সাধারণ সভা।

in blurt-174157 •  11 months ago 

সাধারণ সভা।

IMG_20240214_135027.jpg

আমরা সবাই নানা ধরনের সভা সমাবেশের সাথে পরিচিত। বিভিন্ন সময় আমরা বিভিন্ন কর্মসূচি পালনের জন্য এবং সঠিক ভাবে কার্যাবলি সম্পূর্ণ করার জন্য এই সভাগুলোর আয়োজন করে থাকি। যার ফলে কাজগুলো সঠিক ভাবে সম্পূর্ণ করা যায়। নিয়মতান্ত্রিক ভাবে আমাদের আবাসিকেও প্রায় প্রতি মাসে একদিন সাধারণ সভা বসে৷ যেখানে উপস্থিত থাকেন, আবাসন পরিচালক, অর্থ পরিচালক, ম্যাচ পরিচালক সহ আরও অনেকে। যারা আমাদেরকে দিক নির্দেশনা মূলক কথা বলে থাকেন এবং আমাদের কোন কোন বিষয়ে সমস্যা হচ্ছে সেটা শুনে তা সমাধান করার চেষ্টটা করে থাকেন।

নিয়ম অনুযায়ী আজকে আমাদের আবাসিকের সাধারণ সভা ছিল। সকাল ১০:৩০ মিনিটের সময় এই সভার আয়োজন করা হয়। প্রথম এবং দ্বিতীয় তলার ছাত্রদের নিয়ে একটা সভা এবং তৃতীয় ও চতুর্থ তলার ছাত্রদের নিয়ে অন্য আর একটা সভার আয়োজন করা হয়। কারণ এক সাথে সবাইকে নিয়ে সভা বসানোর মতো জায়গা নাই। আমাদের দ্বিতীয় তলার করিডোরে আমাদের সাধারণ সভা বসেছিল। প্রথমেই ম্যাচ পরিচালক আল্লাহ তায়ালার নামে সভা শুরু করলেন। তারপর পবিত্র কুরআন থেকে একজন ভাই তেলওয়াত করলেন। এরপর আবাসনের অর্থ পরিচালক এসে আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বললেন৷ এডমিশনে কিভাবে পড়াশুনা করা উচিত, কিভাবে পড়াশুনা করলে আমরা চান্স পেতে পারি আরও অনেক কিছু৷

এরপর ভাইয়ের কথা শেষে আমাদের কার কোন কোন সমস্যা বা অভিযোগ আছে সেগুলো তারা শুনলেন এবং তার পরিপেক্ষিতে উত্তর দিলেন। এরপর আমাদের মাঝে দুইটা পেপার দেওয়া হলো, যার একটাতে আমাদের প্রতিটা পরীক্ষার মার্ক লিখে রাখতে বলা হলো এবং অন্য আর একটা লিস্ট দিলো যেখানে লিখা আছে, কিভাবে আমরা সময়টার সঠিক ব্যবহার করতে পারি। কোন সময়ে কোন কাজটা করা উচিত। এইসব নিয়ম লিখা আছে। দিনে কত ঘন্টা পড়া উচিত, ঘুমানো উচিত আর নানা বিষয়। তবে আমি এই নিয়মগুলো বেশি একটা মানতে পারি না। তবে চেষ্টটা করে যাচ্ছি।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!