Touchscreen

in blurt-1787181 •  20 days ago 

The greatest gift from the discovery of science is the eight, ten inch or even larger touchscreen technology that you and I use. Which we know as mobile phones or cellphones in our language. It is needless to say how beautifully this device has brought the whole world into our hands.

AmRc67RgYaWTCbCd1L4AQP82AFWYYzZC15DpSZWeSYgzVNECuScMeCBAbqYFoFoLHDQgBcWoVoaJzLEmXFnJo8hfmVmz7rSnNgstCRuYuAhQkt5F3X24Rtk5ciPTWTNXnmjYDydfRdw39Uz6L8t2wiVn2LoWi2qk.jpegsource

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnqCprQ3so6aa7VG65j6TZbMRaETmxKGh5Hb6RJYyt9PfEnUX8iqzGvGGmL6BvtpHkQbEdrCpFEN6hoZHTaX1QFfffWhi95BA8iHC4JAJ.jpegsource

We can easily get an idea of any place in the world, in an instant. Overall, this touchscreen has made people's lives easier. Its versatile functionality has made it popular all over the world. After the launch of this technology, some backdated devices have come to life. Such as phones, TVs, VCRs. Although many movies have been affected by it, it has been very serious. Due to which the authorities have declared the closure of almost all the cinema halls in our country, except for a few cinema halls.

Some devices have collapsed in such a way that they could no longer stand on their feet. For example, the 90s game monitors, CDs, etc. Currently, there is only a short time left for the computer to take its place. Although touchscreen technology is more expensive, it has been widely recognized since the beginning due to its ease of use and various features.

Two or three years ago, when the whole world was affected by the Corona pandemic, the educational and official activities of every country in the world were at a standstill, then thanks to the internet, this touchscreen technology showed the light of hope to the whole world. It was possible to do educational activities and all official work online while keeping offline activities closed. So at that time, its demand increased manifold.
pexels-alex-andrews-821754.jpgsrc
My discussion above may have highlighted the various benefits of touchscreen technology. But I don't know why, even after enjoying so many benefits, I am not satisfied. Because, despite making various developments through this technology and increasing virtual connectivity between people, it has reduced the real relationship between people. Because of which the playgrounds are now deserted.
pexels-shahriar-asif-14399570.jpgsrc
Now all friends can no longer be found together, even if they can be found, touchscreen technology is given more priority in story chats. This is the usual photo taking, net scrolling, etc. Due to which the chats are losing their reality, and are disappearing day by day. Most of our relationships are now technology or device-dependent.

In the past, when a relative or friend was sick, they would visit him at home with fruits or food. But now, when we hear about someone's illness, we pray for them online, just think about it....! Touchscreen technology has fundamentally created distance between people while increasing connectivity and it is increasing... I don't know if we have a way out of this situation...!

বিজ্ঞানের আবিষ্কার হতে প্রাপ্ত সবচেয়ে বড় উপহার আপনার আমার ব্যবহার করা আট, দশ ইঞ্চি কিংবা তার চেয়েও বড় টাচস্ক্রীন প্রযুক্তি। যেটাকে আমরা আমাদের ভাষায় মোবাইল ফোন কিংবা সেলফোন হিসেবে জানি৷ কত সুন্দরভাবে পুরো বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে এই ডিভাইস তা আর বলার অপেক্ষা রাখে না।

আমরা যে কেউ চাইলেই খুব সহজে পুরো বিশ্বের যেকোনো স্থান সম্পর্কে ধারণা পেতে পারি, নিমিষেই। সবমিলিয়ে জনমানবের জীবনকে সহজ করে দিয়েছে এই টাচস্ক্রীন।এর চতুর্মুখি কর্মগুণে এর পরিচিত কিংবা জনপ্রিয়তা সারা বিশ্বব্যাপী। এই প্রযুক্তি লঞ্চ হওয়ার পর ব্যাকডেটেড কিছু ডিভাইসের জীবনে নেমে এসেছে ধস। যেমন ধুরুন, টিভি, ভিসিআর।অনেক সিনেমা হলেও এর প্রভাব পড়েছে একদম মারাত্মকভাবে। যার কারনে আমাদের দেশের প্রায় সব সিনেমা হলই বন্ধ ঘোষণা করেছে হল কর্তৃপক্ষ,কতিপয় কিছু সিনেমা হল ছাড়া৷

কিছু কিছু ডিভাইসে এমনভাবে ধস নেমেছে যেগুলো আর পা খারা করতে পারেনি৷ যেমন, ৯০ এর দশকের গেমস মনিটর, সিডি ইত্যাদি। বর্তমানে কম্পিউটারের জায়গাও দখল করতে আর খানিক সময় বাকি মাত্র।টাচস্ক্রীন প্রযুক্তি দামে বেশি হলেও এর ব্যবহার পদ্ধতি সহজ এবং নানাবিধ গুণাবলির কারণে এটি শুরু থেকেই সর্বজন স্বীকৃত।

এইতো বছর দু-তিনেক আগে পুরো বিশ্ব যখন করোনা মহামারীতে আক্রান্ত হয়ছিলো,তখন সারা বিশ্বের প্রতিটি দেশের শিক্ষা কার্যক্রম এবং অফিসিয়াল কার্যক্রম স্থবির পরেছিলো তখন ইন্টারনেটের বদৌলতে এই টাচস্ক্রীন প্রযুক্তি পুরো বিশ্বকে দেখিয়েছিলো আশার আলো।অফলাইন কার্যক্রম বন্ধ রেখে অনলাইনে করা সম্ভবপর হয়েছিলো শিক্ষা কার্যক্রম এবং অফিসিয়াল সকল কাজ৷। তাই ওই সময়টাতে এর চাহিদা বেড়ে গিয়েছিলো বহুগুণে।
pexels-alex-andrews-821754.jpgsrc
আমার উপরের আলোচনায় হয়তো টাচস্ক্রীন প্রযুক্তির নানাবিধ উপকার উঠে এসেছে। কিন্তু আমি কেনো জানি এত এত উপকার ভোগ করার পরেও স্যাটিসফাইড না। কারণ, এই প্রযুক্তি দ্বারা নানাবিধ উন্নয়ন সাধন এবং মানুষে মানুষে ভার্চুয়াল কানেক্টিভিটি বাড়ালেও,হ্রাস করেছে মানুষের সাথে মানুষের বাস্তবিক সম্পর্ক।যেকারণে খেলার মাঠগুলো এখন জনশূন্য।
pexels-shahriar-asif-14399570.jpgsrc
এখন সব বন্ধুদের আর একসাথে পাওয়া যায় না,পাওয়া গেলেও গল্পের আড্ডাগুলোতে টাচস্ক্রীন প্রযুক্তিকেই বেশি প্রাধান্য দেওয়া হয়।এই ধরুণ ছবি তোলা, নেট স্ক্রোলিং ইত্যাদি। যার কারণে আড্ডাগুলো তার রিয়েলিটি হারিয়ে ফেলছে, এবং দিন দিন বিলীন হয়ে যাচ্ছে । আমাদের অধিকাংশ সম্পর্কগুলোই এখন প্রযুক্তি কিংবা ডিভাইস নির্ভর হয়ে পড়েছে।

আগেকার দিনে যখন কোনো আত্মীয় কিংবা বন্ধু অসুস্থ হতো তখন ফল কিংবা পথ্য নিয়ে তাকে বাসায় গিয়ে দেখে আসা হতো। কিন্তু এখন কারও অসুস্থতার কথা শুনলে তাকে অনলাইনেই দোয়া করে দেওয়া হয়, ব্যাপাটা কেমন, একবার ভাবুনতো.....!টাচস্ক্রীন প্রযুক্তি মানুষের মধ্যে কানেক্টিভিটি বাড়াতে গিয়ে মৌলিকভাবে দূরত্ব সৃষ্টি করেছে এবং তা বাড়ছেই..।জানিনা এ অবস্থা থেকে পরিত্রাণের উপায় আমাদের আছে কিনা....!

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!