My pet cat. My pet photo.

in blurt-1787181 •  27 days ago 

Bismillahir Rahmanir Rahim

Assalamu alaikum Everyone.
This is @abdulmomin from #Bangladesh.

1000018431.jpg

My pet cat. My pet photo.

Hello friends, how are you all? I hope everyone is doing well, and I am also doing well, Alhamdulillah. I am back with a great photo time competition like every time, today I will share a photo of my pet cat in the photo time competition. I like to raise many animals, one of which is a cat, cats are very clever animals. When a cat is given daily food, it does not have to worry about any extra food.

1000018431.jpg

And if it is not given food on time, it roams around in search of food, you will notice that it sits in the yard of the house to hide and hunt for mice. Whenever a mouse moves slightly or moves from one place to another, the cat catches it with its paws. Cats probably give birth twice a year, each time there are one, two, three, four, five kittens. We still have many kittens in our house, but the problem is that at night when they sleep, foxes or wild animals attack and kill them.

1000018432.jpg

That is why we keep our kittens in our house so that no wild animals can hurt them. Our cats do not want to eat soda, sometimes we have to mix rice with fish, sometimes we have to mix food with meat, and sometimes we have to feed them with milk and rice. Cats love to drink cow's milk. That is why I feed them a bowl of cow's milk mixed with rice almost every day. This way they eat and live happily. If I am not at home, other members of my family are there to feed them on time.

I am leaving here for today, see you in the next post. Allah is Hafez.

আমার পোষা প্রাণী বিড়াল। আমার পোষা প্রাণীর ফটো।

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি। আমি প্রতিবারের মতো এবারও চলে আসলাম দুর্দান্ত একটি ফটো টাইম প্রতিযোগিতা নিয়ে, আমি আজকে ফটো টাইম প্রতিযোগিতার মধ্যে আমার পোষা প্রাণী বিড়ালের ফটো শেয়ার করবো। আমি অনেক প্রাণী লালন-পালন করতে পছন্দ করি এর মধ্যে একটি হচ্ছে বিড়াল, বিড়াল অনেক চালাক চতুর প্রাণী। বিড়াল যখন দৈনন্দিন খাবার খেতে দেওয়া হয় তখন তার বাড়তি কোন খাবারের জন্য পেরেশানি করতে হয় না।

আর যদি তাকে সময় মত খেতে না দেওয়া হয় তাহলে সে খাবারের খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, খেয়াল করে দেখবেন বাড়ির আঙ্গিনায় যা কিছু থাকে সেখানে সে ইঁদুর ধরার জন্য লুকিয়ে শিকার করার জন্য বসে থাকে। যখনই ইঁদুর হালকা নড়াচাড়া করে বা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে তখনই বিড়াল তাকে থাবা দিয়ে ধরে ফেলে। বেড়াল সম্ভবত বছরে দুইবার প্রসব করে, প্রত্যেকবার একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি পর্যন্ত বিড়ালের বাচ্চা হয়ে থাকে। আমাদের বাড়িতে এখনো অনেকগুলো বিড়ালের ছানা রয়েছে, কিন্তু সমস্যা হল রাত্রে যখন তারা ঘুমায় তখন শিয়াল বা হিংস্র প্রাণী তাদেরকে আক্রমণ করে মেরে ফেলে।

এজন্য আমরা আমাদের বিড়ালের ছানাগুলোকে আমাদের বাসায় উঠিয়ে রাখি যাতে করে কোন হিংস্র প্রাণী আঘাত করতে না পারে। আমাদের বিড়াল গুলো সুদা খেতে চায় না, কোন কোন সময় মাছ দিয়ে ভাত মেখে দিতে হয় আবার কোন কোন সময় গোশত দিয়ে মিশে খাবার দিতে হয় আবার কোন কোন সময় দুধ ভাত খাওয়াতে হয়। বিড়াল গরুর দুধ খেতে খুবই পছন্দ করে। এজন্য আমি প্রায় প্রত্যেকদিন তাকে গরুর দুধ ভাত দিয়ে মেখে এক বাটি করে খাওয়াই। এভাবেই তারা খেয়ে দেয়ে আনন্দে বেঁচে আছে। যদি আমি বাসায় না থাকি তাহলে আমার পরিবারের অন্য সদস্যরা থাকে সময় মত খাইতে দেই।

DeviceName
AndroidRealme 12 Pro
Camera50MP 32MP 8MP
LocationBangladesh 🇧🇩
Short by@abdulmomin
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  26 days ago  ·  


** Your post has been upvoted (11.84 %) **