বার্ষিক পরীক্ষার খাতা দেখার অনুভূতি

in beblurt •  11 days ago 
IMG_20241210_001345.jpg


হ্যালো বন্ধুরা,

বেশ কিছু দিন যাবতই হালকা শীত পরছে ,তবেআজ মনে হচ্ছে শীতটা জেঁকে বসছে একেবারে। তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন দীর্ঘদিন পর আমি আপনাদের মাঝে এসে আবার হাজির হলাম। নানা প্রতিকূল অবস্থার মধ্যেই অতিবাহিত হয়েছিল আমার দিনগুলো।

হঠাৎ করে ই সাহেব অসুস্থ হয়ে পড়ল। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তার কিডনি তে পাথর ধরা পড়ল এবং পাথরের আকৃতি বেশ বড় হওয়াতে অপারেশন করতে হয়েছে ।

তবে আপনাদের সকলের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছে। যাক যা বলার ছিল,আজ আপনাদের সাথে শেয়ার করব আমার বাষিক পরীক্ষার খাতা দেখার অনুভূতি। 😭😭

IMG20241209190714.jpg

খাতা দেখতে কোন কালেই আমার খারাপ লাগে না। বরং আমি কাজটা খুব আনন্দ এবং যত্নের সাথে করি। আর এই বার এর ব্যতিক্রম হল। কেন যেন আমার খাতা দেখতে ইচ্ছে করছে না। এমনকি কোনভাবেই খাতা কাটা এগুতে পাচ্ছি না।

আসলে মন ভালো না থাকলে, কোন কিছুতেই আগ্রহ পাওয়া যায় না। যেহেতু বার্ষিক পরীক্ষা তাই আমাদের কোডিং এর ব্যাপারে রয়েছে। যাতে করে প্রতিটা খাতা সঠিকভাবে মূল্যায়ন হয়। যা আমার কাছে অতিরিক্ত ঝামেলা মনে হচ্ছে।

IMG20241209121304.jpg

কি আর করবো কিছুই করার নেই ।কাজ করার জন্য এক কাপ চা খেয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। স্কুলে যেয়ে কিছুক্ষণ কোডিং এর কাজ সম্পন্ন করলাম এবং নিজের খাতা গুলো নিয়ে বাসায় চলে আসলাম।

IMG20241209085227.jpg

বাসায় এসে নিজের প্রয়োজনীয় কিছু কাজ ছিল, তা সেরে নিলাম এবং কিছু খাতা কাটতে বসলাম। এক পর্যায়ে আমার মনে হলো ছোটবেলার স্মৃতি। আমার ছোট চাচি প্রাইমারি টিচার ছিল।সে যখন খাতা কাটত,তখন উঁকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করতাম, কিন্তু ভয়ে কাছে যাতে পারতাম না।

এখন সেই আগ্রহটা নেই। বয়সের সাথে সবার ই সবকিছু পরিবর্তন হয়ে যায়। এটি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি ‌। তবে যাই বলি না কেন, কর্তব্যে অবহেলা করার কোনো সুযোগ নেই। মন না চাইলে ও খাতা দেখতে হচ্ছে ।নির্দিষ্ট সময়ের মধ্যে তা জমা দিতে হবে ,কারন হলো বার্ষিক পরীক্ষার রেজাল্ট দেওয়ার একটা নির্দিষ্ট সময় রয়েছে। সময়ের মধ্যেই খাতা কেটে দিতে হবে যথাসময়ে রেজাল্ট প্রকাশিত করার জন্য।

তবে এবারের খাতা কাটার সময় এটা বিশেষ জিনিস লক্ষ্য করেছি ।যেহেতু আমাদের এখানে বেশ কিছুদিন যাবতই ধারাবাহিক প্রক্রিয়া মূল্যায়ন কাজ চলছিল। হঠাৎ করে বাচ্চাদের আবার পুরাতন পদ্ধতিতে পরীক্ষা দেওয়ায় বেশ কিছু পরিবর্তন লক্ষণীয় ‌। তবে হাতের লেখা এবং লেখার গতিতে খুব পরিবর্তন এসেছে।

IMG20241209121310.jpg

মুখস্ত বিদ্যায় তেমন দক্ষতা অর্জন হয়নি, তাই কোন বিষয় গুছিয়ে লিখতে বা উপস্থাপন করতে পারছে না। যাইহোক আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি নির্দিষ্ট সময়ের মধ্যেই সবগুলো খাতা কেটে কর্তৃপক্ষের হাতে যথাসময়ে দিতে পারি।

এবং সার্বিক ভাবে যেন আমাদের স্কুলের রেজাল্ট ভালো হয় সেই দোয়াই করবেন এবং আমার পরিবার-পরিজনদের জন্য সবাই দোয়া করবেন।
যাক বন্ধরা আজকে এখানেই লেখার সমাপ্তি টানছি শুভরাত্রি।
বন্ধুরা সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!