Beautiful day

in beblurt •  3 days ago 

প্রথমে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করি এখন পর্যন্ত সুস্থ রেখেছে এবং সবগুলো রোজা রাখার তৌফিক দান করেছে।। ইনশাআল্লাহ সুস্থ থাকলে বাকি সব রোজা রাখবো।। অন্যান্য মাস থেকে এই রমজান মাসে প্রতিটি মানুষের জীবনযাত্রা পরিবর্তন হয়, খাবার থেকে শুরু করে সব দিকেই কিছুটা ভিন্নতা থাকে।‌ এবং প্রায় মানুষই নামাজ থেকে শুরু করে ধার্মিক কাজের দিকে একটু বেশি অগ্রসর হয়।।

IMG_20250312_162821.jpg

যাই হোক প্রতিদিনের মতোই গতকালকেও সঠিক সময় সেহরিতে উঠেছিলাম এবং খাবার খেয়ে নেই।। সেহেরী খাওয়ার পর নামাজ পড়ে আবারো ঘুমানো হয় আর ঘুম থেকে নয়টার পর উঠি।। ফ্রেশ হয়ে কিছু সময় বসে ছিলাম একটু পরেই বাবা বলতেছিল পাশের জমিতে পানি দিতে।। তাই সবকিছু রেডি করে সেই জমিতে পানির লাইন দেয়।।

দীর্ঘ অনেকদিন হয় কোন বৃষ্টির দেখা নেই যার জন্য জমিতে পানি দিতে হচ্ছে।। যদি একবার মুষলধারে বৃষ্টি হয় তাহলে আর পানি দিতে হবে না এছাড়াও ফসল আরো ভালো হবে।। যদি সঠিক সময়ে পানি না দেই তাহলে ফসলের অনেক ক্ষতি হয় আবার কিছু কিছু গাছ মরে যায় তাই পানি দেওয়া জমির জন্য আবশ্যক।।

IMG_20250312_162952.jpg

আর পানির লাইন দেওয়ার পর সেখান থেকে বাসায় চলে আসি আর কয়েকদিন হয় ভাবতেছি নাপিতের কাছে যাব চুলগুলো ভীষণ বড় হয়ে গেছে।। কিন্তু ব্যস্ততার জন্য যেতেই পারছিলাম না, তাই গতকালকে নাপিতের কাছে চলে যায়।। আর যাওয়ার পর দেখি মানুষজন খুবই কম রমজান মাসে প্রথমদিকে নাপিদের দোকানে লোকজন একটু কমই হয়।। কিন্তু হ্যাঁ শেষের দিকে অনেক বেশি মানুষের ভিড় পড়ে আর তখন দামও বেশি নেওয়া হয়।। যাই হোক পরে আমি সেখান থেকে বাসায় চলে আসি ইতি মধ্যেই দুপুর হয়ে গেছে তাই গোসল করে রুমে চলে আসি।।

IMG_20250312_162855.jpg

পরে আবার একটু জমিতে যাই দেখি পানি এখনো হয়নি পরে রুমে এসে শুয়ে থেকে কিছু সময় ফোন দেখতেছিলাম আর একটু পরেই ঘুম ঘুম ভাব চলে আসে তাই ফোনটা রেখে ঘুমিয়ে যায়।। রমজান মাস আসার পর থেকে সবকিছুই যেন অন্যরকম লাগে।। পরে বিকাল মুহূর্তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে ছিলাম।।

IMG_20250312_174956.jpg

একটু পরে ছাগলগুলোকে ঘাস খেতে দেয়, বেশ কয়েকটা ছাগল রয়েছে প্রতিদিনই তাদের খেতে দিতে হয়।। আর ছাগলগুলোকে ঘাস দেওয়ার পর একটা আঙ্কেলের বাসায় যায়।। আর সেখানে যেয়ে দেখি তারা বাড়ির পেছনে তামাক শুকাতে দিয়েছে।। একটা সময় দেখতাম মানুষ অনেক বেশি তামাক রোপন করত কিন্তু সময়ের সাথে সাথে কেন জানি এখন তুলনামূলক কম মানুষ রোপন করে থাকে।।

IMG_20250312_163203.jpg

পরে সে আঙ্কেলের বাসা থেকে আমি বাসায় চলে আসি আর ইতিমধ্যেই প্রায় ইফতারের সময় হয়ে গেছে।। তাই ফ্রেশ হয়ে ইফতার রেডি করে বসে পড়ি আর একটু পরেই আজান হয়ে যায় আর প্রতিদিনের মতোই ইফতার করে নেই।। আর এভাবেই আমি আমার গতকালকের দিনটি অতিবাহিত করি।।

First of all, I would like to thank the Creator for keeping me healthy so far and for giving me the ability to keep all the fasts. InshaAllah, if I am healthy, I will keep all the remaining fasts. In this month of Ramadan, everyone's lifestyle changes from other months, starting from food to everything. And almost everyone progresses a little more from prayers to religious works.

IMG_20250312_162821.jpg
Anyway, like every day, I woke up for Sehri at the right time yesterday and didn't eat. After eating Sehri, I prayed and went to sleep again and woke up after nine. I freshened up and sat for some time. After a while, my father asked me to water the land next door. So I got everything ready and laid a water line on that land.

There is no rain for a long time, which is why the land has to be watered. If it rains heavily once, then there is no need to water again and the crop will be better. If water is not given at the right time, then the crop suffers a lot and some plants die, so watering the land is necessary.

IMG_20250312_162952.jpg
And after the water line was installed, I came home from there and for a few days I was thinking of going to the barber because my hair had grown very long. But I couldn't go because I was busy, so I went to the barber yesterday. And after I went, I saw that there were very few people. In the beginning of Ramadan, there are few people in the barber shop. But yes, towards the end, there is a lot of crowd and then the prices are also higher. Anyway, later I came home from there. It was already noon so I took a shower and went to the room.

IMG_20250312_162855.jpg
Later, I went to the field again and saw that there was still no water. Then, I came back to the room and lay down and looked at my phone for some time. After a while, I felt sleepy, so I put the phone down and went to sleep. Everything seems different since the month of Ramadan has arrived. Later, in the afternoon, I woke up and was sitting refreshed.

IMG_20250312_174956.jpg
After a while, they let the goats eat grass, there are several goats and they have to be fed every day. And after giving the goats grass, they go to an uncle's house. And when I went there, I saw that they had let tobacco dry behind the house. At one time, I used to see that people used to plant a lot of tobacco, but with time, I don't know why, now relatively fewer people plant it.

IMG_20250312_163203.jpg
Later, I came home from that uncle's house and it was almost time for iftar. So, I freshened up and got iftar ready and sat down to read. A little later, the call to prayer was given and I broke my fast like every day. And that's how I spent my day yesterday.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!