![]() |
---|
বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
হ্যালো প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার রহমতে এবং আপনাদের দোয়া ও ভালবাসায় অনেক ভালো আছি সুস্থ আছি। আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমার আজকে সারাদিনের কার্যক্রম গুলো শেয়ার করার জন্য, তো বন্ধুরা চলুন শুরু করা যাক।
প্রতিদিনের ন্যায় আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠলাম, ফজরের সালাত আদায় করে কিছু সময় বসে রইলাম, কিন্তু গ্রামে এখন অনেকটাই শীত পড়েছে, চারোদিকে কুয়াশায় ভরা, দিন পরিষ্কার হলেও সূর্যের কোন আনাগোনা দেখা যাচ্ছিল না। তাই আবার ঘুমিয়ে পড়লাম। আজকে ঢাকা চলে আসব তাই নয়টা ত্রিশ মিনিটে ঘুম থেকে উঠার অ্যালার্ম সেট করলাম, সঠিক সময়ে অ্যালার্ম বাজলো কিন্তু আমি নিজেই ঘুমাইনি, বিছানা থেকে তাড়াতাড়ি উঠে পড়লাম, ফ্রেশ হয়ে সকালের নাস্তা করব কিন্তু নাস্তা খেতে ইচ্ছে করছিল না। তাই শুধুমাত্র দুটি দেশি মুরগির সিদ্ধ ডিম খেয়েছি।
![]() |
---|
এরপরে আমি আমার কাপড়-চোপড় গোছাতে শুরু করলাম, প্রয়োজনীয় কাপড় চোপড় জিনিসপত্র গুছিয়ে ব্যাগের মধ্যে উঠালাম। এবং একটি ফটো সংগ্রহ করলাম।
![]() |
---|
এরপরে সকালের খাবার খেয়ে বারোটা ত্রিশ মিনিটে বাসা থেকে রওনা হলাম ঢাকার উদ্দেশ্য, সীমান্ত বাজার গিয়ে সিএনজিতে উঠলাম। এবং সিরাজগঞ্জ শহরে এসে নামতে নামতে প্রায় ২ টা ১৫ বেজে গেছে।
![]() |
---|
তখন আমি খুব দ্রুত শহীদ এম মনসুর আলী স্টেশনে চলে গেলাম, আজকে রেলস্টেশনে গিয়ে দেখি পুরো স্টেশন ফাকা পড়ে রয়েছে, টিকিট কাউন্টারে জিজ্ঞেস করলাম, ট্রেন আসবে কখন? উত্তরে বলা হলো এখন যে ট্রেন আছে এটি সর্বনিম্ন ৫ ঘন্টা লেট করবে। তাই আর ট্রেনের জন্য বসে না থেকে বাসে আসার জন্য রওনা হলাম।
![]() |
---|
আমি যে বাসে উঠেছিলাম এটি দিনাজপুরের বাস, ওঠার সাথে সাথে দ্রুত গতিতে টেনে যাচ্ছিল, যমুনা সেতু পার হয়েছে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে। যমুনা সেতু পার হওয়ার সময় একটি ফটো সংগ্রহ করেছিলাম।
![]() |
---|
তখন ঘড়ির কাঁটা বাজে তিনটা পাঁচ মিনিট, বাসটি দ্রুত গতিতে টানছে, তাইতো সাড়ে চারটার মধ্যে চন্দ্রা এসে পৌঁছায়। সেখান থেকে যাত্রাবাড়ি পর্যন্ত আসতে যে পরিমাণ সময় লেগেছে তারচেয়ে বেশি কষ্ট হয়েছে। প্রচুর পরিমাণ জ্যাম থাকার কারণে গাড়ি টানতে পারেনি।
![]() |
---|
এরপরে যখন গুলিস্তান পৌছালাম তখন দেখি অসংখ্য লোক দাঁড়িয়ে রয়েছে কিন্তু কোন গাড়ি নেই, আমিও অনেক সময় দাঁড়িয়ে রইলাম কিন্তু কোন গাড়ি পেলাম না। যে দুই একটি গাড়ি দেখা যাচ্ছিল সেগুলো আগে থেকেই ভরা ছিল। তাই যেখান থেকে গাড়িতে ওঠতে ছিল আমরা সেখানে চলে গেলাম। এবং গাড়িতে ওঠার জন্য অনেক চেষ্টা করলাম। কিন্তু অবশেষে ব্যর্থ হলাম।
![]() |
---|
কারণ আমার হাতে একটি ব্যাগ ছিল এবং পিঠে একটি ব্যাগ ছিল তাই সকলের সাথে বাসে ওঠা সম্ভব হয়নি, তাই আমি এবং আমার সাথে আমার এক বন্ধু ছিল আমরা দুজন মিলে চিন্তা করলাম, এখানে দাঁড়িয়ে না থেকে চলো ফ্লাইওভার দিয়ে যাত্রাবাড়ির উদ্দেশ্যে হেঁটে রওনা করি।
![]() |
---|
আমি আগে কখনো ফ্লাইওভার দিয়ে এরকম ভাবে হেঁটে আসেনি, আজকে সর্বপ্রথম এভাবে হেঁটে আসলাম। অতঃপর মাদ্রাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত দশটা বেজে গেল। তাই মাদ্রাসায় পৌঁছে ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে নিলাম। এবং পোস্ট লিখতে শুরু করলাম।
আজকের মত এখানেই বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Bismillahir Rahmani Rahim.
Assalamu Alaikum wa Rahmatullah.
Hello Steam dear friends! how are you all I hope you are very well by the grace of God, I am also very well and healthy by the grace of God and your prayers and love. I am here today to share my activities of the day today, so guys let's get started.
Like every day, I woke up early in the morning, prayed Fajr and sat for some time, but now it is very cold in the village, full of fog, even though the day was clear, no movement of the sun could be seen. So I fell asleep again. I will leave Dhaka today so I set the alarm to wake up at nine thirty minutes, the alarm went off at the right time but I didn't sleep myself, I got up early from the bed, I will have breakfast fresh but I didn't want to eat breakfast. So I only ate boiled eggs from two native chickens.
After that I started to pack my clothes, packed the necessary clothes and put them in the bag. And collected a photo.
After having breakfast, I left home at 12:30 for Dhaka, went to border market and got on CNG. And it was almost 2:15 pm when we arrived in Sirajganj city.
Then I quickly went to Shaheed M. Mansoor Ali station, today I went to the railway station and saw that the whole station was empty, I asked the ticket counter, when will the train come? The answer is that the current train will delay at least 5 hours. So instead of sitting for the train, I left for the bus.
Then I quickly went to Shaheed M. Mansoor Ali station, today I went to the railway station and saw that the whole station was empty, I asked the ticket counter, when will the train come? The answer is that the current train will delay at least 5 hours. So instead of sitting for the train, I left for the bus.
The bus I boarded was a Dinajpur bus, pulling fast as it took off, crossed the Yamuna bridge in just two to three minutes. Collected a photo while crossing Yamuna Bridge.
It was three minutes to five, the bus was pulling fast, so Chandra arrived by half past four. It was more difficult than the time it took to get from there to Jatrabari. Vehicle could not pull due to heavy jam.
Then when I reached Gulistan I saw many people standing but no car, I also stood for a long time but could not find any car. The two cars that were visible were already full. So we went to the place where the car was supposed to board. And tried hard to get into the car. But finally I failed.
Because I had a bag in my hand and a bag on my back, it was not possible to board the bus with everyone, so I and I had a friend with me, we both thought, let's go to the flyover instead of standing here. I left for Jatrabari on foot.
I have never walked through a flyover like this before, today is the first time I have walked like this. Then it was almost ten o'clock at night to reach the Madrasah. So we reached madrasa and freshened up and ate some food. And started writing the post.
I am leaving here as today, may God bless you all.
Device | Name |
---|---|
Android | Samsung A12 |
Camera | 48MP 5MP 2MP 2MP |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @abdulmomin |
X promotion
https://x.com/Monarul265535/status/1893447419087421923?t=01XpXkbpcLaIMFUevBLt8Q&s=19