বিভিন্ন দিবসে বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা আমাদের দেশের মানুষের এক প্রকারের রীতিই বলতে পারেন।এই ধরুন,বিভিন্ন স্কুল কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী কিংবা মৃত্যুবার্ষিকীতে রচনা প্রতিযোগিতা,১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন খেলার প্রতিযোগিতার আয়োজন কিংবা সমসাময়িক বিষয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।এসব প্রতিযোগিতার আয়োজনে বিজয়ীদের জন্য থাকে ভিন্ন ভিন্ন পুরষ্কার।
গতবছর আমাদের ভার্সিটিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিল আমাদের বিবিএ ডিপার্টমেন্ট। যে প্রতিযোগীতায় খেলার তালিকায় ছিলো বেশ কয়েকটি খেলা।যেমনঃব্যাডমিন্টন,ক্যারাম,লুডু,টেবিল টেনিস ইত্যাদি এই খেলাগুলোর মধ্যে আমার পছন্দ ছিলো ব্যাডমিন্টন,খেলায় লড়েও ছিলাম, তবে শেষ অব্দি টিকে থাকতে পারিনি,আমার ক্লাসমেট এক বন্ধুর কাছে হেরেছিলাম। শেষ পর্যন্ত খেলায় অংশ নেয়া অন্যান্য প্রতিযোগীদের সাথে লড়ে বিজয়ী হয়েছিলো আমার সেই বন্ধুই।সে যখন বিজয়ী হলো তখন তাকে পুরষ্কার দেয়া হয়েছিলো ম্যালামাইনের এর বড় একটি গামলা।
বিষয়টি কেনো জানি আমার কাছে একরকম খটকা লেগেছিলো, কোনো প্রতিযোগীতায় বিজয়ীদের জন্য বরাদ্দ গামলা, এআবার কেমন পুরষ্কার...?আমার মতে কোনো প্রতিযোগিতায় এমন পুরষ্কার একদমই কাম্য নয়।কারণ এমন পুরষ্কারের তো কোনো সাইড ইফেক্ট নেই, এটা শুধু শোকেসে সাজিয়ে রাখার একটি বস্তু মাত্র।যার ব্যবহার তুলনামূলকভাবে খুবই কম। তার চেয়ে যদি যেকোনো প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বই কিংবা গাছ হতো তাহলে কতই না ভালো হতো।বই পড়ে জ্ঞান আহরন করতে পারতো আর গাছ লাগিয়ে প্রকৃতিতে অক্সিজেনের সরবরাহ বাড়াতে ভূমিকা রাখতো।
pexels-nappy-936133.jpgsrc
pexels-anna-shvets-5830975.jpgsrc
এর আগে এমনভাবে কখনই ভেবে দেখিনি। এখন আমার ভাবনায় কেনো জানি পরিবর্তন এসেছে,যা আগে ঠিক মনে করতাম তা এখন ভূল মনে হয়, বিপরীতে যা আগে ভূল মনে করতাম তা এখন ঠিক মনে হয়।আমার খুব ইচ্ছে হয় যেকোনো বিষয়ে বড়সড় একটা প্রতিযোগিতার আয়োজন করতে,যেখানে প্রথম পুরষ্কার থাকবে বই ও গাছ,দ্বিতীয় পুরষ্কার থাকবে বই ও গাছ, তৃতীয় পুরষ্কারও থাকবে বই ও গাছ। এই বই ও গাছকেই আমি যেকোনো প্রতিযোগিতার বিজয়ীদের জন্য শ্রেষ্ঠ পুরষ্কার বলে মনে করি।শুধু প্রতিযোগিতার মাধ্যমেই নয়,যেকোনোভাবে মানুষের হাতে হাতে বই এবং গাছ পৌঁছে দিতে চাই, জানিনা আমার এস্বপ্ন পূরণ হবে কিনা তবে আমি আমার চেষ্টায় কোনো কমতি রাখবো না।
সবার কাছে আমার উদাত্ত আহ্বান,সকল প্রতিযোগিতায় গাছ এবং বইকেই পুরষ্কার হিসেবে অগ্রাধিকার দেয়া হোক।তাহলে মানুষের পুথিগত বিদ্যা বাড়বে। এবং এপ্রকৃতি সাজবে নতুনরূপে।বই ও গাছই হবে সবার জন্য শ্রেষ্ঠ পুরষ্কার। বাস্তব দুনিয়ায় যদিও পুথিগত বিদ্যার কোন মূল্য নেই তবুও একটু মানুষের জ্ঞান বাড়বে,অনেক অজানা বিষয় জানতে সক্ষম হবে।এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি।
X promotion
https://x.com/tasin43/status/1889255688670687425