![]() |
---|
হ্যালো বন্ধুরা।
নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। গতকাল ছিল ২০২৪ এর শেষ দিন অর্থাৎ শেষ সূর্যাস্ত। বিষয়টা নিয়ে আমি দুপুর থেকেই ভাবতেছিলাম ।জীবন থেকে একটি বছর চলে গেল ।একটি বছর মানে হাজারো ঘন্টা মিনিট ও সেকেন্ডের সমাহার।
একটি জীবনে কত মুহূর্ত রয়েছে , তেমনি প্রতিটি বছরে বিশেষ কিছু স্মৃতি থাকে। এমন কিছু বছর আছে যা জীবনে স্মরণীয় হয়ে থাকে আজীবন। বিশেষ কিছু কারণের জন্য বিশেষ বিশেষ দিনগুলো আমরা স্মরণ করি বিশেষভাবে।
![]() |
---|
৩৬৫ দিনের সমন্বয়ে একটি বছর। এই ৩৬৫ দিন সবার জীবনে একরকম যায়নি। হাজারো মানুষের ভিড়ে অনেকেই তাদের জীবনে নতুন কিছু পেয়েছে। আবার
অনেকে তাদের প্রিয় মানুষদের হারিয়েছে। পাওয়া না পাওয়ার সংমিশ্রণেই হয় একটি বছর।
এবারের বছরটি আমার জীবনে যেরকম প্রাপ্তি ছিল তেমন কিছু খারাপ মুহূর্ত ছিল। যা আমার জীবনে প্রথম ঘটেছে। সত্যি বলতে এ মুহূর্ত গুলোর জন্য আমি প্রস্তুত ছিলাম না। আসলে জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার জন্য কেউ কখনো প্রস্তুত থাকে না। সময় সবকিছু শিখিয়ে দেয় ।পরিস্থিতি সবকিছু মোকাবেলা করার ধৈর্য বা সক্ষমতা তৈরি করে দেয়।
![]() |
---|
![]() |
---|
![]() |
---|
![]() |
---|
![]() |
---|
২০২৪ এর শেষ দিনটি কে উদযাপন করার জন্য আমি সকাল থেকেই ভাবতে ছিলাম কিছু একটা করা উচিত। কারণ যে চলে যায় তাকে আর পাওয়া যায় না। তাই তাকে স্মরণীয় ও বরণীয় করে রাখার জন্য ক্ষুদ্র প্রচেষ্টা ছিল।
আমার কলিগদের মধ্যে সবার সাথে খুব একটা সখ্যতা নেই আমার। হাই-হ্যালো বা যতটুকু না থাকলেই নয় ওরকমই সম্পর্ক রয়েছে। কিন্তু দুই এক জনের সাথে রয়েছে বেশ সখ্যতা। যেখানেই আমরা দু-একজন সবসময় থাকি। এর মধ্যে একজন হচ্ছে শাহনাজ চৌধুরী আপা। আমি তাকে রেজাল্টের এক ফাঁকে বলেছিলাম যে আগামীকাল আমরা কিছু একটা করব ঘরোয়া ভাবেই। তো তুমি বলো কি করা যায়। হালকা বাজেটের মধ্যে যাতে হয় এমন কিছু বল।
তখন সে বলল চিকেন তন্দুরি করে ফেলি। যে ভাবনা সেই কাজ ।দুজনে মিলে কাজে লেগে গেলাম। মাংসটাকে মিনি নেট করে রেখে। বছরে শেষ সূর্যটিকে ক্যামেরায় বন্দি করে রাখার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করে রাখার জন্য দুজনই হঠাৎ ছাদের পশ্চিম প্রান্তে চলে গেলাম।
তারপর কয়েকটি ছবি তুলে রাখলাম। সময় তো আর থেমে থাকবে না ক্যামেরা বন্দি করে রাখা ছবিগুলো হয়তো সময়ের কথা বলবে পরিবেশ পরিস্থিতির সাক্ষী হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। এটাই স্বাভাবিক তাই নায় কি বন্ধুরা।
দুজনে একান্তে কিছু সময় কাটালাম আর কয়েকটি ছবিও তুলে রাখলাম দুজনের মোবাইলেই ছবি তুলেছি। মাঝে মাঝে এমনও হয় যে ওর মোবাইলেই ছবিগুলো তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে দিয়ে দেয়। আমার পোস্টের অনেক ছবি তার মোবাইল থেকে নেওয়া।
![]() |
---|
![]() |
---|
তারপর চিকেন তন্দুরি বানালাম ।সবাই মিলে গল্পের ছলে আনন্দে মেতে উঠলাম ।গল্প হলো বেশ খানিকক্ষণ। শীতের রাত তাই বেশিক্ষণ ছিল না। গরম গরম চা খেয়ে রাত 9 টার দিকে এসে বাসায় চলে গেল। আমিও বাসা গুছিয়ে টেবিল গুছিয়ে প্রয়োজনীয় কিছু কাজ ছিল সেরে বিছানায় চলে গেলাম। সূর্যোদয় ও সূর্যাস্ত প্রকৃতির রীতি। প্রতিটি সূর্যোদয় কিছু নতুন কিছু নিয়ে আসে।আর সূর্যাস্ত অনেক স্মৃতি মুছে দিয়ে যায়। এটা হয়তো প্রকৃতির লীলা খেলা যা বোঝার সাধ্য আমাদের সকলের নেই। সবারই নতুন জীবন সুখের হোক, সমৃদ্ধির হোক ,সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি ।আল্লাহ হাফেজ বন্ধুরা। শুভ হোক নতুন বছর।