![]() |
---|
প্রতিবছরের মত এ বছরও আমরা কলেজে বন্ধুরা মিলে ইফতারের আয়োজন করেছি। কিছুদিন হয় আলোচনা হচ্ছিল ইফতার নিয়ে, অবশেষে সবাই মিলে সেই ইফতার বাস্তবায়ন করলাম।। ইফতার করার মূল উদ্দেশ্য সবাই একত্রিত হওয়া এবং একসঙ্গে বসে ইফতার করা এবং সবার সাথে সাক্ষাৎ করা। বিশেষ করে রমজান মাসে শেষের দিকে এই ইফতার মাহফিল গুলো বেশি করা হয়।।
![]() |
---|
![]() |
---|
আর হয়তো এটাই আমাদের বন্ধুদের মিলে কলেজ থেকে শেষ ইফতার।। কারণ আমরা ফাইনাল ইয়ারের পরীক্ষা দেওয়ার পর হয়তো আর কারো সাথে সেই ভাবে যোগাযোগ বা একত্রিত হওয়া হবে না।। তাই আমরা সকলেই একটু ভালোভাবেই একত্রিত হওয়ার চেষ্টা করেছি, যদিও সবাই একত্রিত হতে পারেনি।। বিভিন্ন জন বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য আমরা বেশ কয়েকটা বন্ধু একত্রিত হতে পেরেছি।
![]() |
---|
![]() |
---|
![]() |
---|
আমরা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে প্রতিবছরে এভাবে ইফতারের আয়োজন করা হয় ।। অন্যান্য ডিপার্টমেন্ট থেকেও করে থাকে। আর এই আয়োজনে আমাদের একটা দুইটা শিক্ষক অ্যাটেন্ড হলেও এ বছর কোন শিক্ষক অ্যাটেন্ড হতে পারেনি ব্যস্ততার জন্য।। তাই আমরা শিক্ষার্থীরা মিলে ই এবারের ইফতার মাহফিলের আয়োজনটা করে থাকি।।
![]() |
---|
![]() |
---|
এভাবে একত্রিত হয়ে ইফতার করার মাঝে অন্যরকমের আনন্দ লুকিয়ে থাকে।। সকলে মিলেই একসাথে সব কিছুর আয়োজন করার মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করে।। আজ ২০ রমজান আর শেষের দশটা রমজানের মধ্যে আরো কয়েকটা ইফতারের আয়োজন করা হচ্ছে। প্রতিবছর ই আমরা এসএসসি ব্যাচ থেকেও এভাবে ইফতারের আয়োজন করে থাকি।। কিন্তু এ বছর অন্যরকম এক আয়োজন করা হয়েছে।।
আর সেই আয়োজনে ২০০১ সাল থেকে ২০২৪ সালের সকল এসএসসি ব্যাচ শিক্ষার্থীতে আমন্ত্রণ জানানো হয়েছে।। সেখানে সকল শিক্ষকের পাশাপাশি ছাত্ররাও থাকবে আর অন্যরকম ভাবে সেই আয়োজনটা করার প্রক্রিয়া চলছে।। আসলে এটাকে ভিন্ন রকম আয়োজন বলা যেতে পারে কারণ এরকম আয়োজন এখন পর্যন্ত করা হয়নি।। আমরা ব্যাচ ভিত্তিক আলাদা আলাদা ইফতারের আয়োজন করলেও এ বছর সকলেরই একত্রিত করা হবে।। শুধুমাত্র আমাদের বিদ্যালয় থেকে ইতিপূর্বে যত এসএসসি ব্যাচের শিক্ষার্থী আছে শুধুমাত্র তারাই।।
আমাদের বন্ধুত্ব স্কুল জীবন থেকেই শুরু হয় সেখানে অনেক বড় ভাই ও ছোট ভাইয়ের সাথে সম্পর্ক গড়ে ওঠে।। আর যখন এসএসসি পরীক্ষা দেওয়া হয় তারপরও আর কারো সাথে যোগাযোগ বা দেখা হয় না।। আর এই কথা চিন্তা করেই আমরা এবার স্কুল থেকে এরকম একটা আয়োজন করেছি । যেখানে আমাদের বন্ধুদের পাশাপাশি ছোট বড় সকল শিক্ষার্থীরা থাকবে।
এটা বেশ বড় ভাবে করার জন্য সেখানে প্রতিটি শিক্ষার্থীদের ফি দিতে হবে।। আর এরকম আয়োজন করার পেছনে অনেক পরিশ্রমও করতে হচ্ছে।। কারন ২০০১ সালের যে ভাইয়েরা পরীক্ষা দিয়েছে তাদের খুঁজে বের করা অনেক কষ্টকর।। আর প্রতিটি ব্যাচের শিক্ষার্থীদের খুঁজে বের করে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সবাইকে আমন্ত্রণ জানাবে ।।
যাইহোক বন্ধুরা এবারের কলেজের ইফতারটা বেশ ভালোভাবেই সকলে মিলে করতে পেরেছি।। আমরা ইফতার শেষ করে নামাজ আদায় করে বেশ কিছু সময় সেখানে গল্প করেছি।।
Like every year, this year too we organized Iftar with our friends in college. We had been discussing Iftar for a while, and finally we all implemented it together. The main purpose of Iftar is for everyone to come together and have Iftar together and meet everyone. Especially towards the end of the month of Ramadan, these Iftar gatherings are held more often.
IMG_20250319_224410.jpg
IMG_20250319_224310.jpg
And maybe this is the last iftar with our friends from college. Because after we take the final year exams, we may not be able to communicate or get together with anyone in that way. So we all tried to get together a little better, although not everyone could get together. Since everyone was busy with different things, we were able to get together with several friends.
IMG_20250319_223921.jpg
IMG_20250319_223848.jpg
IMG_20250319_223710.jpg
We, the management department, organize this Iftar every year. Other departments also organize it. And although one or two of our teachers attend this event, this year no teacher could attend due to their busy schedule. So, we, the students, are organizing this Iftar mahfil together.
IMG_20250319_222810.jpg
IMG_20250319_222535.jpg
There is a different kind of joy hidden in coming together to break the fast like this. There is a different kind of joy in organizing everything together. Today is the 20th Ramadan and a few more iftars are being organized between the last ten Ramadans. Every year, we organize iftars like this from the SSC batch as well. But this year, a different kind of arrangement has been made.
And all the SSC batch students from 2001 to 2024 have been invited to that event. Along with all the teachers, students will also be there and the process of organizing that event in a different way is underway. In fact, it can be called a different kind of event because such an event has not been organized so far. Although we organize separate batch-based Iftars, this year everyone will be brought together. Only the SSC batch students from our school will attend.
Our friendship starts from school life, where we develop relationships with many older and younger brothers. And even after the SSC exams, we don't communicate or meet anyone anymore. And thinking about this, we have organized such an event from school. Where all the students, young and old, will be there along with our friends.
To do this on a large scale, each student will have to pay a fee. And a lot of effort is also required to organize such an event. Because it is very difficult to find the brothers who took the exam in 2001. And a few people have been given the responsibility of finding the students of each batch and inviting everyone.
Anyway, friends, we were able to have a very good college iftar this time. After finishing the iftar, we prayed and talked for a while.
Telegram and Whatsapp