বর্ষা মৌসুমে আমার মন যা চায়।

in blurbd •  3 years ago 

হ্যালো ভাইয়া আপুরা সবাই কেমন আছেন?
আশা করি সবাই ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমি বর্তমানে আছি আমারা শ্বশুরের বাসায়। এখন চলছে বর্ষার মৌসুম। বর্ষার মৌসুম টা আমার অনেক প্রিয়। তবে বর্ষার সারাদিন বৃষ্টি আমার ভালো লাগত না সেই ছোট থেকেই। কারণ আমি ছিলাম চঞ্চল টাইপের মেয়ে। সেই ছোটবেলা থেকেই সবখানে ঘুরে বেড়াইতাম এর বাসা ওর বাসায় যাইতাম খেলাধুলা করতাম। আমার ছোটবেলা খুব আনন্দ ভাবেই গেছে বাবা মা ভাই বোনদের কে নিয়ে। তবে এখন আমি শ্বশুরের বাসায় আছি। শ্বশুরের বাসায় বেশি লোক নেই খুব শান্তশিষ্ট শাশুড়িকে নিয়ে থাকি সবসময়।

IMG_20210528_124657.jpg

IMG_20210528_111503.jpg

বর্ষা মৌসুম চলছে। এখন সারাদিন বৃষ্টি। বৃষ্টি টা আমার ভালো লাগে তবে সারাদিন বৃষ্টি টা আমার কখনই ভাল লাগত না। আমি খেলাধুলা করতে পারতাম না বৃষ্টির দিন জানালার ফাঁক দিয়ে হাত দিয়ে বৃষ্টি উপভোগ করা আমার পক্ষে কখনো হয়নি। কারণ আমার মন ছিল অন্যরকম আমি সবসময় ভিজতাম প্রতিদিনই বৃষ্টির পানিতে ভিজতে আমার অনেক ভাললাগে। ভিজার জন্য আমার মার কাছ থেকে অনেক বকা খেয়েছি এমনকি মার ও খেয়েছি।

IMG_20210528_124559.jpg

IMG_20210528_124550.jpg

IMG_20210528_124556.jpg

আজ হল শুক্রবার। রাত থেকেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখে আর লোভ মানছে না ভাবলাম যাই একটু বৃষ্টিতে ভিজি তবে ছোটবেলার ব্যাপার আর এখনকার ব্যাপার অন্যরকম তাও আবার যদি হয় শ্বশুরবাড়ি। তবে আমার শাশুড়ি অনেক ভালো সঙ্গে বড়টা অনেক ভালো পেয়েছি। ইচ্ছে করছিল বৃষ্টিতে ভেজা তবে বাসায় অনেক কাজ থাকায় ভিজতে পারিনি। তাই বারান্দায় বসে বৃষ্টি ঝরা দেখছিলাম আর ছোটবেলার কথাগুলো ভাবছিলাম। বৃষ্টি শেষে বাইরে এসে কিছু লতাপাতার ছবিও তুললাম কারণ ছবি তোলাটা আমার সেই আগ থেকেই শখ। ভালো কিছু, আমার প্রিয় জিনিস আমি ছবি তুলে রেখে দেই। আমার ফোনের গ্যালারি আমার চেয়ে প্রাকৃতিক ছবি দিয়েই ভরপুর।

IMG_20210528_124627.jpg

IMG_20210528_124657.jpg

IMG_20210528_124703.jpg

আমি মনে করি বর্ষা মৌসুম টি বরাবরে সবার জন্য সুখের মৌসুম নয়। খেটে খাওয়া দিন মজুরি দিন আনে দিন খায় এমন শ্রমিকদের জীবনটা অনেক কঠিন। বৃষ্টির সময়ে অনেকেই বাসা থেকে বের হয়না কাজকাম ধীরগতি হয়ে যায়। কিন্তু তাদের কাজ কাম করে খেতেই হবে। এ সকল ভাবনা যখন মাথায় আসে তখন নিজের সুখ আর সুখ থাকে না।

প্রকৃতির সৌন্দর্য সবার জন্যেই সুখ বয়ে আনে না। প্রকৃতি প্রকৃতির নিয়মে চলে তবে আমাদেরকে চলতে হবে আমাদের নিয়মে। আমাদেরকে মানিয়ে চলতে হবে এই প্রকৃতির নিয়ম।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।
@arifaakter

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

দারুণ.....