চাষীদের জীবন।

in blurt-1787181 •  7 hours ago 

আসলে বাংলার চাষীদের জীবন অনেকটা বেশি কষ্টের হয়ে থাকে। আমার কাছে মনে হয় যে এই পৃথিবীতে যারা সৃষ্টি তাদের অর্থ সব থেকে বেশি হওয়ার কথা। কেননা এই চাষী শ্রেণীর লোকেরা কখনো অন্য মানুষদের উপর নির্ভরশীল নয়। অর্থাৎ অন্য মানুষগুলো সব সময় এই মানুষদের উপর নির্ভরশীল। বাংলার চাষীরা যদি ফসল উৎপাদন না করত তাহলে দেশের মানুষ না খেয়ে মরে যেত। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের দেশে সর্বোচ্চ মর্যাদা এই চাষী শ্রেণীর লোকেদের দিতে হবে। কেননা তাদের জন্য আমরা তিন বেলা ভাত খেতে পারছি এবং বিভিন্ন ধরনের সবজি খেতে পারছি। একটা জিনিস ভাবুন তো তারা যদি আজ ফসল উৎপাদন বন্ধ করে দেয় তাহলে কাল ফসলের কি অবস্থা হবে।

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5qoT8wfnrKbMQu58fPq8ikbcr9vGcmyjohZG4CEbA4ifay4fe32qvbvLLtANjc8sR1HtLk4zvk3WxbyjqHozUGna7yS4mcNoL65VCrvd1FisgxL6.jpegsource

istockphoto-1950529954-612x612.jpgsource

istockphoto-2171217253-612x612.jpgsource

অর্থাৎ এর ফলে দেশে দুর্ভিক্ষ দেখা দেবে এবং উঁচু শ্রেণীর সব লোকেদের বেঁচে থাকা অনেক বেশি কঠিন হবে। যদিও এক এক শ্রেণীর লোকেরা দেশের উন্নতির জন্য এক এক ধরনের কাজ করে। কারো কাজের সঙ্গে আমরা কখনো অন্য কারো কাজের কোন তুলনা করবো না। আসলে বর্তমানে বাংলার চাষীরা সব থেকে বেশি কষ্ট জীবন কাটায়। তারা আমাদের জন্য এত ফসল উৎপাদন করেও তারা তাদের সংসারে ভালোভাবে অর্থের যোগান দিতে পারে না। অর্থাৎ যারা ফসল উৎপাদন করে তারাই নাকি না খেয়ে দিন কাটায়। আসলে এই জিনিসটা সত্যিই আমাদের অবাক করে ফেলে। কেননা এই বাংলার কৃষকেরা সারা বছর মাথার ঘাম পায়ে ফেলে মাঠে সোনার ফসল ফলানোর জন্য প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে থাকে।

কিন্তু কিছু কিছু খারাপ শ্রেণীর লোকেদের জন্য এই বাংলার কৃষকেরা তাদের ফসলের ন্যায্য দাম কখনো পায় না। আর এর ফলে তারা সারা বছর ফসলের পিছনে যে অর্থ ব্যয় করে সেই অর্থের অর্ধেক অর্থ তারা কখনো সেই ফসল বিক্রি করে ঘরে আনতে পারেনা। আর এজন্য তারা প্রতিবছর খুব কষ্টের মাধ্যমে দিন কাটায়। আসলে এই জিনিসটার দিকে অবশ্যই দেশের সরকারকে নজর দিতে হবে। কেননা দেশের সরকার যদি এইসব চাষীদের পাশে না দাঁড়ায় তাহলে কিন্তু চাষীরা আস্তে আস্তে করে তাদের ফসল উৎপাদনের হাত দিন দিন কমিয়ে ফেলবে। আর এর ফলে প্রতিবছর দ্বিগুণ হারে ফসলের দাম বৃদ্ধি পাবে এবং আমরা বাজার থেকে যেসব সবজি এবং খাদ্যদ্রব্য কিনে খায় তার দামও দ্বিগুণ হারে বাড়তে থাকবে।

একটা সময় থাকবে যে মানুষ কোন খাবারের জন্য লড়াই করবে। আর এইসব কথা বিবেচনা করে দেশের সরকারকে অবশ্যই এইসব বাংলার চাষীদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। আর এভাবে চাষিরা যদি মানুষের সাহায্যের হাত একবার পায় তাহলে কিন্তু তারা আরো অনেক পরিমাণ ফসল ফলাতে তারা ব্যস্ত থাকবে। এজন্য প্রতিবছর সরকার দেশের কৃষকদের জন্য বিনামূল্যে বিভিন্ন ধরনের খাদ্যশস্য দিয়ে থাকে। আসলে চাষাবাদের ক্ষেত্রে যেসব যন্ত্রপাতির প্রয়োজন হয় সেগুলো কিন্তু সরকার থেকে এসব চাষীদের বিনামূল্যে দেয়া হয়। এজন্য আমরা সব সময় চাষীদের সম্মান করবো এবং কেউ যদি এই চাষীদের ঠকানোর চেষ্টা করে তাহলে আমরা এর প্রতিবাদ অবশ্যই করবো।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!