![]() |
---|
আসসালামু আলাইকুম
আপনারা সকলেই জানেন রমজান মাস চলে এসেছে আর সেহরিতে উঠে আমাদের খাবার খেতে হয়। গতকালকে ঘুম থেকে উঠেছিলাম ৪.০০ উঠে ফ্রেশ হয়ে কিছু সময় বসে থেকে খাবার খেয়ে নেই।। তার কিছু সময় পড়ে আযান হয়ে যায় পরে নামাজ আদায় করে শুয়ে ঘুমিয়ে পড়ি।
আর সকালে ঘুম থেকে উঠতে উঠতে ৯.০০ পার হয়ে যায়। পরে উঠে ফ্রেশ হয়ে কিছু সময় বসে থাকার পর পড়তে বসি। যাই কিছু করি না কেন মাথার মধ্যে পরীক্ষার কথাটা ঘুর পাক খায়। খুব বেশিদিন নেই, ঈদের ১০ দিন পরেই আমার পরীক্ষা। তাই এখন থেকে ই সব পড়া কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।
![]() |
---|
যাই হোক কিছু সময় পড়াশোনা করার পর ভাইয়া ডাকতেছিল, আর বলতেছিল পাশের জমিতে পানি দিবে, তাই তার নিয়ে যেয়ে সেটিং করতে বলল। পরে ভাই আর কথা মতো আমি তার নিয়ে যেয়ে সবকিছু সেটিং করি। তারপরে দুই ভাই মিলে মোটার চালু করে দিয়ে খেতে লাইন দেই।
![]() |
---|
আর খেতে লাইন দেওয়ার পর আমি কিছু সময় সেখানে থাকি আর চারপাশ দেখতে ছিলাম যে কোথাও দিয়ে পানি বের হয় কিনা। পরে বেশ কিছু সময় সেখানে থেকে আমি বাসায় চলে আসি। আর বাসায় এসে শুয়ে থেকে একটু ফোন ব্যবহার করি।
তার কিছু সময় পর আমার একটা ভাই ফোন করে পরে তার সাথে বেশ কিছু সময় কথা বলি। আর কথা বলার পর আমি ঘুমিয়ে পড়ি। আর ঘুম থেকে উঠতে উঠতে ২.০০ বেজে যায়। পরে আমি প্রতিদিনের মতোই দুপুরের গোসল করে নেই।
![]() |
---|
দুপুরে গোসল করার পর আমি রুমে যেয়ে কিছু সময় মোবাইলে গজল শুনি। তার কিছু সময় পরেই আবার একটু বাইরে যায়। আর আমাদের একটা জমিতে ঘাস লাগিয়েছে সেটা দেখতে যায়। পরে সেখানে কিছু সময় থেকে বাসায় চলে আসি।
![]() |
---|
আর হ্যাঁ রমজান মাসে বাসায় তেমন কোন কাজ নেই। তাই কি করব না করব বুঝে উঠতে পারি না। আর পড়তে বসবো তাও ইচ্ছে করে না। পরে কিছু সময় বসে থাকি আর তার একটু পরেই ইফতারের সময় হয়ে যায়। পরে যথা সময়ে সবাই মিলে বসে ইফতার সেরে নেয়।
রমজান মাসে সবাই একসাথে বসে ইফতার করার আলাদা একটা মজা রয়েছে। আর হ্যাঁ সারাদিন রোজা থাকার পর ইফতারের সময় খাবার সামনে নিয়ে বসে থাকার একটা আলাদা আনন্দ পাওয়া যায়। পরে কিছু সময় রুমে বসে থেকে পড়তে বসি। আর তার একটু পরেই তারাবির সময় হয়ে যায়। পরে প্রতিদিনের মতোই তারাবি পড়ার জন্য মসজিদে চলে যায়। আর এভাবেই আমি আমার গত কালকের দিনটি অতিবাহিত করি।
তো বন্ধুরা আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।।
As you all know, the month of Ramadan has arrived and we have to wake up for Sehri and eat. Yesterday I woke up at 4.00 am, freshened up, sat for some time and did not eat. After some time, the call to prayer was heard, then I prayed and lay down and fell asleep.
And when I wake up in the morning, it's already past 9.00. Then I wake up, freshen up, sit for a while, and then sit down to study. No matter what I do, the thought of the exam keeps coming back to my mind. It's not long now, my exam is 10 days after Eid. So from now on, I'm trying to push all this studying a little further.
IMG_20240313_172419.jpg
Anyway, after studying for some time, my brother called me and said that he would water the land next door, so I asked him to take me with him and set it up. Later, as agreed, I took him with me and set everything up. Then, the two brothers started the engine and started the line to eat.
IMG_20240313_172350.jpg
And after waiting in line to eat, I stayed there for some time and looked around to see if water was coming out from somewhere. After staying there for some time, I went home. And when I got home, I lay down and used my phone for a while.
After some time, one of my brothers called me and I talked to him for a while. After talking, I fell asleep. When I woke up, it was 2:00 AM. Later, I took my afternoon bath like every day.
IMG_20240313_172711.jpg
After taking a bath in the afternoon, I go to my room and listen to ghazals on my mobile for some time. After some time, I go out again for a while. And I go to see if we have planted grass in one of our fields. Later, I stay there for some time and come home.
IMG_20240313_171915.jpg
And yes, there is not much work at home during the month of Ramadan. So I don't know what to do or not. I don't even want to sit down to study. Then I sit for some time and a little later it is time for iftar. Then at the right time, everyone sits down and has iftar.
There is a special joy in the month of Ramadan when everyone sits together for iftar. And yes, after fasting all day, there is a special joy in sitting with food in front of you during iftar. Later, I sit in the room for some time and study. And a little later, it is time for Tarawih. Then, like every day, I go to the mosque to study Tarawih. And this is how I spent my last day.
So friends, I'm saying goodbye here today. May everyone be well and healthy. Thank you.