Foresight

in blurt-1787181 •  3 days ago 

Our arrival on earth was not by our will and our departure from this earth will not be by our will either, everything will be by the will of the Master. If we come to this earth and want to leave as we wish, then that will be the biggest sin. The only way to do so is suicide. Which is considered a great sin in all religions of the world. We came to this earth by the will of the Master, and we will leave this earth again when the Master wants. But none of us can say exactly when someone will die. But this is the eternal truth that we will leave.

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnprPrRGaT8Vdy1xwTRLnRWPuX5Z5YJvrM95PF84eHEpfRVPXrYmqLPyoNc7yeXWxLSa8EjmDn8MWsM39bz54pywFPDuxzwh4EZw9Hkzr.jpegsource

EEEoA8oLaAxsTkPYAARp78o5cJA1o6Chv9x98TzCFT6v5Gu37WmvFwzQRHJF82KuFs3z6y3SEmdUquFGFkMfv8BAmvTVx1WthjyQdrnuueUnE3nsDTfaiwXmAFyTDvVn3DEC5sNxmx6qQVJHEDdVG.jpegsource

The Great Wall of China , the world's largest wall, has been built for about two thousand years.
pexels-zhanqun-cai-7897564.jpgsrc
There are many people behind the construction of this wall. Did the person who first started the construction of the structure live to the end...? No. How many hundreds of people have passed through this way in two thousand years is beyond calculation. If you are born, you will die, this is the eternal true law of the world. It is proven from the above example.

We come to this world for a few days and get caught up in the glitter, the illusion, the power. We forget that we are not eternal, we have to return to the Lord after a certain time. This simple statement is understandable to many and not understandable to many. The world is not eternal for anyone. Having gained power for a few moments, we misuse it, we do not hesitate to oppress others to expand our dominance. When the opinion of others does not match our own, we try to suppress them in various ways. Especially, we forget the one who placed us in the high seat of power. The modest power of the world builds a great wall between the Lord and us. None of us can afford to ignore the gift of the Lord in any way.

Look, your creator, the Lord, is telling you, I am making you educated. You become educated, think about the technology created by humans, do research. You don't have time to think about the technology that I have fitted inside you. You have seen the eyes, have you not even once considered how the technology fitted inside you works.

Think about it, the power of the eyes that you or I have been given by your Lord to observe everything in the world, if put together, would be equal to the power of millions of cameras in the world...?
pexels-engin-akyurt-1458422.jpgsrc
To handle so many megapixel eyes, you don't need thousands of kilometers of wires or charged batteries. Yet it runs continuously, never getting tired. I am talking about just one organ of our body. If we talk about all of them together, day after day, night after night, yet the story will never end.

We must be careful that no worldly delusion can keep us oblivious to the great Lord who has bestowed so much upon us.

That's it for today.

পৃথিবীতে আমাদের আগমন আমাদের ইচ্ছাতে হয়নি এবং এপৃথিবী থেকে আমাদের প্রস্থানও আমাদের ইচ্ছামতো হবে না, সব হবে মালিকের ইচ্ছায়। আমরা যদি পৃথিবীতে এসে নিজেদের ইচ্ছেমতো বিদায় নিতে চাই, তবে সেটা হবে সবচেয়ে বড় পাপ। যার একমাত্র মাধ্যম আত্মহত্যা। যেটা পৃথিবীর সকল ধর্মে মহাপাপ হিসেবে বিবেচিত৷ মালিকের সদিচ্ছাই আমরা পৃথিবীতে এসেছি, মালিক যেদিন চাবেন আবার এপৃথিবী থেকে চলে যাবো৷ তবে কখন কার মৃত্যু হবে তা আমরা কেউই সঠিক করে বলতে পারবো৷ তবে চলে যে যাবো এটাই চিরন্তন সত্যি।

চীনের Great wall of the world অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় প্রাচীর নির্মাণ হয়েছে প্রায় দুই হাজার বছর ধরে।
pexels-zhanqun-cai-7897564.jpgsrc
এই প্রাচীর নির্মাণের পিছনে রয়েছে বহু মানুষের হাত৷যিনি প্রথম স্থাপনা নির্মাণ শুরু করেছিলেন তিনি কি শেষ অব্দি বেঁচে ছিলেন...? না। এভাবে দুই হাজার বছরে যে গত হয়েছেন কত শত মানুষ, তা হিসাব বহির্ভূত। জন্মিলে মরিতে হবে এটি পৃথিবীর চিরন্তন সত্য নিয়ম। উপরের উদাহরণ থেকে তা প্রমাণিত।

পৃথিবীতে সামান্য কয়টাদিন বেড়াতে এসে আমরা জড়িয়ে যাই দুনিয়ার চাকচিক্যে, মোহ,ক্ষমতায়৷ আমরা ভূলেই যাই আমরা চিরঞ্জীব না, নির্দিষ্ট একটি সময়শেষে আবার ফিরতে হবে রবের কাছে৷এই সহজ কথাটা অনেকের কাছে বোধগম্য আবার অনেকের কাছে বোধগম্য নয়৷ পৃথিবী কারও জন্যই চিরদিনের নয়। কয়েক ক্ষণকালের ক্ষমতা পেয়ে আমরা ক্ষমতার অপব্যবহার করি, নিজেরদের আধিপত্য বিস্তার করার জন্য অন্যজনের উপর জুলুম অত্যাচার করতে দ্বিধাবোধ করি না৷নিজেদের মতের সাথে অন্যের মত না মিললে তাকে নানান কায়দায় দমিয়ে রাখার চেষ্টা করি৷ বিশেষ করে যিনি আমাদের ক্ষমতার উচ্চ আসনে বসালেন আমরা তাকেই ভূলতে বসি। দুনিয়ার সামন্য ক্ষমতা রব ও আমাদের মধ্যে মহাপ্রাচীর গড়ে তোলে। কোনোভাবেই রবের দানকে উপেক্ষা করার সাধ্য আমাদের কারোর নেই।

ধরুণ,আপনার সৃষ্টিকর্তা রব আপনাকে বলছে, তোকে শিক্ষিত বানাইছি।তুই শিক্ষিত হয়ে মানুষের সৃষ্টি করা প্রযুক্তি নিয়ে ভাবিস,গবেষণা করিস। আমি যে প্রযুক্তি তোর মধ্যে ফিট করেছি সেটা নিয়ে ভাবার সময় তোমার হয়না৷তোকে চক্ষু দেখা হয়েছে, তুই কি একবারও খেয়ার করিস না তোর ভিতরে ফিট করা প্রযুক্তি কিভাবে চলে।

একবার চিন্তা করুণ, আপনার রবের দেওয়া যে চোখ দিয়ে আপনি কিংবা আমি জগতের সবকিছু অবলোকন করি সেই চোখের পাওয়ার দুনিয়ার কত কোটি ক্যামেরা একসাথে করলে তার সমান হবে...?
pexels-engin-akyurt-1458422.jpgsrc
এত মেগাপিক্সেলের চোখ সামলাতে না লাগে হাজার হাজার কিলোমিটারের তার, না লাগে চার্জযুক্ত ব্যাটারি। অথচ এটা চলছেই অবিরামভাবে, কখনও একটু ক্লান্তও হয় না। এটাতো বল্লাম শুধু আমাদের শরীরের মাত্র একটা অর্গান সম্পর্কে। সব একসাথে বলতে গেলে দিনের পর দিন চলে যাবে রাতের পর রাত চলে যাবে তবুও বলা শেষ হবে না।

যে মহান রব আমাদের এত কিছু দান করেছেন, দুনিয়ার কোনো মোহ যেনো আমাদের তার থেকে গাফেল করে না রাখতে পারে সেদিকে খেয়াল রাখা চাই।

আজ এপর্যন্তই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!