Failure story

in blurt-1787181 •  24 days ago 

Failure is something that tries to stop people completely. There are different types of people in this world who are constantly trying to do different things. If they fail in something once, then if they do not try to do that thing, then that person will never be able to move forward. That is, if we keep the failures of life away and try to learn about different things and try to solve them, then the thing called failure can be erased from our life forever. One thing we have to remember is that if we fail in life, we will never break down.

istockphoto-1308037335-612x612.jpgsource

istockphoto-519939805-612x612.jpgsource

We will definitely try again to see how to achieve success in life. In fact, in this way we have shown many people that those who fail in life do not have the mentality to do anything else. I think that such people are very weak in nature. And that is why they always lag behind in other activities and people never love them. Because in this world, no one likes and loves us as failed people. In fact, we love those who can win in every field in life very much and we all try to be around them.

In fact, everyone in this world participates in different types of competitions. Because we see one thing that now different people keep trying in a field of work. If your effort is more out of this effort, then you will definitely be eligible to get that job. In fact, now the competition is so high that you have to work very hard to get those jobs. Maybe at first you may fail in getting that job. But if you can keep trying all the time, then one day or another you will definitely get that job in life and all your desires in life will be fulfilled.

That is why even if we always fail in any work, we will never refrain from that work. Rather, we will try to increase our efforts. By trying like this, one day or another we will definitely be able to win in life and become a human being. In fact, there were various wise people in our world, but they failed in different fields of life. In fact, they never admitted failure and tried to do that thing again and again and one day or another they definitely succeeded in doing that thing and by doing that thing, they were able to win in life. Therefore, we must try to move forward by eliminating the failures in life and work hard constantly.

I hope you liked today's post. And if you like it, don't forget to comment.

ব্যর্থতা এমন একটা জিনিস যেটি মানুষকে একদম থামিয়ে দিতে চেষ্টা করে। এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আছে যারা কিনা বিভিন্ন কাজ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে। তারা যদি কোন একটা কাজে একবার ব্যর্থ হয়ে যায় তখন যদি তারা সেই কাজটি করার চেষ্টা না করে তাহলে কিন্তু সেই ব্যক্তিটি আর কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। অর্থাৎ জীবনের ব্যর্থতাকে যদি আমরা দূরে সরিয়ে দিয়ে বিভিন্ন জিনিস সম্পর্কে আমরা জানার চেষ্টা করতে পারি এবং সেইগুলো সমাধান করার চেষ্টা করতে পারে তাহলে কিন্তু আমাদের জীবন থেকে ব্যর্থতা নামক জিনিস চিরদিনের জন্য মুছে যেতে পারে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি জীবনে ব্যর্থ হয়ে যাই তাহলে কিন্তু আমরা কখনো ভেঙে পড়বো না।

আমরা অবশ্যই পুনরায় চেষ্টা করব যে আবার কি করে জীবনে সফলতা অর্জন করা যায়। আসলে এভাবে অনেক মানুষদেরকে আমরা দেখিয়েছি যে যারা জীবনে ব্যর্থ হয়ে আর কোন কিছু করার মত মন মানসিকতা তাদের মধ্যে থাকে না। আমার কাছে মনে হয় যে এই ধরনের মানুষগুলো অনেকটা দুর্বল প্রকৃতির হয়ে থাকে। আর এজন্য তারা সবসময় অন্যান্য কাজকর্ম থেকে পিছিয়ে থাকে এবং মানুষ তাদেরকে কখনো ভালোবাসে না। কেননা এই পৃথিবীতে কেউ কখনো আমরা ব্যর্থ মানুষদেরকে তেমন একটা বেশি পছন্দ করি না এবং তাদেরকে ভালোবাসি না। আসলে জীবনে যারা প্রত্যেকটি ক্ষেত্রে জয়ী হতে পারে তাদেরকে আমরা অনেক বেশি ভালোবাসি এবং তাদের আশেপাশে থাকার জন্য সবাই আমরা চেষ্টা করি।

আসলে এই পৃথিবীতে সবাই বিভিন্ন ধরনের প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করে। কেননা আমরা একটা জিনিস দেখতে পাই যে এখন একটা কাজের ক্ষেত্রে বিভিন্ন মানুষ চেষ্টা চালিয়ে যায়। এই চেষ্টার মধ্যে থেকে যদি আপনার চেষ্টাটা বেশি থাকে তাহলে আপনি অবশ্যই সেই কাজটি পাওয়ার যোগ্য হবেন। আসলে এখন প্রতিযোগিতা এতটা বেশি যে সেই কাজগুলো পাওয়ার জন্য আপনাকে অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হবে। হয়তোবা প্রথমে আপনি সেই কাজটি পাওয়ার ক্ষেত্রে ব্যর্থ হতে পারেন। কিন্তু আপনি যদি সব সময় চেষ্টা চালিয়ে যেতে পারেন তাহলে একদিন না একদিন আপনি জীবনে অবশ্যই সেই কাজটি পেয়ে যাবেন এবং আপনার জীবনের সকল মনোবাসনা তখন পূর্ণ হয়ে যাবে।

এজন্য আমরা সব সময় কোন কাজে ব্যর্থ হলেও সেই কাজটি থেকে কখনো বিরত থাকবো না। বরং চেষ্টা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এভাবে চেষ্টা করতে করতে আমরা একদিন না একদিন অবশ্যই জীবনে জয়ী হতে পারব এবং মানুষের মতো মানুষ হতে পারব। আসলে আমাদের পৃথিবীতে যারা বিভিন্ন জ্ঞানী মানুষ ছিলেন তারা কিন্তু জীবনের বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হয়ে গেছেন। আসলে তারা কখনো ব্যর্থতাকে স্বীকার না করে সেই জিনিসটা বারবার করার চেষ্টা করেছে এবং একদিন না একদিন তারা অবশ্যই সেই জিনিসটা করার ফলে তারা জীবনে জয়ী লাভ করতে পেরেছে। এজন্য জীবনের ব্যর্থতাকে দূর করে আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব এবং প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করব।

আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!