথিবীতে যা কিছুই হয়ে যাক না কেন আমরা গ্রামীণ মানুষের মতো জীবন যাপন করার চেষ্টা করব। কেননা গ্রামীন জীবন যাপনে সবথেকে আসল শান্তি লুকিয়ে থাকে। আর এজন্য কখনো যদি সময় পান তাহলে একবার গ্রামে ঘুরে আসবেন এবং গ্রামের মানুষের সঙ্গে একটু কথাবার্তা বলে আসবেন। আমার মনে হয় যে এর থেকে শান্তি আর আপনি কোথাও খুঁজে পাবেন না। আর আমার কাছে গ্রামীণ জীবনকে স্বর্গ সুখ মনে হয়। তাইতো আমি যেন বারবার এই গ্রামীন জীবনে জন্মগ্রহণ করতে পারি।
X promotion
https://x.com/tasin43/status/1891106427764084779