blood donation

in blurt-131416 •  yesterday 

আসসালামুয়ালাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো রক্ত দানের কিছু সামান্য কথা আলোচনা করবো,, রক্ত দান পৃথিবীর সবচেয়ে বড় দানের ভেতরে একটা। আমার রক্তের গ্রুপ বি+ । আমি প্রত্যেক মাস পর যাদের রক্ত দেওয়ার প্রয়োজন হয় এবং আমাকে বলে আমি তাদের রক্ত দেওয়ার চেষ্টা করি,, আমি রক্ত দান করেছি তারিখ ০২/১০/২০২৪।
আপনাদের কারো যদি বি+ রক্ত প্রয়োজন হয় তাহলে মাস পর যোগাযোগ করতে পারেন।
IMG20241002103235.jpg

IMG_20241002_111631.jpg
পারলে যাদের রক্ত দান করার মতো আল্লাহ দেহ সুস্থ রেখেছে তারা অবশ্যই রক্ত দান করবেন। রক্ত দান করলে আমরা সকলে মনে করি নিজের দেহের ক্ষতি হয় তবে এটা ভুয়া। কারণ তিন মাস পর পর রক্ত আমাদের দেহ থেকে পরিবর্তন হয়ে যায়।
রক্ত দান করার ফলে দেহ সুস্থ রাখে এবং দেহের ভেতরে থাকা অনেক রোগ বালাই দুর হয়ে যায়,,
তাই আমরা যারা এখনো রক্ত দান করতে ভয় পান।তারা ভয়কে দূরে রেখে রক্ত উদ্বুদ্ধ হয়।
আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখবে।
ইনশাআল্লাহ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!